AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanjana Banerjee: সিক্যুইন শাড়ি আর স্টোনের গয়নায় ঝলমলে যশের প্রথম নায়িকা, ছবি দেখেছেন?

Fashion Tips: মেকআপ আর গয়নাও এত সুন্দর যে সঞ্জনাকে দেখতে লাগছে চমৎকার। মিডল পার্ট করে চুলে আলগা পনিটেল করেছেন।  ফলে একটা ক্যাজুয়াল টাচও রয়েছে। চোখ টানে সঞ্জনার গয়নাও

Sanjana Banerjee: সিক্যুইন শাড়ি আর স্টোনের গয়নায় ঝলমলে যশের প্রথম নায়িকা, ছবি দেখেছেন?
চিনতে পারছেন যশের নায়িকাকে?
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 5:08 PM
Share

পথিকৃৎ বসুর ছবি ‘ফিদা’-তে যশ দাশগুপ্তের বিপরীতে নায়িকা হিসেবে টলিউডে প্রথম ডেবিউ সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের। এই একটি সিনেমাতেই আপাতত দেখা গিয়েছে তাঁকে। এই বছর পরিচালক অংশুমান প্রত্যুষের একটি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। মাঝের এই চার বছর মুম্বইতে ছিলেন নায়িকা। সেখানেই তিনি কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনে। অভিনয় শুরুর আগে তাঁর রূপোলি দুনিয়ায় পা রাখা মডেলিং-এর মাধ্যমেই। আর মডেলিং থেকেই লোকেরা চিনতে শুরু করেন সঞ্জনাকে। মিষ্টি সঞ্জনার ফ্যাশান সেন্সও দারুণ।  অধিকাংশ সময়ে ওয়েস্টার্নেই দেখা যায় তাঁকে।  শরীরে অতিরিক্ত কোনও মেদ নেই নায়িকার। আর তাই যে কোনও পোশাকেই দারুণ দেখতে লাগে তাঁকে।

সঞ্জনার ইনস্টাগ্রামে একাধিক ছবি রয়েছে। রোজই তিনি কিছু না কিছু নতুন আপডেট দিতেই থাকেন। একটু ভাল করে খেয়াল করলেই দেখা যায় সঞ্জনার অধিকাংশ পোশাকই প্যাস্টেল শেডস ঘেঁষা। শিমার,  রোজ গোল্ড,  ফ্লোরাল, পিঙ্ক, হোয়াইট- এই সব রঙের আউটফিটেই বেশি দেখা যায় তাঁকে। ড্রেস, স্কার্টই প্রথম পছন্দ নায়িকার। তবে ভালবাসার তালিকায় শাড়িও রয়েছে। কোনও অনুষ্ঠান থাকলেই শাড়ি পরার সুযোগ ছাড়েন না নায়িকা। এবছরের পুজোতে শিমার রঙের শাড়িতেই সেজেছিলেন সঞ্জনা। সিক্যুইনের এই শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, স্টোনের গয়নাতেই দারুণ ভাবে সেজেছেন সঞ্জনা। সঙ্গে মেকআপও মানানসই। ঠোঁটেও দিয়েছেন প্যাস্টেল শেডের লিপস্টিক।

ডিজাইনার পরিধি শর্মার ড্রিম অফ নুরের কালেকশন থেকে বিশেষ এই রেডি টু ওয়্যার শাড়িটি বেছে নিয়েছেন সঞ্জনা। খুব সাধারণ এই শাড়িতেও তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মেকআপ আর গয়নাও এত সুন্দর যে সঞ্জনাকে দেখতে লাগছে চমৎকার। মিডল পার্ট করে চুলে আলগা পনিটেল করেছেন।  ফলে একটা ক্যাজুয়াল টাচও রয়েছে। চোখ টানে সঞ্জনার গয়নাও। কানে স্টাড ইয়াররিং, হাতে স্টোনের ব্যাঙ্গেলসও দারুণ মানিয়েছে। যে কোনও পার্টিতে যাওয়ার জন্য এক্কেবারে পারফেক্ট লুক সঞ্জনার। শীতের দিনে অনুষ্ঠান তো লেগেই থাকে। এইভাবে রেডি টু ওয়্যার শাড়ি বাছলে বিশেষ ঝক্কিও থাকে না। মেকআপও নিজেই করে নেওয়া যায়। সঞ্জনা এই ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নানা মন্তব্যে উপচে পড়ছে কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন যশের বিপরীতে নায়িকা হিসেবে আবারও তাঁকে দেখতে চান। কেউ লিখেছেন সোনম কাপুরের কপি পেস্ট লাগছে। ছবি দেখে কী মনে হচ্ছে আপনার?