Bleach: এবার আর পার্লারে গিয়ে ব্লিচিং করানোর দরকার নেই! প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে বাড়িতেই তৈরি করুন ন্যাচারাল ব্লিচ

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 04, 2022 | 11:33 AM

সবাই চায় তাঁর ত্বক উজ্জ্বল হোক। এর জন্য অনেকেই সহজ পদ্ধতি বেছে নিন ব্লিচিংয়ের সাহায্য নেন।  কারণ ব্যস্ত জীবনের মাঝেও ব্লিচিং ত্বককে তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দেয়।

Bleach: এবার আর পার্লারে গিয়ে ব্লিচিং করানোর দরকার নেই! প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে বাড়িতেই তৈরি করুন ন্যাচারাল ব্লিচ

Follow Us

সবাই চায় তাঁর ত্বক উজ্জ্বল হোক। এর জন্য অনেকেই সহজ পদ্ধতি বেছে নিন ব্লিচিংয়ের সাহায্য নেন।  কারণ ব্যস্ত জীবনের মাঝেও ব্লিচিং ত্বককে তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দেয়। যদিও আপনি একেবারে একমত হবেন যে বাজারে পাওয়া ব্লিচ আপনার ত্বকে একটি উজ্জ্বলতা দিলেও সেই প্রাকৃতিক উজ্জ্বলতা থাকে না এর মধ্যে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাকৃতিক ব্লিচ তৈরির পদ্ধতি।

আপনাকে টমেটো থেকে এই ব্লিচ তৈরি করতে হবে। বাড়িতে সবসময় আপনি টমেটো পেয়ে যাবেন। এখন এটি থেকে ব্লিচ প্রস্তুত করার আরও একটি সুবিধা জেনে নিন। টমেটো থেকে ব্লিচ তৈরি করতে আপনার একবারে মাত্র অর্ধেক টমেটো লাগবে। যার দাম বাজারের যেকোনও ব্লিচের সামনে নগণ্য।

এই ব্লিচ তৈরি করতে টমেটোর সঙ্গে আপনার প্রয়োজন হলুদ। এই হলুদও আপনি সহজেই রান্নাঘরে পেয়ে যাবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এই হলুদ প্রাকৃতিক উজ্জ্বলতা আনার ক্ষেত্রে ত্বকের ওপর কতটা উপকারী। এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে যে কোনও সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করবেন টমেটোর তৈরি এই ব্লিচ।

প্রথমে একটি অর্ধেক টমেটো নিয়ে মিক্সিতে বেটে নিন। এবার ওই টমেটো বাটাতে এক চিমটে হলুদ যোগ করুন আর এর সঙ্গে যোগ করুন এক চামচ গ্লিসারিন। এই শীতে গ্লিসারিন আপনার ত্বককে কোমল রাখতে সাহায্য করবে। এবার এই তিনটি উপাদান ভাল করে মিশিয়ে নিন।

এই ব্লিচ ত্বকে প্রয়োগের আগে ভাল করে মুখ ধুয়ে আসুন। প্রয়োজনে হালকা গরম জলে মুখ পরিষ্কার করুন যাতে ত্বকের মধ্যে জমে থাকা ধুলো-বালি দূর হয়ে যায়। এতে ব্লিচের প্রভাব ভাল ভাবে ফুটে উঠবে।

এবার এই ব্লিচটা ত্বকের ওপর প্রয়োগ করুন এবং ২০ মিনিট অবধি রেখে দিন। ২০ মিনিট পর হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার ব্যবহার করতে পারেন আপনি এই প্রাকৃতিক ব্লিচটি। এতেই দেখবে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা পেয়ে গেছে ত্বকে। এর পাশাপাশি ত্বক কোমল হয়ে উঠবে। এবং হলুদ ব্যবহার করার ফলে ত্বকে কোনও প্রকার সংক্রমণও হবে না। সুতরাং প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে আজ থেকেই ব্যবহার করা শুরু করুন টমেটোর তৈরি ব্লিচ!

আরও পড়ুন: শীতে ত্বকের ক্ষেত্রে কি একইভাবে সহায়ক বিট? জেনে নিন কীভাবে ব্যবহার করুন এই মরসুম সবজিকে

আরও পড়ুন: সব ঋতুতেই ব্যবহার করতে হবে সানস্ক্রিন! জেনে নিন কোন সানব্লক ফর্মুলা আপনার ত্বকের জন্য সবচেয়ে ভাল

আরও পড়ুন: ম্যাট লিপস্টিক পরলেই ঠোঁট ফেটে যায়? পার্টি মেকআপের আগে মেনে চলুন সহজ কয়েকটি টিপস

Next Article