বলিউডের ফ্যাশনেবল তারকাদের মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Paqsukone)। তাঁর ফ্যাশন, পোশাক ভাবনা বরাবরই তাক লাগিয়ে দেয়। এছাড়াও নিজেকে নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন তিনি। আসন্ন ছবি গেহরাইয়াঁ ( Gehraiyaan) মুক্তির অপেক্ষায়। আর এই ছবির প্রচারে এসে শুক্রবার তাক লাগিয়ে দিলেন তিনি। বলা ভাল দীপিকার এই পোশাক রীতিমতো আগুন ঝরাচ্ছে ইন্টারনেটে। শুক্রবার রাতে গেহরাইয়াঁ- ছবিটির একটি স্পেশ্যাল স্ক্রিনিং ( Special Screening) এর ব্যবস্থা করেছিলেন নির্মাতারা। সেখানেই অনন্যা পান্ডের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে দীপিকাকেও।
দীপিকা পাড়ুকোনের স্টাইলিস্ট শালিনা নাথানি প্রথম দীপিকার এই ছবিটি শেয়ার করেন ইন্সটাগ্রামে। ডেভিড কোমার কালেকশন থেকে এই বেজ আর কালো রঙের বিশেষ ড্রেসটি বেছে নেন দীপিকা। সেই সঙ্গে পোশাকের প্রিন্টে জ্যামিতিক আকৃতিও ভীষণ ভাবে নিখুঁত। আর এই ছবি শেয়ার হতেই কিন্তু তা ভাইরাল হয়েছে। সিনেমার প্রচারে এই পোশাকই এখনও পর্যন্ত দীপিকার খুব প্রিয় বলে জানা গিয়েছে। এই পোশাকটিকে কিন্তু পোলো মিডিও বলা হয়। ডেভিড কোমার ওয়েবসাইটে গেলেই দেখা পাওয়া যাবে এই পোশাকের। পোশাকটির মূল্য ১,০২,১০০ কিন্তু বর্তমানে তা আপনি পেয়ে যাবেন মাত্র ৫১, ১০০ টাকায়।
বেড আর কালোর মিশেলে মিড লেন্থের এই পোশাকে রয়েছে হাপ স্লিভ কালো ল্যাপেল হাতা। বর্ডারও রয়েছে এই কালোতেই। সেই সঙ্গে ডিপ ভি পোলো নেক আর জ্যামিতিক শেপ। যা দীপিকার শরীরী গড়নকে আরও অসাধারণ করে তুলেছে। পোশাকটি খুবই সাধারণ, কিন্তু তাতেই দীপিকাকে দেখতে লাগছে অপূর্ব। দীপিকার মেকআপ সামান্যই। খ্রিস্টান লুবউটিন থেকে হাফ হুপ স্টেটমেন্ট সোনার দুল ছিল কানে। আর ছিল কালো স্টিলেটো।
চুলের স্টাইলও ছিল সাধারণ। হালকা ব্যাক লো পনিটেল, চোখে বোল্ড উইংড আইলাইনার,ভারী মাসকারা, ন্যাকড লিপস্টিক, বেস আর ব্লাশ মেকআপেই কিন্তু তাঁর ত্বক এত উজ্জ্বল। তাঁর পোশাক, তাঁর গাত্র বর্ণের সঙ্গে ভীষণ রকম সামঞ্জস্য রয়েছে মেকআপের। এর আগেও কিন্তু দীপিকাকে দেখা গিয়েছে ডেভিড কোমার পোশাকে। কালো-সাদা জ্যামিতিক প্রিন্টের ব্লেজার এবং রিস্ক কাট-আউট উইথ রিবড ম্যাক্সি ড্রেসেও কিন্তু দেখা গিয়েছে তাঁকে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: Basant panchami 2022 Fashion: মাঘের পঞ্চমীতে অঙ্গ জুড়োক বাসন্তীতে! থাকুক ইন্দো ওয়েস্টার্ন ছোঁয়াও
