Red and white: মন মজে লাল-সাদাতেই! আর এই ভালোবাসার জেরেই ‘সেলেব্রিটি’ তকমা পেলেন বেঙ্গালুরুর এই বাসিন্দা!

Fashion Tips: লোকে হাসে, তবুও লাল-সাদার এই প্রীতিতে খুশি বেঙ্গালুরুর এই বাসিন্দা

| Edited By: | Updated on: Aug 02, 2022 | 9:44 PM
শখ বলে কথা। কেউ ভালবাসেন গান শুনতে, কেউ  ভালবাসেন ফ্রিজ ম্যাগনেট সংগ্রহ করতে, কেউ ভালবাসেন রান্না করতে- আবার কারোর পছন্দ হল লাল-সাদা। না, লাল-হলুদ নয়। বেঙ্গালুরুর বাসিন্দা সেভেনরাজ। তাঁর জীবনের সব কিছুই হল লাল আর সাদা। সঙ্গে পয়া নম্বর ৭। বাড়ি, দরজা-জানালা, বেডশিট, ব্রাশ, স্কুটার, স্কুটি, বাড়ির অন্দরসজ্জা, অফিস সবই লাল-সাদা। আর এই লাল-সাদা প্রীতির জন্যই বেঙ্গালুরুতে তিনি স্থানীয় সেলেব্রিটি হিসেবেই পরিচিত।

শখ বলে কথা। কেউ ভালবাসেন গান শুনতে, কেউ ভালবাসেন ফ্রিজ ম্যাগনেট সংগ্রহ করতে, কেউ ভালবাসেন রান্না করতে- আবার কারোর পছন্দ হল লাল-সাদা। না, লাল-হলুদ নয়। বেঙ্গালুরুর বাসিন্দা সেভেনরাজ। তাঁর জীবনের সব কিছুই হল লাল আর সাদা। সঙ্গে পয়া নম্বর ৭। বাড়ি, দরজা-জানালা, বেডশিট, ব্রাশ, স্কুটার, স্কুটি, বাড়ির অন্দরসজ্জা, অফিস সবই লাল-সাদা। আর এই লাল-সাদা প্রীতির জন্যই বেঙ্গালুরুতে তিনি স্থানীয় সেলেব্রিটি হিসেবেই পরিচিত।

1 / 6
এই ৭ নম্বরের সঙ্গেও সেভেনরাজের অদ্ভুত একটি যোগ রয়েছে। সেভেনরাজের জন্ম এবং বেড়ে ওঠা বেঙ্গালুরুতেই। পরিবারের সপ্তম সন্তান হওয়ায় তাঁর নাম রাখা হয়েছিল সেভেনরাজ। তাঁর নিজস্ব একটি কোম্পানি রয়েছে। মূলত বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করাই তাঁর সংস্থার কাজ। এখান থেকেই লাল রঙের প্রতি তাঁর 'Obsession'

এই ৭ নম্বরের সঙ্গেও সেভেনরাজের অদ্ভুত একটি যোগ রয়েছে। সেভেনরাজের জন্ম এবং বেড়ে ওঠা বেঙ্গালুরুতেই। পরিবারের সপ্তম সন্তান হওয়ায় তাঁর নাম রাখা হয়েছিল সেভেনরাজ। তাঁর নিজস্ব একটি কোম্পানি রয়েছে। মূলত বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করাই তাঁর সংস্থার কাজ। এখান থেকেই লাল রঙের প্রতি তাঁর 'Obsession'

2 / 6
সেভেনরাজের পরিবারও তাঁর এই শখের সঙ্গে বেশ খুশি। বেঙ্গালুরুতে তাঁর পরিবাপকে সকলে এক ডাকে লাল-সাদা পরিবার বলেই চেনে।

সেভেনরাজের পরিবারও তাঁর এই শখের সঙ্গে বেশ খুশি। বেঙ্গালুরুতে তাঁর পরিবাপকে সকলে এক ডাকে লাল-সাদা পরিবার বলেই চেনে।

3 / 6
যেহেতু পয়া নম্বর ৭ তাই গাড়ির নম্বর প্লেটটিও ৭৭৭৭ দিয়ে শেষ হয়েছে। তাঁর ফোন নম্বরও রয়েছে ৭ দিয়েই।  যাবতীয় তাঁর ফ্যাশান লাল সাদাতেই। একই সঙ্গে তাঁর প্রতিটি কোটেই ৭ টি বোতাম রয়েছে। ২ বা ৩ টি বোতাম নয়।

যেহেতু পয়া নম্বর ৭ তাই গাড়ির নম্বর প্লেটটিও ৭৭৭৭ দিয়ে শেষ হয়েছে। তাঁর ফোন নম্বরও রয়েছে ৭ দিয়েই। যাবতীয় তাঁর ফ্যাশান লাল সাদাতেই। একই সঙ্গে তাঁর প্রতিটি কোটেই ৭ টি বোতাম রয়েছে। ২ বা ৩ টি বোতাম নয়।

4 / 6
তাঁর এই লাল-সাদা প্রীতি নিয়ে সকলে মশকরা করলেও তিনি কিন্তু দিব্য খুশ এই অভ্যাসের সঙ্গে।

তাঁর এই লাল-সাদা প্রীতি নিয়ে সকলে মশকরা করলেও তিনি কিন্তু দিব্য খুশ এই অভ্যাসের সঙ্গে।

5 / 6
ছাতা থেকে গাড়ি, সবই লাল-সাদা। স্ত্রী, কন্যা, পুত্রর পোশাকও তাই। এমন ফ্যাশানিস্তা আগে দেখেছেন কখনও?

ছাতা থেকে গাড়ি, সবই লাল-সাদা। স্ত্রী, কন্যা, পুত্রর পোশাকও তাই। এমন ফ্যাশানিস্তা আগে দেখেছেন কখনও?

6 / 6
Follow Us: