রাজস্থান হল ভারতের সবচেয়ে বড় মরুভূমি। বালির শহরে গরমকালে লু বয়, তাপমাত্রা ৫০ডিগ্রি ছাড়িয়ে যায় মাঝেমধ্যে। তবে বর্ষাকালে এই কাঠখোট্টা মরুভূমিই প্রাণ ফিরে পায়। এইসময় আপনার মন ভাল করতে হলে এই জায়গাগুলোতে অবশ্যই যেতে হবে…
১) বুন্দি:
বর্ষায় রাজস্থানের স্বর্গ বলা হয় এই শহরকে। বর্ষাকাল এলেই ময়ূরের পেখম মেলে নাচা আর রামধনু রঙে ম্যাজিকের মতো হয়ে যায় শহরটি।
২) আলওয়ার:
দিল্লি থেকে মাত্র ১৫০কিমি দূরে এই জায়গা অবস্থিত। বর্ষাকালে রাজস্থানে ঘোরার জন্য সেরা জায়গা এটি। পাহাড়, মহল, প্রকৃতির মাঝে অদ্ভুত সুন্দর একটা জায়গা।
৩) মাউন্ট আবু:
দ্বিতীয় সেরা জায়গা হল মাউন্ট আবু। বর্ষাকালে সবুজ গাছে ঢেকে গিয়ে অদ্ভুত রূপ নেয় এই জায়গা। বর্ষায় এই অঞ্চলের প্রাণোচ্ছলতা হার মানায় রাজস্থানের বাকি সব জায়গাকেই।
৪) উদয়পুর:
‘সিটি অব লেকস’ বলা হয় এই শহরকে। বর্ষাকালে হ্রদের জলে ফুলেফেঁপে উঠলে মনসুন প্যালেসের উপর থেকে শহরটাকে আপনি মন্ত্র মুগ্ধের মত দেখে যাবেন।
৫) টঙ্ক:
অরণ্য ভালবাসেন? তবে জয়পুরের কাছেই এই ছোট্ট জঙ্গলে আপনাকে যেতেই হবে। এছাড়াও এখানে বিখ্যাত সব পুরনো হাভেলি এবং মুঘল আমলের বড় বড় সব স্থাপত্য রয়েছে।