Winter Fashion Tips: শীতকালে নিজেকে স্টাইলিশ করে তুলতে স্টোল পরার এই টিপসগুলো মেনে চললেই হবে…
আপনার জানা দরকার সামান্য একটা স্টোল বা স্কার্ফ দিয়েই অনেক রকম ভাবে শীতকালে ফ্যাশনেবল হয়ে ওঠা যায়। এই কয়েকটা টিপস আপনার শীতকালের যাবতীয় অস্বস্তিকে সরিয়ে তার জায়গায় এনে দেবে নতুন স্টাইল স্টেটমেন্ট।
শীতকাল এলেই আমাদের মধ্যে অনেকের অস্বস্তির শুরু হয়। প্রথম কারণ হিসেবে সোয়েটার, টুপি পড়ার ঝক্কিকেই দায়ী করা যেতে পারে। এক গুচ্ছ গরম জামাকাপড়ের নীচে যে সুন্দর ড্রেস বা শাড়িটা আপনি পরেছেন সেটা দেখা যাচ্ছে না। সোয়েটার আর স্টোলের আড়ালে হারিয়ে গেছে আপনার ডিজাইনার ব্লাউজ। আর ঠিক তখনই বিরক্তি এসে যায় শীতকালের ওপর। মনে হয় এই ঋতুতে ফ্যাশন বা স্টাইল করা অসম্ভব।
আপনিও যদি এমনটাই ভাবেন তাহলে আপনার ফ্যাশন সেন্সকে সঠিক রাস্তা দেখানোর জন্যই এই প্রতিবেদন। এই কয়েকটা টিপস আপনার শীতকালের যাবতীয় অস্বস্তিকে সরিয়ে তার জায়গায় এনে দেবে নতুন স্টাইল স্টেটমেন্ট। আর তাই আপনার জানা দরকার সামান্য একটা স্টোল বা স্কার্ফ দিয়েই অনেক রকম ভাবে শীতকালে ফ্যাশনেবল হয়ে ওঠা যায়।
ক্লাসিক লুপ- স্কার্ট আর টপের সাথে এই লুপ দিব্যি মানায়। প্রথমে একটি মাত্র প্যাঁচে কাঁধের কাছ থেকে স্টোল জড়িয়ে নিন।যদি কোনও অংশ আলগা থাকে তাহলে সেটা ঘুরিয়ে গলার কাছে আটকে দিন।
ওয়াটারফল লুপ- ঝর্ণার সঙ্গে এই স্টাইলের সেরকম কোনও সম্পর্ক নেই। আসলে এই স্টাইলে স্টোলের সামনের দিকটা একটু ঝুলে থাকে বোধহয় সেইজন্যই এই নামকরণ হয়েছে। দুবার প্যাঁচ দিয়ে ভাল করে ঘাড়ের কাছে স্টোল জড়িয়ে নিন। এবার একটা দিক একটু টেনে সামনের দিকে ঝুলিয়ে দিন। শুধু সামনের দিকটাতেই ঝুল বেশি থাকবে।
ওয়ান লুপ নট- আগে স্টোল গলায় ঝুলিয়ে নিন। একটা দিক কোমর পর্যন্ত থাকবে আর একটা দিকের দৈর্ঘ্য একটু কম হবে। যেদিকে দৈর্ঘ্য বেশি সেদিকটা গলায় পেঁচিয়ে নিন। এবার বাকি দিকটাও পেঁচিয়ে নিন। এটা খুব ক্যাসুয়াল স্টাইল। তাই জিনস আর টিশার্ট-এর সঙ্গে এই লুক ভাল লাগবে।
ইনফিনিটি লুপ- গলার কাছে ভাল করে স্টোল জড়িয়ে নিন। কোনও জায়গা আলগা থাকলে সেটা অ্যাডজাস্ট করে নিন। এবার একটা অংশ নিয়ে ইংরেজি ৮-এর মতো সামনে পিছনে করে পেঁচিয়ে নিন। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে দুটো প্যাঁচ দিতে হবে।
বানি ইয়ার লুপ- নাম শুনেই বুঝতে পারছেন এই স্টাইল এমন হবে যেন দেখে মনে হয় খরগোশের কানের মতো। না কোনও জটিল কিছু নয়। খুবই সহজ। স্টোল গলায় জড়ান। বড় স্টোল হলে দুটো প্যাঁচ দিন। এবার আলগা দুটি প্রান্ত ওই প্যাঁচের ভিতর দিয়ে ঢুকিয়ে নীচে বের করে দিন। তবে এই স্টাইল বেশি ভালো লাগে সিল্কের স্টোলে এবং অবশ্যই কম দৈর্ঘ্যের স্টোলে।
আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন