বাড়িতে খবরের কাগজ জমে গিয়েছে? কাজে লাগাতে পারেন এভাবে
প্রায় সব বাড়িতেই দেখা যায়, মাস শেষে বিক্রি করে দেওয়া হয় এক মাসের কাগজ। তবে সেই কাগজ না বিক্রি করে অন্যভাবেও কাজে লাগানো যায়। কীভাবে? রইল তারই টিপস

প্রায় সব বাড়িতেই দেখা যায়, মাস শেষে বিক্রি করে দেওয়া হয় এক মাসের কাগজ। তবে সেই কাগজ না বিক্রি করে অন্যভাবেও কাজে লাগানো যায়। কীভাবে? রইল তারই টিপস
আমরা জানলা পরিষ্কার করার জন্য শুকনো কাপড় ব্যবহার করি। এতে অনেক সমস্যা। সেই কাপড় একবার ব্যবহার করে ফেলেও দেওয়া যায় না। তাই ওটা কাচতে হয়, শুকোতে হয়। কিন্তু কাপড়ের বদলে পুরনো খবরের কাগজ ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি। তার উপর শুকনো কাগজ ব্যবহার করলে জানলার ভিজে ভাবও কাগজ টেনে নেয়। ফলে ঝকঝকে হয়ে যায় জানলা। শুধু বাড়ির কাচের জানলা নয়, গাড়ির কাচও এভাবে ঝকঝকে হবে।
ভিজে ভাব শোষণ করে নেয় খবরের কাগজ। তাই তাকের উপর আচ্ছাদন হিসেবে এটি ব্যবহার করা যেতেই পারে। রান্নাঘরের তাকে খবরের কাগজ পেতে তার উপর জিনিসপত্র রাখলে তাক তেলচিটে হয় না। এছাড়া জামাকাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ পেতে রাখতে পারেন। এক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে তেলচিটে হয়ে গেলে খবরের কাগজ ফেলে দেওয়া যায়।
পাউরুটি সেঁকা হয়ে গেলে গ্রিলের উপর পোড়া টুকরো লেগে নোংরা হয়ে যায়। সেগুলো হয়তো পরিষ্কার করার সময় নেই। এমন হলে গ্রিল ঠান্ডা করুন। তারপর জল দিয়ে ধুয়ে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে নিন। একইভাবে বারবিকিউয়ের ক্ষেত্রে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করা যায়। চার পাঁচটা কাগজ রেখে তার উপর জল স্প্রে করুন। তারপর উপরে খবরের কাগজের আস্তরণ দিয়ে ১৫ মিনিট রেখে দিন। জল টেনে নিলে শুকনো কাপড় দিয়ে গ্রিল পরিষ্কার করে নিন।





