Samantha Prabhu Fashion: সামান্থার কালো পোশাকের সাজে তিনি নজর কাড়লেন ফ্যাশন উৎসাহীদের, দেখে নিন তাঁর এই সাজের ছবি…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 21, 2021 | 12:47 PM

সামান্থা প্রভু আবার খবরের শিরোনামে এলেন। এবার তাঁর পোশাকের সাজে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। কালো পোশাকের ফ্যাশনে সামান্থার চেহারাতে ফ্যাশন উৎসাহী থেকে শুরু করে তাঁর ফ্যান সবাই রীতিমতো অবাক হয়েছে...

Samantha Prabhu Fashion: সামান্থার কালো পোশাকের সাজে তিনি নজর কাড়লেন ফ্যাশন উৎসাহীদের, দেখে নিন তাঁর এই সাজের ছবি...

Follow Us

সামান্থা রুথ প্রভু আবারও সবাইকে চমকে দিয়েছেণ তাঁর ফ্যাশনের পছন্দে। অভিনেত্রী একটি অ্যামেলিয়া সেটের দারুণ পোশাক বেছে নিয়ে তাঁর উইকেন্ড কিকস্টার্ট করেছিলেন। ফ্যাশন উৎসাহী, সামান্থার ফ্যান এবং সোশ্যাল মিডিয়ার বহু চোখ এখনও তাঁর এই পোশাককে প্রশংসার দৃষ্টিতে দেখছেন। শনিবার সামান্থার শেয়ার করা তাঁর এই অসাধারণ সুন্দর পোশাকের বেশ কিছু ছবি দেখে নেটপাড়ায় রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে।

সামান্থা ফ্যাশন ডিজাইনার হাউস লাভ লেট ২০-এর সঙ্গে কোল্যাব করেছিলেন। তাদের পোশাকের সংগ্রহ থেকে একটি কালো অ্যামেলিয়া সেট বেছে নিয়েছিলেন সাউথের স্বনামধন্য অভিনেত্রী। কো-অর্ড সেটে কলার এবং রাফ্‌ড হাতা দিয়ে ক্রপ করা কালো ব্লাউজ ছিল। ওপরের দিকে পিছনে একটি টাই-আপ কলার এবং সামনে একটি সোনার চেইন ছিল যা কোমর পর্যন্ত এসেছিল। পোশাকটি কালো রঙের একটি হাই-ওয়েস্ট মাল্টি-প্লেটেড স্কার্টের সঙ্গে মিলিত করা হয়েছিল।


একটি ছবিতে সামান্থাকে তাঁর পোশাকের পিছনের দিকের ডিজাইন দেখআনো অবস্থায় পোজ দিতে দেখা যায়। অন্য ছবিতে, তিনি একটি ডিভার মতো পোজ দিয়েছেন। তাঁর অ্যাটিটিউডই তাঁর হয়ে সমস্ত কথা বলে দেয়। কিছুক্ষণের মধ্যে, সামান্থার ছবিগুলি তাঁর ভক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট পেতে শুরু করেছিল। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সামান্থার সহকর্মী বিমলা রমনও ছবিতে কমেন্ট করেছেন। তিনি নিজের শব্দে সামান্থার চেহারার জন্য তাঁর প্রশংসার সারসংক্ষেপ করে বলেছেন, ‘হট’। একাধিক ফায়ার এবং হার্ট-আইড ইমোটিকনও ড্রপ করেছেন তিনি। সম্যুক্তা হেজ কমেন্ট করেছেন, ‘তোমায় দেখতে ফ্যাব’ এবং হার্ট ইমোটিকন ড্রপ করেছেন।

সামান্থা মিশো ডিজাইনের সংগ্রহ থেকে সোনার কানের দুল পরেছিলেন যা তাঁর লুক আর সৌন্দর্য দুটোই বাড়িয়ে তুলেছিল। জুতোর ক্ষেত্রে সামান্থা ক্লাসিক কালো স্টিলেটো বেছে নিয়েছিলেন।

মেকআপ শিল্পী পিঙ্কি লোহারের সাহায্যে সামান্থা একটি ন্যূনতম মেকআপের লুক বেছে নিয়েছিলেন। তিনি নরম মেরুন আইশ্যাডো, মাস্কারা-বোঝাই চোখের দোররা, কালো আইলাইনার, টানা ভ্রু, কনট্যুরড গাল এবং নিউড লিপস্টিকের শেড দিয়ে সাজিয়েছিলেন নিজেকে। সামান্থা ছবির জন্য পোজ দেওয়ার সময় তার কাঁধ পর্যন্ত লম্বা চুলগুলো মাঝ বরাবর ভাগ করে একটা নিখুঁত বান তৈরি করেছিলেন। যা তাঁর অ্যাটিটিউডকে আরও বেশি পরিমাণে হাইলাইট করতে সক্ষম হয়েছিল। সম্প্রতি সামান্থা তাঁর বিবাহ বিচ্ছেদের খবরের কারণেই শিরোনামে এসেছেন বারবার।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…

Next Article