কম খরচে বিদেশ ভ্রমণ; রইল ১০টি দেশের হদিশ

দেশের বাইরে পা রাখতে কে না ভালবাসেন। বিদেশ ভ্রমণ যেন এক স্বপ্ন। আসলে কুয়োর ব্যাঙ হয়ে থাকতে চান না কেউই। কিন্তু পকেটটা যে বড়ই ছোট। মধ্যবিত্ত জীবনের যাপন বজায় রাখতে শখ মেটে না অনেকেরই। তবুও একবার অন্তত বিদেশের মাটি ছুঁয়ে দেখার সাধ জাগে। তার জন্য ফিক্সড ডিপোজিটও ভাঙেন অনেকে। কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে, যেখানে গেলে রেস্ত লাগে কম। বিদেশ ভ্রমণের স্বাদ মেলে বেশি। ছবিতে দেখুন সেই সব জায়গা। ঘুরে আসুন দল বেঁধে কিংবা একান্তে।

| Edited By: | Updated on: Jul 19, 2021 | 10:14 PM
থাইল্যান্ড—এশিয়া মহাদেশের অন্যতম ভ্রমণস্থান থাইল্যান্ড। রয়েছে একাধিক সৈকত, পাহাড় সবটাই।

থাইল্যান্ড—এশিয়া মহাদেশের অন্যতম ভ্রমণস্থান থাইল্যান্ড। রয়েছে একাধিক সৈকত, পাহাড় সবটাই।

1 / 10
শ্রীলঙ্গা—ভারতের দক্ষিণ প্রান্তের প্রতিবেশী দেশ। রয়েছে পাহাড়, সমুদ্র, জঙ্গল।

শ্রীলঙ্গা—ভারতের দক্ষিণ প্রান্তের প্রতিবেশী দেশ। রয়েছে পাহাড়, সমুদ্র, জঙ্গল।

2 / 10
ক্যাম্বোডিয়া—প্রকৃতি ও ঐতিহ্যের সহাবস্থান।

ক্যাম্বোডিয়া—প্রকৃতি ও ঐতিহ্যের সহাবস্থান।

3 / 10
নেপাল—ভারতের উত্তর প্রান্তের পাহাড়ি প্রতিবেশী। অনেকটা দেশের মতোই অনুভূতি মেলে সেখানে।

নেপাল—ভারতের উত্তর প্রান্তের পাহাড়ি প্রতিবেশী। অনেকটা দেশের মতোই অনুভূতি মেলে সেখানে।

4 / 10
দুবাই—বড় বড় ইমারত, সমুদ্র, বিলাস; অন্যতম ভ্রমণস্থল।

দুবাই—বড় বড় ইমারত, সমুদ্র, বিলাস; অন্যতম ভ্রমণস্থল।

5 / 10
চিন—খাদ্য থেকে প্রযুক্তি; চিন মানেই প্রগতি, চিন মানেই রহস্য।

চিন—খাদ্য থেকে প্রযুক্তি; চিন মানেই প্রগতি, চিন মানেই রহস্য।

6 / 10
ভিয়েতনাম—আন্দোলনের আর এক নাম ভিয়েতনাম। তবে খরচের হিসাবে বেজায় সস্তা।

ভিয়েতনাম—আন্দোলনের আর এক নাম ভিয়েতনাম। তবে খরচের হিসাবে বেজায় সস্তা।

7 / 10
সিঙ্গাপুর—আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।

সিঙ্গাপুর—আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।

8 / 10
মালেশিয়া—পাহাড়, সমুদ্র, জঙ্গলে ঘেরা এক মায়াবী স্থান।

মালেশিয়া—পাহাড়, সমুদ্র, জঙ্গলে ঘেরা এক মায়াবী স্থান।

9 / 10
বাংলাদেশ—ভারত থেকে বিচ্ছিন্ন হয়েও যেন ভারতেরই মতো এক প্রতিবেশী।

বাংলাদেশ—ভারত থেকে বিচ্ছিন্ন হয়েও যেন ভারতেরই মতো এক প্রতিবেশী।

10 / 10
Follow Us: