Indian wedding: ৯০ কোটির গয়না, ১৭ কোটির শাড়ি আর ৩০ লক্ষের মেকআপ আর্টিস্টে জমজমাট ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে

The Big Fat Indian Wedding: বিয়েতে ১৭ কোটি টাকার একটি কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন ব্রাহ্মণী। সেই শাড়ি জুড়ে ছিল সোনার সুতোর কাজ

Indian wedding: ৯০ কোটির গয়না, ১৭ কোটির শাড়ি আর ৩০ লক্ষের মেকআপ আর্টিস্টে জমজমাট ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে
সবচেয়ে দামি ভারতীয় বিয়ে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 2:48 PM

যে কোনও ভারতীয় বিয়েবাড়ি মানেই উৎসব। মেয়ের বাড়ি হলে সেখানে আনন্দ-আয়োজনের সঙ্গে জুড়ে থাকে বিষাদ। তবুও আয়োজনে কোনও রকম খামতি থাকে না। নিজের সাধ্যমতো খরচা করে মেয়ের বিয়ে আড়ম্বর ভাবে দিতে চান সকল বাবা। মেয়েদের যাবতীয় ইচ্ছেপূরণে তাঁরা থাকেন সচেষ্ট। ভারতীয় বিয়ের অনুষ্ঠানে এত রকম আচার থাকে যে মোটামুটি ৫ দিন ধরে তা চলতেই থাকে। সঙ্গীত, মেহেন্দি, গায়েহলুদ, আইবুড়োভাত, মূল বিয়ের অনুষ্ঠাব, রিসেপশন- তালিকার কোনও শেষ নেই। এখনও পর্যন্ত আমাদের দেশে যে কয়েকটি বিগ ফ্যাট ওয়েডিং হয়েছে তার মধ্যে তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্ধন রেড্ডির মেয়ের বিয়ে। ২০১৬ সালের ৬ নভেম্বর বিয়ে হয় জনার্দন রেড্ডির মেয়ে ব্রাহ্মণীর। পাঁচদিন ব্যাপী সেই বিবাহ অভিযানে আমন্ত্রণ জানানো হয়েছিল ৫০ হাজারেরও বেশি অতিথিকে। আর বিয়ের খরচ ছিল ৫০০ কোটি টাকারও বেশি। আমন্ত্রণ কার্ডে একটি সুন্দর এলসিডি স্ক্রিন লাগানো ছিল। আবার সেই কার্ড খোলা মাত্রই এলসিডি স্ক্রিনে ফুটে উঠত মিউজিক ভিডিয়ো। সেই ভিডিয়োর মাধ্যমে করহস্তে রেড্ডি আমন্ত্রণ জানাচ্ছেন সকল নিমন্ত্রিতদের।

গেট থেকে বিবাহ বাসর পর্যন্ত অতিথিদের নিয়ে যাওয়া হয় ৪০ টি বিলাসবহুল গরুর গাড়িতে। বলিউডের বিখ্যাত সেট ডিজাইনাররা বিজয়নগর মন্দিরের আদলে বিয়ের সেট নির্মাণ করেছিলেন। খাওয়ার জায়গাটি ছিল বেল্লারি গ্রামের আদলে। অতিথিদের আসা-যাওয়ার জন্য ২০০০ টিরও বেশি ক্যাব বুক করা হয়েছিল এবং ১৫ টি হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়েছিল। বেঙ্গালুরুতে পাঁচটি ফাইভ স্টার হোটেল এবং তিনটি থ্রি স্টার হোটেল বুক করা হয়েছিল। আর বিয়ের পুরো ভেন্যু জুড়ে ৩০০০ নিরাপত্তা রক্ষী সর্বদা পাহারায় ছিলেন। রেড্ডির পরিবারের সকল সদস্যরাই কোটি কোটি টাকার সোনা ও হীরের গয়না পরেছিলেন। এতো গেল বাকিদের কথা, কিন্তু যার জন্য এত বড় আয়োজন তিনি বিয়েতে কেমন শাড়ি পরেছিলেন জানেন?

বিয়েতে ১৭ কোটি টাকার একটি কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন ব্রাহ্মণী। সেই শাড়ি জুড়ে ছিল সোনার সুতোর কাজ। বিয়ের দিন ৯০ লক্ষ টাকার গয়না পরেছিলেন রেড্ডি কন্যা। মুম্বই থেকে ৫০ জনেরও বেশি খ্যাতনামা মেকআপ আর্টিস্ট এসেছিলেন ব্রাহ্মণীকে সাজাতে। আর সাজানোর জন্য তাঁরা পারিশ্রমিক নিয়েছিলেন মোটে ৩০ লক্ষ টাকা। গোলাপি রঙের এই কাঞ্জিভরম শাড়ির সঙ্গে দামি রক্তখচিত গয়না পরেছিলেন তিনি। মাথার টায়রা টিকলি থেকে শুরু করে কোমরবন্ধনী- পুরোটাই ছিল হিরে-জহরতে মোড়া।