AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের আসর থেকে পোস্ট ওয়েডিং ইভেন্ট- সবেতেই উজ্জ্বল তারকা নবদম্পতি রাহুল-দিশা

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রাহু বৈদ্য ও দিশা পালমার। বন্ধুত্ব, প্রেম ও তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই দুই সেলেব। বিগবসের মঞ্চেই ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক রাহুল বৈদ্যকে বিয়ের প্রস্তাব দেন টিভি সিরিয়ালের অভিনেত্রী দিশা পালমার।

| Edited By: | Updated on: Jul 18, 2021 | 3:08 PM
Share
পোস্ট-ওয়েডিংয়েও আগুন ছড়ালেন এই নবদম্পতি। ভারী নীল রঙা লেহেঙ্গায় দিশা ও কালো ব্লেজার প্যান্টে দুর্দান্ত রাহুল একসঙ্গে মঞ্চ কাঁপালেন। বিয়ের পর একসঙ্গে প্রকাশ্যে রোম্যান্টিক নাচলেন রাহুল-দিশা।

পোস্ট-ওয়েডিংয়েও আগুন ছড়ালেন এই নবদম্পতি। ভারী নীল রঙা লেহেঙ্গায় দিশা ও কালো ব্লেজার প্যান্টে দুর্দান্ত রাহুল একসঙ্গে মঞ্চ কাঁপালেন। বিয়ের পর একসঙ্গে প্রকাশ্যে রোম্যান্টিক নাচলেন রাহুল-দিশা।

1 / 6
উজ্জ্বল গোলাপী রঙের গ্ল্যামার্স লেহেঙ্গা চোলি রাজরাণীর বেশে বিয়ের আসরে নজর কেড়েছিলেন দিশা। অন্যদিকে সোনালি জরির সাদা শেরওয়ানিতে রাজকুমারের বেশে সেজেছিলেন হ্যান্ডসাম রাহুল।

উজ্জ্বল গোলাপী রঙের গ্ল্যামার্স লেহেঙ্গা চোলি রাজরাণীর বেশে বিয়ের আসরে নজর কেড়েছিলেন দিশা। অন্যদিকে সোনালি জরির সাদা শেরওয়ানিতে রাজকুমারের বেশে সেজেছিলেন হ্যান্ডসাম রাহুল।

2 / 6
নেট দুনিয়ায় রাহুল-দিশার বিয়ের বিভিন্ন পোজের ছবি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। মিষ্টি হাসির ঝিলিকে বধূসাজে  দিশাকে দেখে রাহুলের ভালোবাসার উচ্ছ্বাস সকলের মন জয় করে নিয়েছে।

নেট দুনিয়ায় রাহুল-দিশার বিয়ের বিভিন্ন পোজের ছবি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। মিষ্টি হাসির ঝিলিকে বধূসাজে দিশাকে দেখে রাহুলের ভালোবাসার উচ্ছ্বাস সকলের মন জয় করে নিয়েছে।

3 / 6
পোস্ট ওয়েডিং অনুষ্ঠানের জন্য নীল কট্যুর লেহেঙ্গা বেছে নিয়েছিলেন সুন্দরী দিশা পারমার। ডিজাইনার ছিলেন সীনা গুজরাল। ঝলমলে মিডনাইট ব্লু অ্যাটায়ার কোল্ড-শোল্ডার, ব্যাকলেশ চোলির সঙ্গে এ-লাইন স্কার্ট। দিশার ব্লাউজের সিক্যুইন এমব্রয়াডরি, সুইটহার্ট নেকলাইনে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন দিশাই। সিম্পল কিন্তু অসাধারণ গ্ল্যামারাস মেকআপের সঙ্গে পনিটেল হেয়ারস্টাইলের সাজ নববধূর সৌন্দর্যে মুগ্ধ হয়েগিয়েছিল রাহুল থেকে অতিথিরাও।

পোস্ট ওয়েডিং অনুষ্ঠানের জন্য নীল কট্যুর লেহেঙ্গা বেছে নিয়েছিলেন সুন্দরী দিশা পারমার। ডিজাইনার ছিলেন সীনা গুজরাল। ঝলমলে মিডনাইট ব্লু অ্যাটায়ার কোল্ড-শোল্ডার, ব্যাকলেশ চোলির সঙ্গে এ-লাইন স্কার্ট। দিশার ব্লাউজের সিক্যুইন এমব্রয়াডরি, সুইটহার্ট নেকলাইনে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন দিশাই। সিম্পল কিন্তু অসাধারণ গ্ল্যামারাস মেকআপের সঙ্গে পনিটেল হেয়ারস্টাইলের সাজ নববধূর সৌন্দর্যে মুগ্ধ হয়েগিয়েছিল রাহুল থেকে অতিথিরাও।

4 / 6
বিয়ের মতো পোস্ট ওয়েডিংয়ের পার্টি অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ে। গ্র্যান্ডবাশে উপস্থিত ছিলেন সেলেব দম্পতির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা-প্রেমের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন বহু অভিনেতা-অভিনেত্রী।বিয়ের পর একসঙ্গে প্রকাশ্যে রোম্যান্টিক নাচলেন রাহুল-দিশা।

বিয়ের মতো পোস্ট ওয়েডিংয়ের পার্টি অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ে। গ্র্যান্ডবাশে উপস্থিত ছিলেন সেলেব দম্পতির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা-প্রেমের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন বহু অভিনেতা-অভিনেত্রী।বিয়ের পর একসঙ্গে প্রকাশ্যে রোম্যান্টিক নাচলেন রাহুল-দিশা।

5 / 6
দিশা ও রাহুলের বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন বিখ্যাত ডিজাইনার আবু জানি সন্দীপ খোশলা। মেহেন্দি, মালাবদল থেকে শুরু করে শুভদৃষ্টি হব কিছুই হিন্দু রীতি মেনেই বিয়ে করেছেন এই দুই সেলেব নবদম্পতি।

দিশা ও রাহুলের বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন বিখ্যাত ডিজাইনার আবু জানি সন্দীপ খোশলা। মেহেন্দি, মালাবদল থেকে শুরু করে শুভদৃষ্টি হব কিছুই হিন্দু রীতি মেনেই বিয়ে করেছেন এই দুই সেলেব নবদম্পতি।

6 / 6