Rangbull: বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে আসুন কলেজ ভ্যালি থেকে!

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 03, 2021 | 2:28 PM

সোনাদা হয়ে যে রাস্তা ঘুমের দিকে চলে যায়, তারই কিছুটা আগে রয়েছে রঙবুল। এর আরেক নাম হল কলেজ ভ্যালি। পাহাড়ি গ্রামের সৌন্দর্য যতই শব্দে বর্ণনা করা হোক না কেন, ততই কম হবে। এটা রঙবুলের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় যদিও। আপনি যদি একবার এই গ্রামে পৌঁছে যান, তাহলে নিজেই এর প্রাকৃতিক সৌন্দর্য তুলনা করতে পারবেন।

Rangbull: বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে আসুন কলেজ ভ্যালি থেকে!
রঙবুলের প্রান্তর

Follow Us

দার্জিলিংয়ে ছুটি কাটাতে যায়নি এমন বাঙালি হয়তো আপনি হাতে গুণেও খুঁজে পাবেন না। আসলে বাঙালির হলিডে মানেই তো দী-পু-দা, অর্থাৎ দীঘা-পুরী-দার্জিলিং। তাছাড়াও যত বার দার্জিলিং যাই না কেন, এই পাহাড়ি শহরটা কোনও দিনও পুরনো হয় না। প্রত্যেক সময় নিজের মত করে রূপ দেখায় পাহাড়, আর সেই রূপেরই প্রেমে পড়ি আমরা।

কিন্তু এই কথাও অস্বীকার করা যায় না যে, যত দিন যাচ্ছে ঘিঞ্জি হয়ে উঠছে দার্জিলিং। শহুরে কোলাহল থেকে বাঁচানোর জন্য দার্জিলিং গিয়ে পৌঁছালেও রেহাই নেই সেখানেও। মানুষের সোরগোল, ভিড়-ভাট্টা লেগেই রয়েছে। তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে থাকা গ্রামগুলির হদিস ইতিমধ্যেই বাঙালির পেয়ে গেছে, আর সেই গ্রাম গুলি এখন অফবিটের তালিকায় অন্তর্ভুক্ত। সেই তালিকা থেকেই আরেকটি গ্রামের খোঁজ নিয়ে এসেছি আমরা আপনার জন্য।

পাহাড়ের সৌন্দর্য যে এমনি আপনাকে মনমুগ্ধ করে দেয় তা তো বলাবাহুল্য। কিন্তু এই গ্রামে আপনি প্রবেশ করলে খুঁজে পাবেন অনেকটা শান্তি। আর ফুল, ফল, গাছের বাহার তো রয়েছে- তাই এই গ্রামের নাম রঙবুল। শিলিগুড়ি থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম। যদি কলকাতা থেকে ট্রেনে করে যেতে চান, তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে নিন। দূরত্ব মাত্র ৫২ কিলোমিটার।

রঙবুলের মনোরম দৃশ্য

সোনাদা হয়ে যে রাস্তা ঘুমের দিকে চলে যায়, তারই কিছুটা আগে রয়েছে রঙবুল। এর আরেক নাম হল কলেজ ভ্যালি। পাহাড়ি গ্রামের সৌন্দর্য যতই শব্দে বর্ণনা করা হোক না কেন, ততই কম হবে। এটা রঙবুলের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় যদিও। আপনি যদি একবার এই গ্রামে পৌঁছে যান, তাহলে নিজেই এর প্রাকৃতিক সৌন্দর্য তুলনা করতে পারবেন।

প্রকৃতির ক্যানভাসে আঁকা এই ছোট্ট গ্রামে শুধুই পাবেন বিশুদ্ধ বাতাস। আর তার সঙ্গে রয়েছে সারি সারি সবুজ চা বাগান। এখানের সারাদিন আপনার কানকে ব্যস্ত রাখবে পাখিদের গুঞ্জন। রয়েছে রঙবেরঙের ফুলের বাগানও। তবে আপনার চোখ কাড়বে অর্কিড। এছাড়াও এমন ফলের দেখা পেয়ে যেতে পারেন এই গ্রামে, যার হয়তো নামেই শোনেননি। আর পাহাড়ের গায়ে নেমে আসা ঝর্ণাতে আপনারও মনে হবে গা ভাসিয়ে দিই।

হাতে গোনা হোমস্টে ছাড়া এখানে থাকার জায়গা বলতে সেরকম কিছুই নেই। আর যদি আপনি প্রকৃতিপ্রেমী বা পাহাড় প্রেমী হন তাহলে অবশ্যই আপনার মন কাড়বে রঙবুল। তাছাড়া সামনেই রয়েছে ঘুম। ইচ্ছা হয়ে টয়-ট্রেনে চেপে আসতে পারেন সেখান থেকেও। আর যাঁদের ছবি তোলার নেশা রয়েছে, তাঁদের জীবনেও স্মরণীয় স্থান হয়ে থাকতে পারে এই গ্রাম। দার্জিলিং থেকে বেশি দূরেও নয় এই গ্রাম। সুতরাং ভিড়ভাট্টা এড়াতে দু দিনের ছুটি কাটিয়ে আসুন রঙবুলে।

আরও পড়ুন: ব্রিটিশদের একসময়ের এই ক্যান্টনমেন্ট হয়ে উঠতে পারে আপনার প্রিয় ভ্রমণস্থান!

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মধ্যে লুকিয়ে থাকা এই পাহাড়ি গ্রামে ঘুম ভাঙে পাখিদের কলরবে!

আরও পড়ুন: এবার পুজোয় সোলো ট্রিপের জন্য যেতে পারেন পাইন বনে ঘেরা এই অফবিটে!

Next Article