AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Razor Use Tips: ত্বকে রেজ়ার ছোঁয়ালেই কি খসখসে হয়ে যায়? এই ৫ নিয়ম মেনে দেখুন তো

রেজ়ার দিয়ে লোম তুলতে সময় যেমন একদিকে কম লাগে, পাশাপাশি মাত্র ২-৩ দিনের মধ্যেই আবার নতুন করে লোমকূপ থেকে লোম বেরোতে থাকে।

Razor Use Tips: ত্বকে রেজ়ার ছোঁয়ালেই কি খসখসে হয়ে যায়? এই ৫ নিয়ম মেনে দেখুন তো
Razor Use Tips: ত্বকে রেজ়ার ছোঁয়ালেই কি খসখসে হয়ে যায়? এই ৫ নিয়ম মেনে দেখুন তো
| Updated on: Jul 25, 2025 | 9:20 PM
Share

এই ধরুন আচমকা প্ল্যান করলেন কোথাও বেড়াতে যাবেন, ইচ্ছে হচ্ছে স্লিভলেস কিছু পরার বা, শর্ট‌স পরতে চাইছেন, কিন্তু আন্ডারআর্মস, হাত, পা সব জায়গায় ভর্তি লোম। তখন উপায়? খুব তাড়াতাড়ি ওয়াক্স করানো যায় না। তখন অনেকেই হাতে তুলে নেন রেজ়ার। যা দিয়ে খুব সহজেই শরীরের যে কোনও জায়গার লোম তোলা যায়। এতে সময় যেমন একদিকে কম লাগে, পাশাপাশি মাত্র ২-৩ দিনের মধ্যেই আবার নতুন করে লোমকূপ থেকে লোম বেরোতে থাকে। এ ছাড়া রেজ়ার দিয়ে লোম তুললে ত্বক নিষ্প্রাণ লাগে, খসখসে হয়ে যায়। রইল এইরকম সমস্যা থেকে মুক্তির ৫ টোটকা।

১. রেজ়ার ব্যবহার করলে ত্বক প্রায়শই খসখসে হয়ে যায়। যার ফলে রেজ়ার ব্যবহারের পর ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। রেজ়ার ব্যবহার করার ১০ মিনিট আগে গরম জলে স্নান করে নিতে হবে। এ ছাড়া লুফা দিয়ে ত্বকও পরিষ্কার করে নিতে পারেন। তাহলে ত্বকের উপরে থাকা মৃত কোষগুলোও পরিষ্কার হয়ে যাবে।

২. প্রতিবার রেজ়ার ব্যবহারের পর গায়ে আর গরম জল ঢালবেন না। সেইসময় ঠান্ডা জল দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। এমনটা করলে ত্বক কোমল থাকবে।

৩. শুধু তাই নয় রেজ়ার ব্যবহারের সময় ভুল করেও সাবান ব্যবহার করবেন না। তার জায়গায় যে কোনও শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া বডি ওয়াশ, শাওয়ার জেল কিংলা কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

৪. রোমের অভিমুখ যে দিকে তার ঠিক উল্টো দিকে রেজ়ার টানতে হবে। প্রথমে উল্টো দিকে টানুন, তারপর আবার সোজা দিকে। এরপর ঠান্ডা জল দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে।

৫. যে সময় শেভিং করা শেষ হবে, তখন শরীরের যে অংশে রোম তুলেছেন সেখানে ময়েশ্চারাইজার মেখে নিন। এ ছাড়া বডি অয়েলও মাখতে পারেন। তা হলে ত্বকের শুষ্ক ও খসখসে ভাব এড়াতে পারবেন।