Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Milk for Skin: দুধ না মাখলে পাবেন না ভাল ত্বক, পুজোর আগেই শুরু করুন এই কাজ

Skin Care Tips: দুধ শুধু শরীরের যত্ন নেয় না। ত্বকেরও খেয়াল রাখে এই প্রাকৃতিক উপাদান। অনেকেরই অভিযোগ দুধ খেলে ব্রণ হয়। কিন্তু দুধ মাখলে কমতে পারে ত্বকের সমস্যা। কাঁচা দুধ ত্বকে মাখলে একাধিক সমস্যা এড়ানো যায়।

Milk for Skin: দুধ না মাখলে পাবেন না ভাল ত্বক, পুজোর আগেই শুরু করুন এই কাজ
Image Credit source: Peter Dazeley/The Image Bank/Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 12:00 PM

নিয়ম করে এক গ্লাস দুধ খেলে হাড়, দাঁত নিয়ে কোনও চিন্তা থাকে না। বার্ধক্যের সঙ্গে অস্থিক্ষয়ের ঝুঁকি কমাতে দুধের জুড়ি মেলা ভার। কিন্তু দুধ শুধু শরীরের যত্ন নেয় না। ত্বকেরও খেয়াল রাখে এই প্রাকৃতিক উপাদান। অনেকেরই অভিযোগ দুধ খেলে ব্রণ হয়। কিন্তু দুধ মাখলে কমতে পারে ত্বকের সমস্যা। কাঁচা দুধ ত্বকে মাখলে একাধিক সমস্যা এড়ানো যায়। বিশেষত, ত্বকের বার্ধক্য প্রতিরোধে এবং ত্বককে এক্সফোলিয়েশনে সাহায্য করে দুধ। সারাদিনের পর ত্বকের ক্লান্তি কাটাতে সাহায্য করে এই উপাদান। পুজোর আগে মুখে দুধ মাখলে ত্বকের জৌলুস ফিরে পেতে পারেন।

ক্লিনজার: মুখ পরিষ্কার করতে বাজারচলতি ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করেন? রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক পরিষ্কারের জন্য দুধ ব্যবহার করুন। দুধ দিয়ে ত্বকে উপর মালিশ করুন। কয়েক মিনিট রাখুন। তারপর ভিজে রুমাল দিয়ে মুখ মুছে নিন। দুধ ত্বকের গভীরে গিয়ে ময়লা, ব্যাকটেরিয়া পরিষ্কার করে। পাশাপাশি ত্বককে কোমল ও মসৃণ করে তোলে।

এক্সফোলিয়েটর: সংবেদনশীল ত্বক কিংবা ব্রণ-প্রবণ ত্বকে দুধকে এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করতে পারেন। দুধের সরকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। দুধের সরের সঙ্গে ওটস মিশিয়ে ত্বকের উপর ঘষে নিন। ৫-১০ মিনিট স্ক্রাবিংয়ের পর কিছুক্ষণ রাখুন। শুকনো হয়ে এলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এতেই ত্বকের জেল্লা দ্বিগুণ বেড়ে যাবে।

ফেসপ্যাক: পুজোর আগে রূপচর্চার জন্য দুধের সঙ্গে বন্ধুত্ব পাতান। দুধের মধ্যে কলা ম্যাশ করে মিশিয়ে নিন। এতে একটু মধু মিশিয়ে মুখে মাখুন। সপ্তাহে ৩ দিন এই ফেসপ্যাক ব্যবহার করুন। পুজো আসার আগেই আপনার ত্বকের জেল্লা ফিরে যাবে।