আজকাল সকলেরই ব্যস্ত রুটিন। আর সেই রুটিনে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজ সাজানো থাকে। এই ব্যস্ত সময়ের মধ্যে ফাঁকা সময় বের করে নেওয়া বেশ মুশকিলের
এছাড়াও অধিকাংশ বাড়িতেই এখন রান্নার লোকে রান্না করে। ফলে সেখানে হিসেবের রান্না। অতিরিক্ত লোকজন এসে পড়লে মুশকিলই হয়
সব সময় অর্ডার দিয়ে খাবার আনানোও সম্ভব হয় না। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আলুর তৈরি এই কিছু খাবার। এতে খেতেও ভাল হবে, বিশেষ সময়ও লাগবে না
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিন। তারপর এর সাথে বাটার, ডিমের কুসুম, গোলমরিচ, এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবারে মিশ্রণটি ঢেকে ২ ঘন্টা ফ্রিজারে রেখে নিন। এরপরে বের করে মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। গরম গরম পটেটো ফ্রাইড বল টমেটো সস বা ঝাল চাটনির সাথে খেতে বেশ লাগবে।
আলুগুলোকে লম্বা টুকরা করে কেটে ৪ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পরে আলুর টুকরাগুলো ডুবো তেলে ভেজে আলাদা করে রাখুন। অন্য একটি প্যানে অল্প তেল গরম করে এতে আদা, রসুন, এবং ক্যাপসিকাম দিয়ে ভাজতে থাকুন। বাকি ১ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিয়ে দিন।
এবার সয়া সস, চিলি সস, টমেটো সস, নুন, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, এবং চিনি দিয়ে দিন। নাড়তে থাকুন, মিশ্রণটি ঘন এবং মাখা মাখা হয়ে আসলে ভিনেগার এবং ভাজা আলুর টুকরাগুলো দিয়ে দিন। আলু মশলার সঙ্গে মিশে গেলে নামিয়ে ফেলুন এবং উপরে চিজ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।