পোলাও, এ মন শাহী খাবারের নাম শুনলেই জিভে জল, ঠোঁটে হাসি দেখা যায় ভোজনরসিকদের। পোলাও নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষাই হয়ে থাকে। চিরাচরিত বাসন্তী পোলাওয়ের পাশাপাশি এখন আমিষ পোলাও- ও ট্রেন্ডে রয়েছে। কাশ্মীরি পোলাও এবং নানা রকমের ফল দিয়ে তৈরি ফ্রুট পোলাও কিংবা শুধুমাত্র কড়াইশুঁটি দিয়ে তৈরি পিস পোলাও খেতেও পছন্দ করেন অনেকেই। কিন্তু পোলাওয়ের সঙ্গে চকোলেট মিশিয়ে কখনও কাউকে খেতে দেখেছেন? এবার তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। চকোলেট সস মিশিয়ে পোলাও খাচ্ছেন এক যুবক। এখানে আবার পোলাওয়ের চালের বা ভাতের রঙ সাদা। সাধারণত পোলাওয়ে যে হলুদ রঙের ভাত দেখা যায়, এক্ষেত্রে তেমনটা দেখা যায়নি।
গত বছর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছিল অদ্ভুত সব খাবার। ওরিয়ো পকোড়া, চকোলেট ম্যাগি, ফ্যান্টা অমলেট, ফায়ার ফুচকা, ম্যাগি মিল্কশেক— কী নেই সেই তালিকায়। নতুন বছরে খাদ্যরসিকরা ভেবেছিলেন হয়তো এইসব উদ্ভট খাবারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তবে তাঁদের সেই আশায় জল ঢেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া রুআফজা মেশানো ম্যাগি এবং রুআফজা চা। এবার সেই তালিকায় নাম জুড়েছে চকোলেট পোলাওয়ের। Spoons of Mumbai নামের একটি পেজের তরফে ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
দেখুন চকোলেট পোলাওয়ের সেই ভাইরাল ভিডিয়ো
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা ছোট পেলে রাখা হয়েছে পোলাওয়ের সাদা ভাত। তার মধ্যে চকোলেট সস মিশিয়ে মেখে খেয়ে নিলেন এক যুবক। যেন মাংসের ঝোল দিয়ে মেখে পোলাও খাচ্ছেন। কিন্তু চকোলেট সস দিয়ে মাঝা পোলাওয়ের ভাতের এক গ্রাস মুখে দেওয়ার পরেই ওই যুবক যেভাবে ছিটকে উঠে গিয়েছে, তা থেকে আন্দাজ করা যাচ্ছে যে এই চকোলেট পোলাও খেতে আদতে কীরকম। যুবকের মুখ-চোখের অভিব্যক্তি দেখে স্পষ্ট মনে হয়েছে এমন উদ্ভট খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভীষণ ভাবে পস্তাচ্ছেন তিনি। ইতিমধ্যেই চকোলেট পোলাওয়ের এই ভাইরাল ভিডিয়োর প্রায় তিন লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। নেটিজ়েনদের প্রায় সকলেই বলছেন, এমন খাবার যেন তাঁদের দুঃস্বপ্নেও খেতে না হয়। সেই সঙ্গে খাবার-দাবার নিয়ে এই উদ্ভট পরীক্ষা-নিরীক্ষা গুলো এবার বন্ধ করার দাবিও জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- Viral Video: রুআফজা মেশানো চা! গোলাপি রঙের চা দেখে ক্ষুব্ধ নেট দুনিয়া