Dandruff & Acne: মাথার খুশকির জন্য মুখে ব্রণ হচ্ছে? এক ঢিলে দুই পাখি মারুন এভাবে

Neem Leaves Home Remedies: একবার মাথায় খুশকি বাসা বাঁধলে সহজে পিছু ছাড়ে না। যতই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করুন, বারে বারে ফিরে আসে খুশকি। এই খুশকি শুধু যে স্ক্যাল্পের অস্বস্তি বাড়িয়ে তোলে, তা নয়। ত্বকের সমস্যার পিছনেও দায়ী থাকে খুশকি। মাথায় খুশকি হলে মুখে ব্রণর সমস্যা বাড়তে থাকে।

Dandruff & Acne: মাথার খুশকির জন্য মুখে ব্রণ হচ্ছে? এক ঢিলে দুই পাখি মারুন এভাবে
Follow Us:
| Updated on: Jul 01, 2024 | 1:25 PM

একবার মাথায় খুশকি বাসা বাঁধলে সহজে পিছু ছাড়ে না। যতই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করুন, বারে বারে ফিরে আসে খুশকি। এই খুশকি শুধু যে স্ক্যাল্পের অস্বস্তি বাড়িয়ে তোলে, তা নয়। ত্বকের সমস্যার পিছনেও দায়ী থাকে খুশকি। মাথায় খুশকি হলে মুখে ব্রণর সমস্যা বাড়তে থাকে। কপাল, গালে ব্রণতে ভরে যায়। খুশকি ও ব্রণ দুটোর সমস্যাই দূর হতে পারে মাত্র একটা উপাদানে। নিম পাতা দিয়ে দূর করুন খুশকি ও ব্রণর সমস্যা।

নিম পাতার মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকির সঙ্গে লড়াই করে। পাশাপাশি স্ক্যাল্পের অন্যান্য সমস্যাকেও দূরে রাখে। অন্যদিকে, নিম পাতার মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের জন্য উপকারী। নিম পাতার মধ্যে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে।

খুশকি দূর করে নিম পাতা

এই খবরটিও পড়ুন

খুশকি হলে সাধারণত তেল ব্যবহার করতে নেই। কিন্তু এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এতে স্ক্যাল্পের ইনফেকশন, চুলকানি থেকে মুক্তি মেলে। নিম তেল খুশকির সমস্যা দূর করতে। যে কোনও শ্যাম্পুর সঙ্গে কয়েক ফোঁটা নিম তেল নিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া নারকেল তেলের সঙ্গে নিম তেল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে মাখতে পারেন।

নিম তেল স্ক্যাল্পের পাশাপাশি চুলেরও যত্ন নেয়। চুলের উপর কন্ডিশনার হিসেবে কাজ করে নিম তেল। এটি চুলকে নরম ও মসৃণ করে তোলে। পাশাপাশি স্ক্যাল্পে নিম তেল মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে চুলের বৃদ্ধি ভাল ভাবে ঘটে।

ব্রণর চিকিৎসায় নিম পাতা

তাজা নিম পাতা বেটে সরাসরি ব্রণর উপর লাগাতে পারেন। নিম পাতার ফেসপ্যাক ব্রণর সমস্যা দূর করতে উপযোগী। নিম পাতা বেটে নিন কিংবা নিমের গুঁড়োর নিন। এর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

এক মুঠো তাজা নিম পাতা বেটে নিন। এরপর এতে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

টলিউডের গণ্ডি পার করে এবার বলিউডে ডেবিউ হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর?
টলিউডের গণ্ডি পার করে এবার বলিউডে ডেবিউ হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর?
India-Britain News: ভারতীয়দের ভিসায় উদার হবে ব্রিটেন?
India-Britain News: ভারতীয়দের ভিসায় উদার হবে ব্রিটেন?
সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার পন্ডিত জগন্নাথ গুরুজি করলেন ভবিষ্যৎ বাণী
সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার পন্ডিত জগন্নাথ গুরুজি করলেন ভবিষ্যৎ বাণী
গাধার পিঠে চড়েই আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে চাইছে পাকিস্তান
গাধার পিঠে চড়েই আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে চাইছে পাকিস্তান
গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী নেহা
গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী নেহা
ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার
ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার
দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা