Cotton Clothes: গরমে রোজ সুতির পোশাক পরছেন, সঠিকভাবে তার যত্ন নিচ্ছেন তো?
Washing Tips: গ্রীষ্মকাল মানেই সুতির পোশাক। চাঁদিফাটা রোদে আর চ্যাটচ্যাটে ঘাম গায়ে সুতির পোশাকই আরামদায়ক। এই নরম সুতির পোশাকই এই গরমে পরলে আরাম লাগে। তাই এই গরমে কীভাবে সুতির পোশাকের যত্ন নেবেন, রইল টিপস।

গ্রীষ্মকাল মানেই সুতির পোশাক। চাঁদিফাটা রোদে আর চ্যাটচ্যাটে ঘাম গায়ে সুতির পোশাকই আরামদায়ক। সেই সুতির পোশাক যদি সাদা বা কোনও হালকা রঙের হয়, তাহলে সেটা আরও আরামদায়ক। যেহেতু আমাদের গ্রীষ্ম প্রধান দেশ তাই বছরের বেশিরভাগ সময়ই আপনি সুতির পোশাক পরতে পারেন। তুলো থেকেই সুতো তৈরি করে আর সেটা থেকে বিভিন্ন ধরনের সুতির পোশাক তৈরি হয়। তাই কোনও পোশাক পাতলা হয়, আবার কোনওটা হয় একটু মোটা কাপড়ের। যে পোশাকগুলো একটু পাতলা ও নরম সুতির হয়, সেগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। কিন্তু এই নরম সুতির পোশাকই এই গরমে পরলে আরাম লাগে। তাই এই গরমে কীভাবে সুতির পোশাকের যত্ন নেবেন, রইল টিপস।
*সুতির যে পোশাকগুলো পাতলা হয়, সেগুলো যত্নের সঙ্গে রাখতে হয়। খুব বেশি ঘষে বা আছাড় মেরে কাচলে ছিঁড়ে যেতে পারে। যদিও এখন বেশিরভাগ মানুষের জামাকাপড় কাচার ভরসা ওয়াশিং মেশিন। তবু সুতির জামাকাপড় কাচলে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে ঠান্ডা জলে লিক্যুইড সাবান গুলে সুতির পোশাকগুলো ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পর থুপে কেচে নিন কিংবা ওয়াশিং মেশিন দিয়ে কেচে ফেলুন।
*গরমে প্রতিদিন জামাকাপড় কাচা উচিত। যেহেতু গরমে ঘাম হয়, এতে জামাকাপড়ে দুর্গন্ধ ছাড়ে এবং জীবাণু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই সুতির পোশাক একদিন পরে কেচে ফেলতে পারেন। কিন্তু খুব বেশি নোংরা করবেন না। এতে দাগ বসে যাবে এবং চেপে কাচলে ফ্র্যাবিক নষ্ট হয়ে যাবে।
*সুতির পোশাক ভাল রাখতে কাচার পর মাড় দিন। ব্যস্ত জীবনযাত্রার মধ্যে অনেকেই এই মাড় দেওয়ার ধাপটি এড়িয়ে যান। কিন্তু মা-ঠাকুমারা আজও সুতির বস্ত্র কাচার পর মাড় দেন। মাড় দিলে বেশি জোরে কাপড় নিংড়াবেন না। জল ঝরিয়ে শুকনো করতে দিন।
*এখন যে পরিমাণ রোদের তেজ, তাতে সরাসরি সূর্যালোকে পোশাক দিলে তার রং নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় হালকা রোদে কিংবা ছায়ায় ও হাওয়ায় পোশাক শুকনো করতে দিন। এতে আপনার পোশাকের রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। খুব টানটান করে কাপড় মেলবেন না।
*সুতির পোশাক কেনার সময়েও সতর্ক থাকুন। সবসময় এক সাইজ বড় পোশাক কিনুন। কারণ সুতির কাপড় কাচার পর তা একটু ছোট হয়ে যায়।
*সুতির পোশাক আলমারিতে রাখার সময় ছোট টোটকা মেনে চলুন। আরমারির তাকে কালোজিরে আর শুকনো লঙ্কা সাদা কাপড়ে পুটুলি বেঁধে রেখে দিন। এতে আপনার সুতির পোশাক ভাল থাকবে।





