ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছুদিন থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাঁর সাম্প্রতিক বিজ্ঞাপনকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এই অবস্থায় তাঁকে নানান কটাক্ষের শিকারও হতে হয়েছে। এমনকি এই বিজ্ঞাপন এমন পর্যায়ের লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল যাদের থেকে সব্যসাচীকে প্রতি মুহূর্তে হুমকিও পেতে হয়েছিল। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ডিজাইনারকে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম জারি করেছিলেন।
এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্র্যান্ডটি তাদের মঙ্গলসূত্র কালেকশনের ওপর করা প্রচারমূলক বিজ্ঞাপনটি তুলে নেয়। মন্ত্রীর কথা মতো এই মঙ্গলসূত্রের বিজ্ঞাপনটি ‘আপত্তিকর এবং অশ্লীল’ ছিল। আর সে কারণেই তিনি এই আলটিমেটাম দিতে বাধ্য হয়েছিলেন। সব্যসাচীর এই বিজ্ঞাপনে মূলত কিছু মহিলা আর পুরুষকে অন্তর্বাস পরে থাকা অবস্থায় ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। সেখানে মহিলাদের গলায় ব্র্যান্ডের মঙ্গলসূত্র ছিল।
फैशन डिजाइनर सब्यसाची मुखर्जी के मंगलसूत्र का विज्ञापन बेहद आपत्तिजनक और मन को आहत करने वाला है।
अगर 24 घंटे में आपत्तिजनक विज्ञापन नहीं हटाया तो #SabyasachiMukherjee के खिलाफ केस रजिस्टर्ड कर वैधानिक कार्रवाई की जाएगी।#Sabyasachi pic.twitter.com/iGl9lp3gsR
— Dr Narottam Mishra (@drnarottammisra) October 31, 2021
কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘ঐতিহ্য এবং সংস্কৃতি এগুলো এমন বিষয় যা প্রতিদিনের আলোচনার সঙ্গে এগিয়ে যেতে থাকে। আমাদের মঙ্গলসূত্রের বিজ্ঞাপনটির উদ্দেশ্য ছিল এমপাওয়ারমেন্টকে সবার সামনে তুলে ধরা। সমাজের সামনে ক্ষমতায়ন সম্পর্কে কথা বলা। বিজ্ঞাপনটি আমাদের কাছে একটা উদযাপনের মতোই ছিল। আমরা গভীরভাবে দুঃখিত যে এটি আমাদের সমাজের একটি অংশকে ক্ষুণ্ণ করেছে। তাই আমরা অর্থাৎসব্যসাচী এই বিজ্ঞাপনটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।”
সব্যসাচীর ডিজাইনে অভিনবত্ব থাকবে, সেটাই প্রত্যাশিত। সেই প্রত্যাশায় ভরসা রেখেই নিজের নয়া কালেকশনকে সামনে আনার জন্য প্লাস-সাইজের একটি মডেলকে তিনি বেছে নেন। ছবিতে দেখা গিয়েছে, প্লাস-সাইজের মডেলটি একটি কালো রঙের অন্তর্বাস পরে রয়েছেন। তাঁর গলায় দুটি মঙ্গলসূত্র। এক শার্টহীন পুরুষ মডেলের বুকে মাথা দিয়ে সুন্দর পোজ দিয়েছেন ওই মডেলটি। আর এই বিজ্ঞাপনকে ঘিরেই শুরু হয়েছিল যাবতীয় সমস্যা। প্রথমে সব্যসাচী নিজে বিশেষ কান দেন নি। কারণ, এধরনের কটূক্তি তাঁকে আগেও শুনতে হয়েছিল। কিন্তু, পরবর্তীকালে যখন রাজনৈতিক মহল থেকে রীতিমতো হুমকির বার্তা আসে তখন সব্যসাচী বাধ্য হন তাঁর বিজ্ঞাপন তুলে নিতে।
ডাবর আর তনিষ্কের পর সব্যসাচীই সাম্প্রতিক মেড-ইন-ইন্ডিয়া ব্র্যান্ড যা গত বছর বিজেপি নেতাদের অনলাইন অপব্যবহার এবং ধর্ম সংক্রান্ত আলোচনার বিরুদ্ধে বেশ কিছু প্রচার করেছিল। ঠিক এই সপ্তাহে, ডাবরকে কারওয়া চৌথের জন্য একটি বিজ্ঞাপন প্রত্যাহার করে নিতে হয়েছিল। ডাবরের তরফ থেকে বলা হয়েছিল যে এটি অন্তর্ভুক্তি, সমতা এবং বিয়ের ক্ষেত্রে একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি উদযাপন করেছে। তবে একই মন্ত্রী নরোত্তম মিশ্রের প্রতিক্রিয়ায় কঠোর প্রতিক্রিয়া শুরু হয়েছিল। অবশেষে, বিজ্ঞাপনটিকে তুলে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Bipasha Basu: মলদ্বীপে ‘নিওন’ বোল্ড লুকে গ্ল্যামার ছড়াচ্ছেন বিপাশা! দেখুন সেই আগুন ঝরানো ছবি…
আরও পড়ুন: Mimi Chakraborty: সিল্কের শাড়ি-সোনার গয়না আর ছোট্ট টিপ, উত্সবেও বাঙালি লুক ধরে রাখলেন বাঙালি সাংসদ
আরও পড়ুন: Eternals: ছবির প্রিমিয়ারে অ্যাঞ্জেলিনার পুরনো পোশাকেই নজর কাড়লেন জাহারা জোলি-পিট!