Fashion in Corona: করোনাকালীন পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে বাড়ির বাইরে? জেনে নিন এই সময় কেমন হবে আপনার ফ্যাশন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 09, 2022 | 7:20 AM

কোভিড পরিস্থিতিতে আপনি কী ধরনের পোশাক পরে গেলে তা আপনার জন্য ভাল হবে। এই অবস্থায় পোশাক কীভাবে নির্বাচন করবেন, তারই কিছু পরামর্শ আজ এই প্রতিবেদনে থাকছে...

Fashion in Corona: করোনাকালীন পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে বাড়ির বাইরে? জেনে নিন এই সময় কেমন হবে আপনার ফ্যাশন...

Follow Us

রাজ্যে উর্দ্ধমুখী করোনা সংক্রমণের গ্রাফ। প্যানডেমিক পরিস্থিতির শুরু থেকেই অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন। অনেকেই আবার অফিসে যাওয়া শুরু করেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অনেকেই হয়তো ওয়ার্ক ফ্রম হোম করবেন আবার। অনেককেই অফিস যেতে হবে। বিশেষ করে যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের অফিসে যেতেই হবে। এই মুহূর্তে আপনি কী ধরনের পোশাক পরে গেলে তা আপনার জন্য ভাল হবে। কোভিড পরিস্থিতিতে পোশাক কীভাবে নির্বাচন করবেন, তারই কিছু পরামর্শ আজ এই প্রতিবেদনে থাকছে…

ফুল স্লিভ পোশাক পরতে ভুলবেন না:

কোভিড পরিস্থিতিতে সংক্রমণ এড়ানোর জন্য় শরীরের অধিকাংশ অংশ ঢেকে রাখাই ভাল। নাক, চোখ , মুখে সরাসরি হাত না দেওয়াই ভাল। তাই এই সময়ে আপনি ফুল স্লিভ পোশাক পরতে পারেন। ফুল স্লিভ ব্লাউজ পরতে পারেন। বিভিন্ন ডিজাইনার ব্লাউজ পাবেন সহজেই। অফিসে পরার মতো তাই ফর্মাল ডিজাইন বেছে নিন। ফুল স্লিভ কুর্তা ট্রাই করুন। কুর্তার নেক ডিজাইনে থাকুক তারতম্য। এছাড়াও সোয়েট শার্ট, ফুল স্লিভ টি-শার্ট এই সময়ে অবশ্য়ই পরতে পারেন আপনি। আপনাকে দেখতেও ভাল লাগবে। হাতও ঢাকা থাকবে। ট্রেনে-বাসে চলা ফেরা করলে আপনি সুরক্ষিত থাকবেন অনেকটাই।

স্কার্ফকে অন্য়রকম ভাবে ক্যারি করুন:

শীতকালে অনেকেই স্কার্ফ ব্যবহার করেন। স্কার্ফ পরলে আপনার গলাও সুরক্ষিত থাকে। ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে কম। এছাড়াও স্কার্ফ পরলে আপনার স্টাইলিংও হয়। প্যানডেমিক পরিস্থিতিতে স্কার্ফ পরতে পারেন। আপনি গলায় জড়িয়ে নিন। এতে আপনার গলার অংশ ঢাকা থাকবে। ফুল স্লিভ পোশাকের সঙ্গে মানানসই স্কার্ফ বেছে নিন।

টুপি পরুন:

করোনা সংক্রমণ এড়াতে চুল ঢেকে রাখার পরামর্শ দিয়েছিলেন অনেক বিশেষজ্ঞ। শীতকালে আপনি চাইলেই হেয়ার ক্যাপ পরতে পারেন। এছাড়াও পাবলিক ট্রান্সপোর্টে চলা ফেরা করার সময় টুপি পরতে পারেন। এতে আপনার স্টাইলিংও হবে আবার চুলও ঢাকা থাকবে। রকমারি টুপি আপনি শীতকালে ট্রাই করতে পারেন। ভাল দেখাবে।

গ্লাভস এবং মাস্ক পরুন:

ট্রেনে-বাসে যাতায়াত করলে অবশ্য়ই গ্লাভস পরুন। যেখানে সেখানে হাত দিয়ে ফেললেও সংক্রমণের আশঙ্কা অনেকাংশে কম হবে। মাস্কের ক্ষেত্রে একটু সতর্ক হন। এই সময় এন-৯৫ মাস্ক পরার চেষ্টা করুন। এই পরিস্থিতিতে যতটা সম্ভব সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…

Next Article