FDCI x Lakmé Fashion Week: ল্যাকমে ফ্যাশন শোয়ে কে ছিল সেরার সেরা? এবারের নতুন চমক কী ছিল, জানুন

Fashion News: প্লাস সাইজদের জন্যও ছিল এবারের নয়া চমক। ট্রপিক্যাল টিন্টস, টাই ডাই ডিজাইনের প্রচুর কালেকশন। দৈনন্দিন জীবনকে একু অন্যস্বাদে মুড়ে পোশাকে আনা হয়েছে অভিনবত্বের ছোঁয়া।

FDCI x Lakmé Fashion Week: ল্যাকমে ফ্যাশন শোয়ে কে ছিল সেরার সেরা? এবারের নতুন চমক কী ছিল, জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 11:54 PM

ল্যাকমে ফ্যাশন উইকের (FDCI x Lakmé Fashion Week) শেষ দিনে চমক ছিল অনেক। তার মধ্যে সবচেয়ে নজর কেড়েছেন অনন্যা পান্ডে। টানা পাঁচ দিনের এই ফ্যাশন উইকে দেশের বিখ্যাত ডিজাইনাররা তাঁদের অভিনব কালেকশন প্রদর্শন করেছেন। ফ্যাশন শোয়ের আরও চমক হল,প্রত্যেক ডিজাইনার সেরা ফ্যাশন কালেকশন প্রদর্শন করা। তার মধ্যে দেশের এই ফ্যাশন শোকে কেন্দ্র করে তৈরি হয় নানান কৌতূহল।

ফ্যাশন শোয়ের পাঁচদিন মানে শেষের দিন ডিজাইনারদের সেরার সেরা কালেকশন প্রদর্শিত হয়। আর সেই প্রদর্শনের মধ্যে কোনটি সবচেয়ে বেশি নজর কেড়েছে, তাই নিয়ে এখানে আলোচনা।

ল্যাকমে ফ্যাশন শোয়ের গ্র্যান্ড ফিনালের দিন রোমা আগারওয়ালের লাবেল রোমার কালেকশন ঝারোকা প্রদর্শিত করা হয়। যেখানে আউটফিটের প্রধান লক্ষ্য হল টিকনকারি ও মুকাইশের কাজ বেশি করে দেখানো। এই কাজ শতাব্দী প্রাচীন হলেও, মানুষের চোখে ধরা পড়েছে। লেহেঙ্গা চোলি, দোপাট্টায় গ্ল্যামারাস রঙের ছোঁয়ায় আউটফিটগুলি উজ্জ্বল হয়ে উঠেছিল।

এছাড়া ছিল নার্গিস ফাকরির ম্যাজেন্ডা কালিদার ফ্লোর-লেন্থ কুর্তা, সঙ্গে ল্যাভিস এমব্রয়ডারির ম্যাচিং পালাজো।সঙ্গে ভারী এমব্রয়ডারির দোপাট্টা। ডিজাইনার সেজল সামদারের গ্য়ালাক্সি ২০২২ কালেকশনের মর্জান, মিনিমাল ও অ্যাসথেটিক্স হলেও ভারতীয়ের ছোঁয়া অবশ্যই রয়েছে। ক্লাসিক ট্র্যাডিশনাল আউটফিট বেশ চমকপ্রদ। অসাধারণ কাজ করা জ্যাকেট, ফ্লুইড প্যান্টস, কনটেম্পরারি লেহেঙ্গা, জাম্পস্যুট ও ড্র্যাপড স্কাল্পেটড ড্রেস সকলের নজর কেড়েছিল।

ডিজাইনার বরুণ ছাক্কিলামের রিচারি কালেকশন আসলে প্রকৃতি ও ফুলের উপত্যকা থেকে অনুপ্রাণিত। বাফ বিজ, লিলাক, টোয়ালাইট ব্লু শেডের পোশাক বেশ আকর্ষণীয়। এছাড়া ক্যাট ডানার কাজও বেশ প্রশংসনীয়। ফ্লোরালের উপর জিওম্যাট্রি, ও এমব্রয়ডারি লাইনার পোশকের মূল আকর্ষণ। স্টাইলিশ ক্লাফটেড টোলির সঙ্গে লাক্সারি লেয়ার ও ফেস্টিভ দোপাট্টা বেশ চোখে লাগার মতই। পুরুষদের জন্যও রয়েছে এই ডিজাইনারের নতুনত্বের ছোণয়ায শেরওয়ানি ও শর্ট জ্যাকেটের সঙ্গে ড্র্যাপড কুর্তা অন্যরকম মুগ্ধতা এনেছিল। ডিজাইনারের পোশাকে নাটকীয় মোড় আনতে শো-স্টপার ছিলেন কঙ্গনা রানাওয়াত।

পুরুষদের জন্যও ছিল অন্যরকম অভিনত্বের ছোঁয়া। কারণ ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যম্পে এবার শুধু মডেলরাই নয়, ক্যাটওয়াকে সামিল হয়েছিলেন রাজনীতিবিদও। পবন সচদেবের নিউ এজ মেল কালেকশনের নয়া আউটফিটগুলি দেখার মত। কালো সাদার স্ট্রাইপড শাল কলারের সঙ্গে মনোক্রোম নর্ম্যাল স্ট্যাপেল বেশ আকর্ষণীয়।

প্লাস সাইজদের জন্যও ছিল এবারের নয়া চমক। ট্রপিক্যাল টিন্টস, টাই ডাই ডিজাইনের প্রচুর কালেকশন। দৈনন্দিন জীবনকে একু অন্যস্বাদে মুড়ে পোশাকে আনা হয়েছে অভিনবত্বের ছোঁয়া। শুধু প্লাস সাইজ মহিলারাই নন, পুরুষদের জন্যও আনা হয়েছে একদম নতুন কালেকশনের আউটফিট। জাম্পস্যুট, অপ-শোল্ডার ড্রেস, ম্যাক্সিস, টিউনিক, ব্রালেটের সঙ্গে প্যান্ট, স্পোর্চস ওয়্যার, পার্টি ড্রেসের প্রচুর সম্ভার ছিল এবার। পুরুষদের মধ্যে প্রিন্টেড শার্টস, বারমুডা, বাইকারস জ্যাকেট, টি শার্ট, শর্টস, হুডিজ, ট্র্যাক প্যান্ট ও জ্যাকেটে ছিল বহু মানুষের কৌতূহল।

আরও পড়ুন: Lakme Fashion Week: ‘কুল ব্রাইড’ জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ! ফ্যাশন শোয়ে নয়া চমক ভাইরাল