১৯জুলাই, ২০২১ দিনটিতে ফের স্বাধীনতা পেল যুক্তরাজ্য। করোনার সব বিধি পিছনে ফেলে স্বাধীনভাবে ঘুরে বেরানোর অনুমতি দিল যুক্তরাজ্য সরকার। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী যদিও বলেছেন, “দয়া করে সতর্ক হন”।
যুক্তরাষ্ট্রে থাকতে হলে বা পর্যটন করতে যেতে হলে আপনাকে মূলত এই এই নিয়মাবলীগুলো পালন করতে হবে:
১) সামাজিক দূরত্ব বজায় রেখে আর চলাফেরার প্রয়োজন নেই
২) সবসময় মাস্ক পরার বিধি রইল না। শুধু পাবলিক প্লেসে একাধিক লোকের জটলার মাঝে মাস্ক পরতে হবে।
৩) শুধু হসপিটালের জন্য সামাজিক দূরত্ববিধি থাকবে।
৪) নাইট ক্লাব, পাব, রেস্টুরেন্ট আবার খুলতে পারবে।
৫) বিয়েবাড়ি, থিয়েটার, স্টেডিয়ামে আগের মতোই লোক হতে পারে।
৬) সংঘবদ্ধভাবে ঠাকুর পুজোও সম্ভব।
৭) ১৬আগস্ট থেকে খুলে যাবে সব স্কুল।
৮) কোভিড টেস্টে রিপোর্ট নেগেটিভ হলে সব দেশের পর্যটক আসতে পারবেন এদেশে
আরও পড়ুন: কম খরচে বিদেশ ভ্রমণ; রইল ১০টি দেশের হদিশ