AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wedding Rituals: বিয়ের সময় কেন তিনবার সিঁদুর পরানো হয়? জানুন আসল রহস্য

বিবাহের সময় দেখা যায় বর কনের সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন। চারিদিকে একটা আলাদা পরিবেশ তৈরি হয়। এরপরই একবার নয়, মোট তিনবার কনেকে সিঁদুর পরান বর। যা শুধুমাত্র একটি রীতি নয়, এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় কারণ।

Wedding Rituals: বিয়ের সময় কেন তিনবার সিঁদুর পরানো হয়? জানুন আসল রহস্য
Wedding Rituals: বিয়ের সময় কেন তিনবার সিঁদুর পরানো হয়? জানুন আসল রহস্যImage Credit: uniquely india/photosindia/Getty Images
| Updated on: Nov 20, 2025 | 1:29 PM
Share

ভারতীয় সংস্কৃতিতে বিবাহ একটি পবিত্র বন্ধন। বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগময় মুহূর্তগুলির মধ্যে অন্যতম হল সিঁদুরদান (Sindoor)। হিন্দু বিবাহিত নারীর কাছে সিঁদুর হল তাঁর বৈবাহিক জীবনের প্রতীক। স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিঁদুর পরা হয়। বিবাহ রীতির একটি গুরুত্বপূর্ণ অংশ সিঁদুরদান। কিন্তু কেন এই শুভ কাজটি তিনবার করা হয়? জেনে নিন এর পেছনে লুকিয়ে কোন কারণ।

বিবাহের সময় দেখা যায় বর কনের সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন। চারিদিকে একটা আলাদা পরিবেশ তৈরি হয়। এরপরই একবার নয়, মোট তিনবার কনেকে সিঁদুর পরান বর। যা শুধুমাত্র একটি রীতি নয়, এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় কারণ এবং তিন দেবীর আশীর্বাদ লাভের তাৎপর্য। অনেকেই জানান, তিনবারের সিঁদুরদানের মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়।

তিনবার সিঁদুরদানের তিন ধর্মীয় তাৎপর্য

পণ্ডিত ও শাস্ত্র বিশেজ্ঞদের মতে, বিয়ের সময় তিনবার সিঁদুর প্রয়োগের মাধ্যমে নবদম্পতি তাঁদের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেবী শক্তির আশীর্বাদ লাভ করেন।

১. প্রথম বার সিঁদুর:

দেবী লক্ষ্মীর আশীর্বাদ (সম্পদ ও সুখ) মেলে প্রথম বার সিঁদুর দানের সময়। এর সম্পর্কটি হল ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সঙ্গে। মনে করা হয়, এই সিঁদুরদানের মাধ্যমে নতুন দম্পতির জীবনে সুখ ও প্রাচুর্য আসে। তাঁদের দাম্পত্য জীবন যেন আনন্দে ভরে ওঠে, সেই কামনাই করা হয় এই প্রথম বার সিঁদুর পরানোর মাধ্যমে।

২. দ্বিতীয় বার সিঁদুর:

দেবী সরস্বতীর আশীর্বাদ (জ্ঞান ও প্রজ্ঞা) মেলে দ্বিতীয় বার সিঁদুর দানের সময়। এর সম্পর্কটি হল বিদ্যা, জ্ঞান এবং প্রজ্ঞার দেবী সরস্বতীর সঙ্গে। এই প্রতীকী পদক্ষেপটি বোঝায় যে, বিবাহিত জীবনে শুধু ভালবাসা থাকলেই চলে না, তার সঙ্গে প্রয়োজন জ্ঞান ও প্রজ্ঞার। পারস্পরিক বোঝাপড়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেন দুজনের মধ্যে থাকে, সেই আশীর্বাদ প্রার্থনা করা হয়।

৩. তৃতীয় বার সিঁদুর:

দেবী পার্বতীর আশীর্বাদ (শক্তি ও সুরক্ষা) মেলে তৃতীয় ও শেষবারের সিঁদুর দানের সময়। এর সম্পর্কটি হল শক্তির দেবী পার্বতীর সঙ্গে। এই সিঁদুর দম্পতিকে সকল প্রকার খারাপ শক্তি, বিপদ বা সমস্যা থেকে রক্ষা করে। এটি নবদম্পতিকে কঠিন সময়ে একসঙ্গে লড়াই করার শক্তি এবং সাহস জোগায়।

সিঁদুর নাকে পড়া শুভ কেন?

ধর্মীয় বিশ্বাস অনুসারে, বরের হাত থেকে সিঁদুর পরানোর সময় তা যদি কনের নাকের ওপর বা কিছুটা নিচে এসে পড়ে, তবে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

এছাড়াও প্রচলিত রয়েছে, কনেকে অন্তত এক বছর সেই একই সিঁদুর ব্যবহার করা উচিত, যা তাঁর বিবাহের সময় পরানো হয়েছিল। এতে বর ও কনের মধ্যে ভালবাসা চিরকাল অটুট থাকে। এই প্রথাগুলি কেবলই একটি সামাজিক রীতি নয়, বরং এটি ভারতীয় বিবাহের গভীর বিশ্বাস ও আধ্যাত্মিক সংযোগের প্রতিফলন।