Ingrown Hair: চামড়ার ভিতরে রোম বেড়ে চলেছে? ইনগ্রো হেয়ারের সমাধানে কী স্ক্রাব ব্যবহার করবেন?

Homemade Scrub: মহিলারা ওয়াক্সিং করলে কিংবা পুরুষেরা দাড়ি কাটলে একটা সমস্যা খুব কমন। তা হল ইনগ্রোন হেয়ার। ত্বকের বাইরের দিকে রোম না বেরিয়ে ভিতর দিয়ে গজিয়ে ওঠে। প্রথম দিকে, এই ইনগ্রোন হেয়ার বাড়ছে তা বোঝা যায় না। কয়েক দিন পর থেকে যখন রোম বাড়তে থাকে, তখন বোঝা যায়।

Ingrown Hair: চামড়ার ভিতরে রোম বেড়ে চলেছে? ইনগ্রো হেয়ারের সমাধানে কী স্ক্রাব ব্যবহার করবেন?
Follow Us:
| Updated on: Sep 04, 2024 | 1:39 PM

মহিলারা ওয়াক্সিং করলে কিংবা পুরুষেরা দাড়ি কাটলে একটা সমস্যা খুব কমন। তা হল ইনগ্রোন হেয়ার। ত্বকের বাইরের দিকে রোম না বেরিয়ে ভিতর দিয়ে গজিয়ে ওঠে। প্রথম দিকে, এই ইনগ্রোন হেয়ার বাড়ছে তা বোঝা যায় না। কয়েক দিন পর থেকে যখন রোম বাড়তে থাকে, তখন বোঝা যায়। এতে ত্বক অমসৃণ দেখা দেয়। পাশাপাশি ওই অংশ কালো হয়ে যায়। মেয়েদের পা-হাতে এই সমস্যা প্রায়শই দেখা দেয়। ছেলেদের গালেও এই সমস্যা দেখা দেয়। কিন্তু এই ইনগ্রোন হেয়ারের হাত থেকে মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে। ঘরোয়া টোটকায় দূর করুন ইনগ্রোন হেয়ারের সমস্যা।

স্ক্রাব করুন

ওয়াক্সিংয়ের পর পরই স্ক্রাব করবেন না। যখন একটু একটু করে রোম বাড়তে শুরু করবে তখন স্ক্রাব করুন। স্ক্রাব করলে রোম ভিতরের দিকে বাড়বে না। রোম বাইরের দিকে বেরিয়ে আসবে। ওয়াক্সিং করার আগেও স্ক্রাব করতে পারেন। যে কোনও স্ক্রাব ব্যবহার করতে পারেন।

গোলাপ জল ও শসার রস

সমপরিমাণ গোলাপ জল এবং শসার রস মিশিয়ে নিন। ত্বকের যে যে অংশে ইনগ্রোন হেয়ারের সমস্যা রয়েছে, সেখানে এই মিশ্রণটি লাগিয়ে নিন। শুকিয়ে গেলেও ধোয়ার দরকার নেই। এতে ত্বক মসৃণ ও হাইড্রেটেড হয়ে উঠবে।

সামুদ্রিক নুন ও নারকেল তেল

সামুদ্রিক নুন বা হিমালয়ান পিঙ্ক সল্টের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। স্নানের সময় এই মিশ্রণটি ত্বকের উপর স্ক্রাব করুন। রোজ এই মিশ্রণটি মেখে স্নান করলে ইনগ্রোন হেয়ারের সমস্যা এড়াতে পারবেন। পাশাপাশি ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। এতে ত্বক আরও মসৃণ হয়ে উঠবে।

ব্রাউন সুগার ও আমন্ডের তেল

ব্রাউন সুগারের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক ও স্পর্শকাতর হয়, এই মিশ্রণটি ব্যবহার করুন। এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন। এতে ত্বক অনেক বেশি মসৃণ হয়ে উঠবে।