কাশ্মীরে (Kashmir) ক্রমাগত তুষারপাত (Snowfalls) ও খারাপ আবহাওয়ার জন্য বন্ধ করা হল শ্রীনগর বিমানবন্দর (Srinagar Airport) । বুধবার শ্রীনগর বিমানবন্দরের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, টানা তুষারপাতের কারণে সব এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে কর্তৃপক্ষের তরফ জানানো হয়েছে, যাত্রীদের জন্য পুনরায় আবার বিমানবন্দর তখনই খোলা হবে যখন আসন্ন ফ্লাইটগুলির সঙ্গে আরও সামঞ্জস্য করা হবে।
এই দিনে ক্রমাগত তুষারপাত ও খারাপ আবহাওয়ার জন্য মোট ৪১ টি বিমান বাতিল করা হয়েছে। বুধবার বিকালে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) সংবাদ সংস্থাকে জানিয়েছে যে, আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাতের ভারী সম্ভাবনা রয়েছে।
শ্রীনগর বিমানবন্দরের তরফ থেকে কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে শ্রীনগর বিমানবন্দরে বরফ পরিষ্কারের কাজ চলছে এবং রানওয়ে এবং এপ্রনে ক্রমাগত অগ্রগতি দেখানো হয়েছে। যে কারণে আরও বন্ধ করা হয়েছে বিমানবন্দর। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে শ্রীনগরের বিমানবন্দর।
শীত প্রায় শেষের দিকে। আর কিছু দিন পর থেকেই বরফ গলতে শুরু করবে। ভূস্বর্গের মাটিতে দেখে দেবে বসন্ত। কিন্তু তার মাঝেই ফেব্রুয়ারি শেষ সপ্তাহতেও ভারী তুষারপাতের সাক্ষী হল কাশ্মীর উপত্যকা। অন্যদিকে, সাত বছরের তুলনায় ২০২১-এ সবচেয়ে পর্যটকেরা ভিড় করেছে এই উপত্যকায়।
পর্যটকদের কথা মাথায় রেখেই, যাতে কোনও বিপর্যয় না হয় তাই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর বিমানবন্দর। তুষারপাতের মাত্রা পর্যবেক্ষণের জন্য, জম্মু ও কাশ্মীর প্রশাসনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ শ্রীনগরে একটি তুষার নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করেছে। এর ফলে যাতে তুষারঝড়ের ক্ষেত্রে যে কোনও জরুরি অবস্থার প্রতিক্রিয়া জানানো যায়।
ক্রমাগত তুষারপাতের কারণে মাত্র ৪০০ মিটার পর্যন্তই দেখা যাচ্ছে। এতে বিমান ওঠা-নামা বেশ ঝুঁকির। এবং এই কারণেই সব এয়ারলাইন্সের সব ফ্লাইট বেশ দেরিতেই ওঠা-নামা করছে। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ এবং মোট ৪১ টি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, “আমরা ক্রমাগত ফ্লাইটের অবস্থা আপডেট দেব।”
অন্যদিকে, তুষার নিয়ন্ত্রণ কক্ষটিতে উপস্থিত রয়েছে বিশেষজ্ঞ কর্মীদের একটি দল। তাঁদের সঙ্গে রয়েছে সর্বশেষ যন্ত্রপাতি, যাতে অল্প সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করা যায় এবং প্রশাসনের কাছ থেকে আবহাওয়ার পূর্বাভাসের সতর্কতা পাওয়ার পরে তা শহরে সর্তক করা যায়।
আরও পড়ুন: গুলমার্গ নয়, দেশের প্রথম আইস ক্যাফে তৈরি করা হয় ভারতের সর্বোচ্চ মালভূমিতে
আরও পড়ুন: ভারতের ইতিহাসে প্রথমবার! ভূস্বর্গে বরফ দিয়ে তৈরি হল তাজের প্রতিরূপ