AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI, Data Science থেকে Fisheries— উচ্চ মাধ্যমিকে একগুচ্ছ নতুন বিষয় নিয়ে পড়ার সুযোগ এবার রাজ্য বোর্ডেও

Career Options: এখন 'হার্ড ওয়ার্ক'-এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ 'স্মার্ট ওয়ার্ক'।ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়াতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পাঁচটি নতুন বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে ঢোকানোর সিদ্ধান্ত নেয়।

AI, Data Science থেকে Fisheries— উচ্চ মাধ্যমিকে একগুচ্ছ নতুন বিষয় নিয়ে পড়ার সুযোগ এবার রাজ্য বোর্ডেও
| Updated on: May 02, 2025 | 7:29 PM
Share

প্রতিদিন বদলে যাচ্ছে পড়াশোনা থেকে কেরিয়ারের মানচিত্র। বিশেষ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই বিষয়টা আরও অনেক বেশি প্রাসঙ্গিক। সর্ব ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির আমদানি বদলে দিচ্ছে চিরাচরিত পড়াশোনার ধরন, রীতিনীতি সব কিছুই। তাই বদলে যাওয়া সময়ের সঙ্গে নিজেকেখাপ খাইয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। না হলে আখেরে ক্ষতি আপনারই। এখন ‘হার্ড ওয়ার্ক’-এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ ‘স্মার্ট ওয়ার্ক’। তার জন্য প্রয়োজন সময়ের সঙ্গে তাল মিলিয়ে সঠিক শিক্ষা। তাই এই বছরে বড় সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ।

ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়াতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পাঁচটি নতুন বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে ঢোকানোর সিদ্ধান্ত নেয়। সেগুলি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস।

এই পাঁচ বিষয়ের বাছাই করা টপিক ৪টি সেমেস্টারে পড়ানো হবে। থাকবে বিষয়গুলির উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট ওয়ার্ক। হাতে-কলমে কাজ সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। থাকবে তার জন্য আলাদা নম্বরও।

শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই প্রতিটি বিষয়ের পাঠ্যক্রমকে সমপয়োযোগী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পিউতার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো বিষয়কে যাতে আরও প্রাসঙ্গিক করে তোলা যায় সেই দিকেও জোর দেওয়া হয়েছে।

কারা কারা এই বিষয়গুলি পড়ানোর জন্য যোগ্য তাও জানানো হয়েছে শিক্ষা সংসদের তরফে। স্কুল স্তরে এই বিষয়গুলিতে পাঠ ছাত্র-ছাত্রীদের দেওয়া গেলে তা যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য হয়ে উঠবে বলেই মত বিশেষজ্ঞদেরও।

শিক্ষা সংসদের দেওয়া নির্দেশিকা অনুসারে, বায়োলজিক্যাল সায়েন্স পড়ানোর জন্য স্থায়ী ভাবে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার পড়াতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়টি থাকায়টাও আবশ্যক। একই ভাবে কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ, রসায়ন বিষয়ে পাঠদান করেন, এমন স্থায়ী শিক্ষক-শিক্ষিকারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস বিষয়গুলিও পড়াতে পারবেন বলেই জানা গিয়েছে।