Life Style Tips: সিলিন্ডার বুক করতে হবে? এই উপায়ে জেনে নিন কতটা গ্যাস রয়েছে…
Daily Life Knowledge: ডাবল সিলিন্ডার থাকলে সমস্যা কম। সেক্ষেত্রে আরও একটি ভর্তি সিলিন্ডার হয়তো মজুদ থাকছে। কিন্তু সিঙ্গল সিলিন্ডার হলে! অনেক সময়ই রান্না বসিয়ে মাঝপথে দেখা যায় গ্যাস শেষ!

বাড়িতে রান্নার গ্যাস শেষ! সেটা অবশ্য আন্দাজ করা কঠিন। সিলিন্ডার তুলে অনেক সময় কিছুটা আন্দাজ করা যায়। অনেকে আবার ক্যালেন্ডারে তারিখ চিহ্নিত করে রাখেন, যাতে বুঝতে সমস্যা না হয়। কিন্তু নির্দিষ্ট করে বলা মুশকিল, ঠিক কতটা গ্যাস বাকি রয়েছে সিলিন্ডারে। ডাবল সিলিন্ডার থাকলে সমস্যা কম। সেক্ষেত্রে আরও একটি ভর্তি সিলিন্ডার হয়তো মজুদ থাকছে। কিন্তু সিঙ্গল সিলিন্ডার হলে! অনেক সময়ই রান্না বসিয়ে মাঝপথে দেখা যায় গ্যাস শেষ! এই কয়েকটি উপায় হয়তো সেক্ষেত্রে কাজে লাগতে পারে। সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে, বোঝা যেতে পারে এই উপায়ে!
কী ভাবে বোঝা যেতে পারে?
প্রথমত, একটি কাপড় ভিজিয়ে নিন। সেই ভেজা কাপড় সিলিন্ডারে জড়িয়ে দিন। মিনিট পাঁচেক পর সেই কাপড়টি খুলে ফেলুন। এ বার খেয়াল করুন সিলিন্ডারের দিকে। যে অংশটুকু শুকনো, জানবেন, সেখানে গ্যাস নেই। অর্থাৎ সিলিন্ডারের অংশটুকে ভিজে যাবে, সেই অবধি গ্যাস রয়েছে। এই উপায়ে সহজেই আন্দাজ করতে পারবেন, কত দিন আর ব্যবহার করা যাবে।
এর নেপথ্যে রয়েছে বিজ্ঞান। রান্নার গ্যাস বা LPG ঠান্ডা হয়। ফলে সিলিন্ডারের যে অংশে গ্যাস রয়েছে, সেই অংশটুকু জল শুষে নেবে।
এ ছাড়াও সিলিন্ডারের ওজন বুঝে কিছুটা আন্দাজ করা যেতে পারে। সিলিন্ডার যদি অনেকটা ভারী হয়, সেক্ষেত্রে বোঝা যাবে গ্যাস রয়েছে। হালকা হলে বুঝে নিতে হবে, গ্যাস শেষ কিংবা শেষের দিকে।
আরও একটা উপায়ে দেখতে পারেন। একটি পাত্রে গরম জল নিন। ধীরে কিছুটা জল সিলিন্ডারের গায়ে ঢেলে দিন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এ বার সিলিন্ডারে হাত দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করুন। সিলিন্ডারের যে অংশে ঠান্ডা অনুভব করবেন, সেই অবধি গ্যাস রয়েছে।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
