AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beared Care Tips: সাধের দাঁড়িতে ভর্তি ড্যানড্রফ? কীভাবে মিলবে মুক্তি?

Beauty Tips: এতে শুধু অস্বস্তি নয়, চুলকানি, লালচেভাব ও ত্বক খসখসে হয়ে যাওয়া সমস্যা বাড়ায়। তবে সঠিক যত্ন নিলে দাঁড়ির ড্যানড্রফ সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। রইল সেই টিপস।

Beared Care Tips: সাধের দাঁড়িতে ভর্তি ড্যানড্রফ? কীভাবে মিলবে মুক্তি?
| Updated on: Aug 31, 2025 | 11:22 PM
Share

অনেক পুরুষের একটি সাধারণ সমস্যা হল দাঁড়িতে ড্যানড্রফ বা খুশকি হওয়া। মাথার ত্বকের মতো দাঁড়ির নিচের ত্বকও শুষ্কতা, তেলতেলে ভাব বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে খুশকিতে ভুগতে পারে। এতে শুধু অস্বস্তি নয়, চুলকানি, লালচেভাব ও ত্বক খসখসে হয়ে যাওয়া সমস্যা বাড়ায়। তবে সঠিক যত্ন নিলে দাঁড়ির ড্যানড্রফ সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। রইল সেই টিপস।

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন

দাঁড়ি ও তার নিচের ত্বক নিয়মিত পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন এবং সপ্তাহে অন্তত ২–৩ বার মাইল্ড বিয়ার্ড শ্যাম্পু বা সালফেট-ফ্রি ফেস ওয়াশ দিয়ে দাঁড়ি ধুয়ে নিন। এতে ময়লা, ঘাম ও অতিরিক্ত তেল দূর হবে।

২. নিয়মিত ময়েশ্চারাইজ করুন

দাঁড়ির ড্যানড্রফ হওয়ার একটি বড় কারণ হলো শুষ্কতা। তাই মুখ ধোয়ার পর ত্বক ও দাঁড়ি ভালোভাবে ময়েশ্চারাইজ করতে হবে। নারকেল তেল, জোজোবা অয়েল বা বিশেষ বিয়ার্ড অয়েল ব্যবহার করলে ত্বক হাইড্রেটেড থাকে এবং খুশকি কমে যায়।

৩. অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার

যদি ড্যানড্রফ বেশি হয়, তবে সপ্তাহে এক বা দুইবার কেটোকোনাজল, জিঙ্ক পাইরিথিওন বা সেলেনিয়াম সালফাইডযুক্ত অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু দাঁড়িতে ব্যবহার করতে পারেন। তবে শ্যাম্পু যেন চোখ বা মুখের ভেতরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

৪. দাঁড়ি ব্রাশ করা অভ্যাস করুন

দাঁড়ি নিয়মিত ব্রাশ করলে ত্বকের প্রাকৃতিক তেল সমানভাবে ছড়িয়ে পড়ে এবং শুকনো খোসা বা ডেড স্কিন সেল জমতে পারে না। এতে দাঁড়ি নরম থাকে এবং খুশকি কম দেখা দেয়।

৫. স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ

ত্বক ও চুলের সুস্থতার জন্য ভিটামিন বি, ভিটামিন ই, জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। প্রচুর শাকসবজি, ফল, বাদাম ও মাছ খেলে ভেতর থেকে ত্বকের যত্ন হয়।

৬. পর্যাপ্ত জল পান

শরীরে জলশূন্যতা থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়, যা দাঁড়িতে ড্যানড্রফ বাড়ায়। তাই প্রতিদিন পর্যাপ্ত জল পান করা জরুরি।

৭. স্ট্রেস নিয়ন্ত্রণ করুন

মানসিক চাপ বা স্ট্রেসের কারণে অনেক সময় হরমোনের পরিবর্তন ঘটে এবং ত্বকের সমস্যা দেখা দেয়। নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম বা মেডিটেশন করলে স্ট্রেস কমে এবং ড্যানড্রফ নিয়ন্ত্রণে আসে।

৮. চিকিৎসকের পরামর্শ নিন

যদি দাঁড়িতে ড্যানড্রফ দীর্ঘদিন থাকে, অতিরিক্ত চুলকানি হয় বা ফুসকুড়ি ও সংক্রমণ দেখা দেয়, তবে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে এটি সেবোরেইক ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে।