Hilsa Festival: সুন্দরবনে লঞ্চে বসে লাঞ্চে সাঁটান দেদার ইলিশ,অফার সৌজন্যে IRCTC! জানুন খুঁটিনাটি

Hilsa Festival Kolkata: বৃষ্টি কয়েক ফোঁটা পড়তে না পড়তেই দেখা দিয়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর তাই ইলিশ উৎসব নিয়ে তুঙ্গে প্রস্তুতিও...

| Edited By: | Updated on: Jul 02, 2022 | 8:28 AM
বর্ষা পড়তেই জালে ধরা দিয়েছে একঝাঁক রুপোলি শস্য। আর পছন্দের ইলিশের খোঁজে প্রতি সপ্তাহেই পর্যটকরা পাড়ি দিচ্ছেন মোহনায়। কেউ যাচ্ছেন দীঘা তো কেউ ডায়মন্ড হারবার। ষহরের বিভিন্ন রেস্তোরাঁতেও শুরু হয়েছে ইলিশ উৎসব। কোথাও চলছে আম-ইলিশের যুগলবন্দিও।

বর্ষা পড়তেই জালে ধরা দিয়েছে একঝাঁক রুপোলি শস্য। আর পছন্দের ইলিশের খোঁজে প্রতি সপ্তাহেই পর্যটকরা পাড়ি দিচ্ছেন মোহনায়। কেউ যাচ্ছেন দীঘা তো কেউ ডায়মন্ড হারবার। ষহরের বিভিন্ন রেস্তোরাঁতেও শুরু হয়েছে ইলিশ উৎসব। কোথাও চলছে আম-ইলিশের যুগলবন্দিও।

1 / 5
তবে এবার ইলিশ উৎসবের আয়োজন করল খোদ IRCTC। সুন্দরবনের গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছে এই ইলিশ উৎসবের। বর্ষায় পর্যটক টানতেই এমন উদ্যোগ তাঁদের।

তবে এবার ইলিশ উৎসবের আয়োজন করল খোদ IRCTC। সুন্দরবনের গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছে এই ইলিশ উৎসবের। বর্ষায় পর্যটক টানতেই এমন উদ্যোগ তাঁদের।

2 / 5
১৪ অগস্ট থেকে শুরু হবে এই গঙ্গাবঙ্গে ভ্রমণ। মোট ২ রাত লঞ্চে থাকতে পারবেন পর্যটকেরা। বুকিং করতে খরচ পড়বে ৬৩১০ টাকা। ৫ বছরের নীচে বাচ্চাদের জন্য আলাদা করে কোনও চার্জ লাগবে না। এমনচাই জানানো হয়েছে IRCTC-এর তরফে।

১৪ অগস্ট থেকে শুরু হবে এই গঙ্গাবঙ্গে ভ্রমণ। মোট ২ রাত লঞ্চে থাকতে পারবেন পর্যটকেরা। বুকিং করতে খরচ পড়বে ৬৩১০ টাকা। ৫ বছরের নীচে বাচ্চাদের জন্য আলাদা করে কোনও চার্জ লাগবে না। এমনচাই জানানো হয়েছে IRCTC-এর তরফে।

3 / 5
যাঁরা এই ইলিশ উৎসবে গিয়ে একাই লঞ্চে একটা রুম নিয়ে থাকতে চান সেক্ষেত্রে খরচ পড়বে ৮০০০ টাকা। ৩ জন মিলে একসঙ্গে টিম হিসেবে থাকলে মাথাপিছু খরচ পড়বে ৬৩১০ টাকা করে। ইলিশের মরশুম আসলেই প্রতি বছর এরকম উৎসবের আয়োজন করা হয় গঙ্গাবক্ষে বা সমুদ্রে। পর্যটন টানতেই এমন আয়োজন। গত বছর দীঘাতেও হয়েছিল এমন উৎসব।

যাঁরা এই ইলিশ উৎসবে গিয়ে একাই লঞ্চে একটা রুম নিয়ে থাকতে চান সেক্ষেত্রে খরচ পড়বে ৮০০০ টাকা। ৩ জন মিলে একসঙ্গে টিম হিসেবে থাকলে মাথাপিছু খরচ পড়বে ৬৩১০ টাকা করে। ইলিশের মরশুম আসলেই প্রতি বছর এরকম উৎসবের আয়োজন করা হয় গঙ্গাবক্ষে বা সমুদ্রে। পর্যটন টানতেই এমন আয়োজন। গত বছর দীঘাতেও হয়েছিল এমন উৎসব।

4 / 5
ইলিতমধ্যো ইলিশ উৎসবের জন্য প্রচুর বুকিং এসেছে বলে জানা গিয়েছে। বেশিরভাগ লঞ্চ, হোটেল এখনই সেপ্টেম্বর পর্যন্ত বুকড। তবে বুকিং যে হারে হচ্ছে সেই ভাবে কিন্তু ইলিশের জোগান এখনও পর্যন্ত নেই।

ইলিতমধ্যো ইলিশ উৎসবের জন্য প্রচুর বুকিং এসেছে বলে জানা গিয়েছে। বেশিরভাগ লঞ্চ, হোটেল এখনই সেপ্টেম্বর পর্যন্ত বুকড। তবে বুকিং যে হারে হচ্ছে সেই ভাবে কিন্তু ইলিশের জোগান এখনও পর্যন্ত নেই।

5 / 5
Follow Us: