Railway Stations: এমন মজাদার নামের রেল স্টেশন আপনি ভারতের কোথায় দেখতে পাবেন, জেনে নিন

আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি। ট্রেনে ভ্রমণ করলে প্রাকৃতিক দৃশ্যও অন্বেষণ করা যায় বেশ ভাল ভাবে। প্রতিটি রেলওয়ে স্টেশনের নিজস্ব ও অনন্য নাম রয়েছে। তবে আমাদের দেশে এমন অনেক রেলস্টেশন রয়েছে, যার নাম শুনলেই আপনার হাসি পাবে। এমন ১৫টি রেলস্টেশনের খোঁজ রইল আপনার জন্য!

| Edited By: | Updated on: Dec 15, 2021 | 2:50 PM
এই স্টেশন কার জন্য দিওয়ানা, তা জানা নেই। তবে এই দিওয়ানা রেলওয়ে স্টেশনের অবস্থান হল হরিয়ানার পানিপথে। এটা খুবই ছোট একটি রেল স্টেশন।

এই স্টেশন কার জন্য দিওয়ানা, তা জানা নেই। তবে এই দিওয়ানা রেলওয়ে স্টেশনের অবস্থান হল হরিয়ানার পানিপথে। এটা খুবই ছোট একটি রেল স্টেশন।

1 / 15
সহেলি নামক এই রেলওয়ে স্টেশনটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।

সহেলি নামক এই রেলওয়ে স্টেশনটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।

2 / 15
রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনের নাম সালি। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত। এটি আজমির থেকে প্রায় ৫৩ কিমি দূরে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে পড়ে।

রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনের নাম সালি। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত। এটি আজমির থেকে প্রায় ৫৩ কিমি দূরে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে পড়ে।

3 / 15
মোরি বেরা নামক এই রেলওয়ে স্টেশনটিও রাজস্থানের একটি ছোট্ট গ্রামে অবস্থিত।

মোরি বেরা নামক এই রেলওয়ে স্টেশনটিও রাজস্থানের একটি ছোট্ট গ্রামে অবস্থিত।

4 / 15
নানা রেলওয়ে স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারায় অবস্থিত। নানা স্টেশন থেকে নিকটতম স্টেশন হল উদয়পুর।

নানা রেলওয়ে স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারায় অবস্থিত। নানা স্টেশন থেকে নিকটতম স্টেশন হল উদয়পুর।

5 / 15
রেলস্টেশনের নাম শুনলে হাসি পায়? নাকি 'বাপ'এর কথা মনে পড়ে যায়? আসল এমনই নাম স্টেশনের। বাপ নামক এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।

রেলস্টেশনের নাম শুনলে হাসি পায়? নাকি 'বাপ'এর কথা মনে পড়ে যায়? আসল এমনই নাম স্টেশনের। বাপ নামক এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।

6 / 15
ওধানিয়া চাচা, এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের চাচা নামক গ্রামে অবস্থিত।

ওধানিয়া চাচা, এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের চাচা নামক গ্রামে অবস্থিত।

7 / 15
কর্ণাটকের একটি জংশনের নাম লন্ডা।

কর্ণাটকের একটি জংশনের নাম লন্ডা।

8 / 15
কালা বাকরা নামক এই রেলওয়ে স্টেশনটি পঞ্জাবে অবস্থিত।

কালা বাকরা নামক এই রেলওয়ে স্টেশনটি পঞ্জাবে অবস্থিত।

9 / 15
বিড়ালের বাসস্থান কিনা জানা নেই, তবে স্টেশনের নাম বিল্লি। বিল্লি নামক এই রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্টেশনটি সোনভদ্র জেলায় রয়েছে। এটি একটি খুব বিখ্যাত স্টেশন।

বিড়ালের বাসস্থান কিনা জানা নেই, তবে স্টেশনের নাম বিল্লি। বিল্লি নামক এই রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্টেশনটি সোনভদ্র জেলায় রয়েছে। এটি একটি খুব বিখ্যাত স্টেশন।

10 / 15
গুরো নামক এই রেলওয়ে স্টেশনটি মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত।

গুরো নামক এই রেলওয়ে স্টেশনটি মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত।

11 / 15
তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত এই ওয়াশারমানপিত নামক রেলওয়ে স্টেশনটি।

তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত এই ওয়াশারমানপিত নামক রেলওয়ে স্টেশনটি।

12 / 15
ক্লাটার বাক গঞ্জ নামক এই রেলওয়ে স্টেশনটি উত্তরপ্রদেশের বারেলিতে অবস্থিত।

ক্লাটার বাক গঞ্জ নামক এই রেলওয়ে স্টেশনটি উত্তরপ্রদেশের বারেলিতে অবস্থিত।

13 / 15
কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত লোট্টে গোল্লা হাল্লি নামক এই রেলওয়ে স্টেশনটি।

কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত লোট্টে গোল্লা হাল্লি নামক এই রেলওয়ে স্টেশনটি।

14 / 15
পশ্চিমবঙ্গে অবস্থিত ইলু নামক এই রেলওয়ে স্টেশনটি।

পশ্চিমবঙ্গে অবস্থিত ইলু নামক এই রেলওয়ে স্টেশনটি।

15 / 15
Follow Us: