অংশুমান গোস্বামী
Jul 23, 2024 | 8:15 PM
দেশের অর্থনীতি কোন খাতে বইবে, সেই রূপরেখা ঠিক করা হয় কেন্দ্রীয় বাজেটে। আগামী এক বছর কোন খাতে কত টাকা বিনিয়োগ হবে, তাও ঠিক হয় বাজেটের সময়। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ করা হল দেখুন।
ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে সবথেতে বেশি বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। ৪ লক্ষ ৫৪ হাজার ৭৭৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের নিরাপত্তা-সহ প্রতিরক্ষার বিষয়ে শুরু থেকেই নজর দিয়ে আসছে। অতীতে বছরগুলির মতো এ বারও প্রতিরক্ষা খাতে বড় অঙ্ক বিনিয়োগ করা হয়েছে।
গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্টের জন্য ২ লক্ষ ৬৫ হাজার ৮০৮ কোটি টাকা। সুবিশাল ভারতবর্ষে গ্রামীণ এলাকা সবথেকে বেশি। তাই গ্রামীণ এলাকার উন্নতি ছাড়া দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়।
কৃষিকাজ এবং তৎসংক্রান্ত ক্ষেত্রে ১ লক্ষ ৫১ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দ করেছে তৃতীয় এনডিএ সরকার। ভারতীয়দের বড় একটি অংশ কৃষিকাজের সঙ্গে জড়িত। তাই এই ক্ষেত্র বড় বরাদ্দ সবসময়ই কাঙ্খিত।
শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৬৩৮ কোটি টাকা। শিক্ষা জাতির মেরুদণ্ড তৈরি করে। তাই এই খাতের বরাদ্দে কোনও রকম অবহেলা থাকা উচিত নয়।
আইটি এবং টেলিকম সেক্টরের বিকাশের জন্য ১ লক্ষ ১৬ হাজার ৩৪২ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
স্বাস্থ্য ক্ষেত্রে আগামী অর্থবর্ষে ৮৯ হাজার ২৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশবাসীকে স্বাস্থ্য পরিষেবা দিতে এই বরাদ্দ খুবই গুরুত্বপূর্ণ।
এ ছাড়াও হোম অ্যাফেয়ার্সে ১ লক্ষ ৫০ হাজার ৯৮৩ কোটি টাকা, এনার্জি ক্ষেত্রে ৬৮ হাজার ৭৬৯ কোটি টাকা, সোশ্যাল ওয়েলফেয়ারে ৫৬ হাজার ৫০১ কোটি টাকা এবং কমার্স ও ইন্ড্রাস্ট্রি ক্ষেত্রে ৪৭ হাজার ৫৫৯ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।