বলিউডের ফ্যাশনেবল তারকাদের মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Paqsukone)। তাঁর ফ্যাশন, পোশাক ভাবনা বরাবরই তাক লাগিয়ে দেয়। এছাড়াও নিজেকে নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন তিনি। আসন্ন ছবি গেহরাইয়াঁ ( Gehraiyaan) মুক্তির অপেক্ষায়। আর এই ছবির প্রচারে এসে শুক্রবার তাক লাগিয়ে দিলেন তিনি। বলা ভাল দীপিকার এই পোশাক রীতিমতো আগুন ঝরাচ্ছে ইন্টারনেটে। শুক্রবার রাতে গেহরাইয়াঁ- ছবিটির একটি স্পেশ্যাল স্ক্রিনিং ( Special Screening) এর ব্যবস্থা করেছিলেন নির্মাতারা। সেখানেই অনন্যা পান্ডের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে দীপিকাকেও।
দীপিকা পাড়ুকোনের স্টাইলিস্ট শালিনা নাথানি প্রথম দীপিকার এই ছবিটি শেয়ার করেন ইন্সটাগ্রামে। ডেভিড কোমার কালেকশন থেকে এই বেজ আর কালো রঙের বিশেষ ড্রেসটি বেছে নেন দীপিকা। সেই সঙ্গে পোশাকের প্রিন্টে জ্যামিতিক আকৃতিও ভীষণ ভাবে নিখুঁত। আর এই ছবি শেয়ার হতেই কিন্তু তা ভাইরাল হয়েছে। সিনেমার প্রচারে এই পোশাকই এখনও পর্যন্ত দীপিকার খুব প্রিয় বলে জানা গিয়েছে। এই পোশাকটিকে কিন্তু পোলো মিডিও বলা হয়। ডেভিড কোমার ওয়েবসাইটে গেলেই দেখা পাওয়া যাবে এই পোশাকের। পোশাকটির মূল্য ১,০২,১০০ কিন্তু বর্তমানে তা আপনি পেয়ে যাবেন মাত্র ৫১, ১০০ টাকায়।
বেড আর কালোর মিশেলে মিড লেন্থের এই পোশাকে রয়েছে হাপ স্লিভ কালো ল্যাপেল হাতা। বর্ডারও রয়েছে এই কালোতেই। সেই সঙ্গে ডিপ ভি পোলো নেক আর জ্যামিতিক শেপ। যা দীপিকার শরীরী গড়নকে আরও অসাধারণ করে তুলেছে। পোশাকটি খুবই সাধারণ, কিন্তু তাতেই দীপিকাকে দেখতে লাগছে অপূর্ব। দীপিকার মেকআপ সামান্যই। খ্রিস্টান লুবউটিন থেকে হাফ হুপ স্টেটমেন্ট সোনার দুল ছিল কানে। আর ছিল কালো স্টিলেটো।
চুলের স্টাইলও ছিল সাধারণ। হালকা ব্যাক লো পনিটেল, চোখে বোল্ড উইংড আইলাইনার,ভারী মাসকারা, ন্যাকড লিপস্টিক, বেস আর ব্লাশ মেকআপেই কিন্তু তাঁর ত্বক এত উজ্জ্বল। তাঁর পোশাক, তাঁর গাত্র বর্ণের সঙ্গে ভীষণ রকম সামঞ্জস্য রয়েছে মেকআপের। এর আগেও কিন্তু দীপিকাকে দেখা গিয়েছে ডেভিড কোমার পোশাকে। কালো-সাদা জ্যামিতিক প্রিন্টের ব্লেজার এবং রিস্ক কাট-আউট উইথ রিবড ম্যাক্সি ড্রেসেও কিন্তু দেখা গিয়েছে তাঁকে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: Basant panchami 2022 Fashion: মাঘের পঞ্চমীতে অঙ্গ জুড়োক বাসন্তীতে! থাকুক ইন্দো ওয়েস্টার্ন ছোঁয়াও