‘কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ’ কোটা সাময়িকভাবে স্থগিত করছে সিঙ্গাপুর। এই কর্মসূচির আওতায় উড়োজাহাজ ও বাসের টিকিট বিক্রি আগামী চার সপ্তাহের জন্য বন্ধ করা হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকর করা হবে।
বুধবারের বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ওমিক্রন সম্পর্কিত গবেষণা ও এই ভাইরাসটির গতিপ্রকৃতি সঠিকভাবে বোঝার জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন। পাশাপাশি, এটির সংক্রমণ থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়া, স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি পরিচালনাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই সার্বিক বিবেচনায় কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ কোটা ৪ সপ্তাহের জন্য স্থগিত করা হলো।’
ভ্যাকসিনেটেড ট্রাভেল লেন (ভিটিএল) কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৪টি দেশের যাত্রীদের জন্য ‘কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ কোটা’ চালু করেছিল সিঙ্গাপুর। এই কোটায় অন্তর্ভুক্ত দেশগুলোর টিকার দুই ডোজ সম্পূর্ণ করা যাত্রীদের জন্য সিঙ্গাপুরে প্রবেশের পর কেবল করোনা টেস্ট করানো বাধ্যতামূলক ছিল। যদি টেস্টে ‘করোনা নেগেটিভ’ রিপোর্ট আসত, সেক্ষেত্রে হোটেল কোয়ান্টাইন বাধ্যতামূলক করা হত না।
কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন আদেশ অনুযায়ী, বৃহস্পতিবার থেকে যেসব বিদেশি যাত্রী সিঙ্গাপুরে প্রবেশ করবেন, করোনা টেস্টে তাদের রিপোর্ট ‘পজিটিভ’ বা ‘নেগেটিভ’ যা ই আসুক- হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকবে সবার জন্য। আগামী ২০ জানুয়ারির পর ভিটিএল কর্মসূচির আওতায় থাকা দেশের সংখ্যা কমানো হবে বলে বৃহস্পতিবারের বিবৃতিতে উল্লেখ করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়; সেই সঙ্গে ৫০ শতাংশ পর্যন্ত কমানো হবে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ কোটার টিকিট বিক্রিও।
তবে ইতোমধ্যে ভিটিএলভুক্ত দেশগুলোর যেসব যাত্রী এই কোটার অধীনে টিকিট কেটেছেন, তাদেরকে কোনো প্রকার জটিলতা বা হয়রানির মুখে পড়তে হবে না বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনাভাইরাসে রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এক গবেষণায় জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় এই ধরনটির ব্যাপারে বিশ্বকে জানানোর ৫ দিন আগে, নেদারল্যান্ডসে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
করোনা সংক্রমণ নিয়ে অতি সতর্ক সিঙ্গাপুর প্রশাসন। নতুন বছরে তাই আর ঝুঁকি নিতে চাইছে না সে দেশের সরকার। ২০২২ সালে ফেব্রুয়ারি মাস থেকেই সিঙ্গাপুরের সমস্ত বাসিন্দা, প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে টিকাকরণের নিয়ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের ১০৬টি দেশে ছড়িয়ে পড়েছে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন।
আরও পড়ুন: Hoover Dam: আশ্চর্য জায়গা! জল ফেললে নীচে না পড়ে উপরে ভাসছে, পৃথিবীতেই আছে এই অদ্ভুত স্থান…