Sri Lanka: সাত সাগর নয়, মান্নার উপসাগর পেরলেই মিলবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ডিজনিল্যান্ড!
South Asia's Disneyland: দেশের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী ডায়ানা গামাগে ডিজনির সঙ্গে এই ব্যাপারে ১৮০০ কোটি টাকা লগ্নির বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় (South Asia) বিনোদনমূলক উদ্যান তৈরির জন্য ডিজনিল্যান্ড (Disneyland) থেকে একদল প্রতিনিধি খুব শীঘ্র শ্রীলঙ্কার (Sri Lanka) হাম্বানটোটা পরিদর্শনে হাজির হবেন। দেশের পর্যটন প্রতিমন্ত্রী ডায়ানা গামাগে দেশে ডিজনিল্যান্ড স্থাপন নিয়ে বিনোদনমূলক সংস্থা ডিজনির সঙ্গে ১৮ বিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০০ কোটি টাকার লগ্নির আশা করছেন বলে জানা গিয়েছে। দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা, কৃষি সংক্রান্ত সমস্যা, মাত্রাছাড়া দুর্নীতির কারণে সাম্প্রতিককালে শ্রীলঙ্কায় তৈরি হয়েছে অর্থনৈতিক সঙ্কট। তবে সময় দ্রুত বদলাচ্ছে। দেশের হাল ফেরাতে দ্বীপরাষ্ট্রটি ক্রমশ নানাভাবে ঘুরে দাঁড়াতে সচেষ্ট। তারই একটি প্রয়াস হল হাম্বানটোটায় বিনোদন মূলক উদ্যান স্থাপনের পরিকল্পনা। শ্রীলঙ্কার ডিজনিল্যান্ডের মতো একটি অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হলে তা ওই দেশের ভবিষ্যতের পক্ষে ভালো হবে বলেই মত বিশেষজ্ঞদের। তাছাড়া, হাম্বানটোটা এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। ফলে সেখানে বিনোদনমূলক উদ্যান তৈরি হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও পাবে তাদের প্রথম ডিজনিল্যান্ড যা পর্যটক টানতেও বিশেষ কাজে আসবে।
শোনা যাচ্ছে ডিজনিল্যান্ডের তরফে একটি প্রতিনিধিদল বিনোদনমূলক উদ্যান স্থাপনের ব্যাপারে আলোচনা করতে কিছুদিনের মধ্যেই হাম্বানটোটা পরিদর্শনে হাজির হবেন। দেশের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী ডায়ানা গামাগে ডিজনির সঙ্গে এই ব্যাপারে ১৮০০ কোটি টাকা লগ্নির বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।
জানা গিয়েছে ডিসেম্বর মাসে ৮ থেকে ২১ তারিখ পর্যন্ত ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফিনালে ২০২২’ আয়োজনের অধিকার পাওয়ার পরেই ডিজনিল্যান্ড স্থাপন নিয়ে কথাবার্তা গতি পায়। কাকতালীয়ভাবে মিস ট্যুরিজম ওয়ার্ল্ড-এর ৭৫ বছর পূর্ণ হবে এই বছরেই। তাই অনুষ্ঠানের আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাইছে না শ্রীলঙ্কা।
সমগ্র বিশ্বই জানে, শ্রীলঙ্কার প্রধান আয়ের উৎস ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ডিজনিল্যান্ড স্থাপনের সঙ্গে মিস ট্যুরিজম ওয়ার্ল্ড’স ফিনালের আয়োজনের বিষয়টিকে বিশেষজ্ঞরা ইতিবাচক পরিবর্তন বলেই চিহ্নিত করছেন। তাঁদের মতে বিশ্বের পর্যটন মানচিত্রে পুনরায় শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে এই দু’টি বিষয়ের উপর ভর দিয়ে। দেশের পর্যটন শিল্পের পালে নতুন করে হাওয়া দিচ্ছে এই দু’টি বিষয়।
ডিজনিল্যান্ড কেন হাম্বানটোটায়?
শ্রীলঙ্কার দক্ষিণ দিকে রয়েছে বন্দর এলাকা হাম্বানটোটা। রাজধানী কলম্বোর পরে শ্রীলঙ্কার দ্বিতীয় প্রধান শহর হল হাম্বানটোটা। ব্যস্ত বন্দর শহর ও জনপ্রিয় ক্রিকেট ডেস্টিনেশন হলেও, হাম্বানটোটা সংস্কৃতিগতভাবে এবং প্রাকৃতিকভাবে ধনী। এখানেই রয়েছে শ্রীলঙ্কার সর্ববৃহৎ ইয়ালা জাতীয় উদ্যান। এছাড়া রয়েছে সুপরিচিত বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ স্তূপ। ফলে এমনিতেই সেখানে পর্যটকদের আনাগোনা রয়েছে। তাই ডিজনিল্যান্ড স্থাপন হলে আরও বেশি সংখ্যক পর্যটক শ্রীলঙ্কায় যেতে চাইবেন তা বলাই বাহুল্য।