AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Look: সিম্পল কিন্তু স্টাইলিশ, শীতকালীন অফিস লুকের সেরা আইডিয়া

Winter Fashion: শীতকাল মানেই শুধু ঠান্ডা নয়, ফ্যাশনের নতুন অধ্যায়ও বটে। সকালবেলার ঠান্ডা হাওয়া আর অফিসের গম্ভীর পরিবেশ এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে নিজের সাজপোশাককে এলিগ্যান্ট, আরামদায়ক ও পেশাদার রাখাটাই মূল চাবিকাঠি।

Winter Look: সিম্পল কিন্তু স্টাইলিশ, শীতকালীন অফিস লুকের সেরা আইডিয়া
Winter Look: সিম্পল কিন্তু স্টাইলিশ, শীতকালীন অফিস লুকের সেরা আইডিয়া Image Credit: izusek/E+/Getty Images
| Updated on: Nov 12, 2025 | 4:59 PM
Share

শীতকাল মানেই শুধু ঠান্ডা নয়, ফ্যাশনের নতুন অধ্যায়ও বটে। সকালবেলার ঠান্ডা হাওয়া আর অফিসের গম্ভীর পরিবেশ এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে নিজের সাজপোশাককে এলিগ্যান্ট, আরামদায়ক ও পেশাদার রাখাটাই মূল চাবিকাঠি। একঘেয়ে ফর্মাল ড্রেসের বাইরে গিয়ে, কিছু বুদ্ধিদীপ্ত স্টাইলিং টাচেই তৈরি হতে পারে শীতের (Winter) দারুণ অফিস লুক।

লেয়ারিং, স্টাইল ও আরামের মিলন

শীতে লেয়ারিংই হল স্মার্ট ফ্যাশনের প্রথম ধাপ। একটি হালকা শার্ট বা ব্লাউজের ওপর নিটেড পুলওভার, তারপর ব্লেজার এই তিন স্তরের লুক সবসময় ক্লাসি দেখায়। চাইলে স্কার্ফ বা শাল দিয়ে রঙের ছোঁয়া যোগ করা যায়। এতে অফিস লুক থাকবে পরিপাটি, আবার ঠান্ডাতেও আরাম মিলবে।

নিউট্রাল টোনে অফিস লুক

বেইজ, ধূসর, অফ-হোয়াইট, ব্লাশ পিঙ্ক বা নেভি ব্লু এই রঙগুলো অফিসে পরার জন্য একেবারে আদর্শ। এগুলোতে একদিকে যেমন শীতের নরম ভাব ফুটে ওঠে, তেমনই পেশাদার উপস্থিতিও বজায় থাকে। নিউট্রাল টোনে হালকা গোল্ড বা সিলভার অ্যাকসেসরিজ ব্যবহার করলে পুরো লুকটি আরও পরিপূর্ণ লাগে।

ওভারকোট ব্যবহার

একটি ভাল কাটের ওভারকোট বা ট্রেঞ্চ কোট শীতের ফ্যাশনে অন্য মাত্রা দেয়। অফিসে ঢুকলে কোট খুলে রাখা যায়, কিন্তু যাতায়াতের সময় এটি লুককে অনন্য করে তোলে। নেভি, ক্যামেল বা চারকোল শেডের লং কোট যেকোনও প্রফেশনাল পোশাকের সঙ্গে মানিয়ে যায়।

বুট ও শু-স্টাইলিংয়ে নজর দিন

শীতে সঠিক জুতো বেছে নেওয়া যেমন জরুরি, তেমনই এটি পুরো লুকের চরিত্রও বদলে দিতে পারে। অ্যাঙ্কল বুট, লেদার লোফার বা নিটেড ব্যালারিনা সবই অফিসের উপযোগী। কালো বা ট্যান শেড বেছে নিলে সহজেই যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে নেওয়া যায়।

অ্যাকসেসরিজে মিনিমাল এলিগ্যান্স

অফিসে অতিরিক্ত গয়না বা চকমকে অ্যাকসেসরিজের বদলে বেছে নিন মিনিমাল পিস। ছোট হুপ ইয়াররিং, পাতলা চেইন, ঘড়ি বা সূক্ষ্ম ব্রোচ। এগুলো সাজে শালীনতা আনে, কিন্তু মনোযোগ বিচ্যুত করে না। শীতকালে উলের বা সিল্ক স্কার্ফও একটি স্টেটমেন্ট আইটেম হয়ে উঠতে পারে।

মেকআপে ন্যাচারাল টাচ রাখুন

শীতের শুষ্কতা কাটাতে ময়েশ্চারাইজিং প্রাইমার ও হাইড্রেটিং ফাউন্ডেশন ব্যবহার করুন। ন্যুড বা পীচ টোনের লিপস্টিক, হালকা মাশকারা ও হালকা ব্লাশ এই মেকআপ লুক অফিসে সবচেয়ে মানানসই। দিনের আলোয় এটি স্বাভাবিক ও প্রফেশনাল লাগে।

হেয়ারস্টাইলেও শীতের ছোঁয়া

ঠান্ডায় চুল ফ্রিজি হয়ে যায়। তাই হালকা সিরাম ব্যবহার করুন। অফিসের জন্য নিচু বান, স্লিক পনিটেল বা নরম ঢেউওয়ালা খোলা চুল এই তিনটিই সিম্পল অথচ এলিগ্যান্ট অপশন। চাইলে ছোট হেয়ার ক্লিপ বা হেডব্যান্ড দিয়ে একটু আধুনিক ছোঁয়া দেওয়া যায়।

ফ্যাব্রিক নির্বাচনে গুরুত্ব দিন

শীতকালের অফিস পোশাকে সবচেয়ে জরুরি বিষয় হল আরাম। উল ব্লেন্ড, টুইড, ভেলভেট, বা মোটা কটনের ফ্যাব্রিক এগুলো ঠান্ডা কাটায় এবং ফর্মাল লুক বজায় রাখে। সিনথেটিক বা খুব পাতলা কাপড় এড়িয়ে চলা ভাল।

ব্যাগ ও স্কার্ফে স্টাইল সম্পূর্ণ করুন

অফিস ব্যাগ হিসেবে লেদার টোট বা স্ট্রাকচার্ড ব্যাগ ব্যবহার করলে লুকটি হয়ে ওঠে পরিণত। রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কার্ফ বেছে নিন। যা শীতেও স্টাইলের উজ্জ্বল প্রতীক হয়ে উঠবে।

অফিসে শীতের ফ্যাশন মানেই ভারী পোশাক নয়, বরং সহজ, আরামদায়ক ও পরিশীলিত সাজে নিজেকে আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করা। স্মার্ট লেয়ারিং, সঠিক রঙের ব্যবহার ও নিখুঁত অ্যাকসেসরিজ মিলিয়েই তৈরি হয় সিম্পল এলিগ্যান্ট অফিস লুক। যা ঠান্ডাতেও স্টাইল ধরে রাখবে নিঃশব্দে, কিন্তু নিখুঁতভাবে।