AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সবুজ শাড়ির ফ্যাশনে তিন বলি নায়িকা, আপনিও ট্রাই করবেন নাকি?

কয়েকজন সেলেবের সাজেশন রইল আপনাদের জন্য। এঁদের দেখে বিয়েবাড়ির ফ্যাশন সাজিয়ে নিতে পারেন।

সবুজ শাড়ির ফ্যাশনে তিন বলি নায়িকা, আপনিও ট্রাই করবেন নাকি?
অনুষ্কা, করিনা এবং দীপিকা।
| Updated on: Mar 11, 2021 | 4:34 PM
Share

গরম বা শীত- যে ঋতুই হোক না কেন, বিয়েবাড়ি কিন্তু বছরভর থাকেই। গরমের জন্য প্যাস্টেল শেড বেছে নেন অধিকাংশ মহিলা। আর শীতের বিয়েবাড়িতে চলে ডার্ক শেড। বিভিন্ন রং নিশ্চয়ই আপনি পরেছেন। কিন্তু আজ সবুজের ফ্যাশন নিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করা হবে।

দেখুন, সেলেবদের দেখে অনেকেই স্টাইল স্টেটমেন্ট ঠিক করেন। সেলেবদের মতো করে সাজতে চান অনেকেই। বলি সেলেবদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় সবুদ রঙা শাড়ি ক্যারি করেছেন। শাড়ির বুনন বা মেটিরিয়াল হয়তো আলাদা। কিন্তু সবুজ রং সকলকেই মানিয়েছে ভাল। তেমনই কয়েকজন সেলেবের সাজেশন রইল আপনাদের জন্য। এঁদের দেখে বিয়েবাড়ির ফ্যাশন সাজিয়ে নিতে পারেন।

anushka

অনুষ্কা শর্মা যে সবুজ রঙের শাড়িটি পরেছেন তা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি। চওড়া বর্ডার। গোটা শাড়িতে ছোট ছোট বল বুটি। টিস্যুর কাজ নজরকাড়া। এর সঙ্গে অনুষ্কার মতো কস্টিউম জুয়েলারি পরতে পারেন। অথবা সোনার গয়নাও ভাল মানাবে।

kareena-kapoor

করিনা কাপুর খানের শাড়ির সবুজ রঙটা এক্কেবারে আলাদা। বেগম সাহেবা যখন শাড়ি পরেন, আলাদা করে তাকিয়ে থাকতে হয়। ডিজাইনারদের ভাষায় এই সবুজটা হল ময়ূরের রং। করিনা ক্যারি করেছেন পান্না এবং হিরে দিয়ে তৈরি নেকলেস। এই ধরনের শাড়ি পরলে হালকা কোনও গয়না পরুন।

deepika

দীপিকা পাড়ুকোনের শাড়ি এবং ব্লাউজ দুটোই সবুজ। কিন্তু আলাদা শেডের। সিল্কের শাড়ির ভারী কাজের পাড় সব সময়ই দেখতে ভাল লাগে। ভিতরে বড় এবং ছোট বুটির মিশেলে কাজ রয়েছে। তবে সাজ আলাদা করে দিয়েছে অন্য শেডের সবুজ রঙের ব্লাউজ। সাধারণত কনট্রাস্ট রং এখন ফ্যাশনে ইন। যে কোনও পোশাকের ক্ষেত্রেই কনট্রাস্ট খুব ভাল চলছে। সেখানে একই রঙের দুটো আলাদা শেড ব্যবহার করে দীপিকা আলাদা করে নজর কেড়ে নিয়েছেন।

আরও পড়ুন, ব্যান্ডেনা দিয়ে ফ্যাশন! কীভাবে সম্ভব?