Aadhar Card-Mobile Number Link: আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে? দেখবেন কী ভাবে?
Aadhar Card-Mobile Number Link: অনেকেই আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদলে ফেলেন। তবে আপনি যে মোবাইল নম্বরটি বদল করলেন তা ঠিক মতো লিঙ্ক হয়েছে কি না তা বুঝবেন কী ভাবে? জেনে নিন সেই ট্রিকস।

এখন যাই করতে যান না কেন তাতে অফিশিয়াল ডকুমেন্ট প্রয়োজন হলে আধার কার্ড লাগবেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্যান কার্ড, পাসপোর্ট সবেতেই আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক। এমনকি মোবাইল নম্বরের সঙ্গেও লিঙ্ক করতে হবে আধার কার্ড।
এই আধার এখন ভারতীয়দের সবচেয়ে বড় পরিচয় পত্র এবং দেশবাসী হওয়ার প্রমাণ। তবে মোবাইল নম্বরের সঙ্গেও আধার কার্ডের সংযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে গত বছরেই। তবে অনেক কারণেই মোবাইল নম্বর বদল করেন অনেকে। অথবা অনেকেই আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদলে ফেলেন। তবে আপনি যে মোবাইল নম্বরটি বদল করলেন তা ঠিক মতো লিঙ্ক হয়েছে কি না তা বুঝবেন কী ভাবে? জেনে নিন সেই ট্রিকস।
আধারের সঙ্গে মোবাইলের সংযুক্তি আছে কি না তা যাচাই করার দুটি উপায় আছে। প্রথমটি হল, ‘ইউআইডিএআই’-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। সেখানে ‘মাই আধার’ অপশনে ক্লিক করতে হবে। তার পর ‘ভেরিফাই ইমেল’ বা ‘মোবাইল নম্বর’-এ ক্লিক করতে হবে। সেখানে আপনাকে একটি ফর্ম ভর্তি করতে দেওয়া হবে। আধার নম্বর, মোবাইল নম্বর ও ক্যাপচা পূরণ করে ‘এন্টার’ বোতামে ক্লিক করুন। আপনার দেওয়া মোবাইল নম্বরটি যদি আধারের সঙ্গে যুক্ত থাকে, তা হলে আপনি তার তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। যদি আপনার নম্বরটি আধারের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এসএমএস পাবেন যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন, তা আপনার আধার রেকর্ডের সঙ্গে মিলছে না। সেক্ষেত্রে আবার নতুন করে আধারের সঙ্গে মোবাইলের সংযুক্তি করতে হবে।
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পোর্টাল ‘টেলিকমিউনিকেশন ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনসিউমার প্রোটেকশন’ (টিএএফসিওপি) গিয়েও যাচাই করতে পারবেন। এই উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে ‘কিপ ইওরসেল্ফ অ্যাওয়ার’-এ ক্লিক করুন। মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে অপেক্ষা করুন। আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি নম্বর দিয়ে লগ ইনে ক্লিক করলেই দেখাবে যে সেই নম্বরটির সঙ্গে আধারের লিঙ্ক আছে না নেই।
