AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gray Hair: প্রাকৃতিকভাবে পাকা চুল ঠেকাতে হেনার মাস্কই সেরা বাছাই! বাড়িতেই উপকার পাবেন হাতেনাতে

Henna Hair Mask: ইন্টারনেটের প্রভাবে বাড়িতেই কীভাবে হেনা বা মেহেন্দি পাতা দিয়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করবেন তা একবার দেখে নিলেই কেল্লাফতে।

| Edited By: | Updated on: Sep 23, 2022 | 9:15 AM
Share
বর্তমানে স্ট্রেস বা হরমোন কিংবা জিনঘটিত কারণে অল্প বয়সেই চুলের মাঝখান থেকে উঁকি মারে  পাকা চুল। আর সেই পাকা চুল ঢাকতে গিয়ে বাজারচলতি নানা নামি-দামি প্রোডাক্ট ব্যবহার করেছেন। কিছুদিনের জন্য কালো হলেও ফের সাদা পাকা চুলের দেখা মেলে।

বর্তমানে স্ট্রেস বা হরমোন কিংবা জিনঘটিত কারণে অল্প বয়সেই চুলের মাঝখান থেকে উঁকি মারে পাকা চুল। আর সেই পাকা চুল ঢাকতে গিয়ে বাজারচলতি নানা নামি-দামি প্রোডাক্ট ব্যবহার করেছেন। কিছুদিনের জন্য কালো হলেও ফের সাদা পাকা চুলের দেখা মেলে।

1 / 8
পাকা চুল কালো করতে, চুলের জন্য হেনা পাতা বা পাউডার নিয়ে তা বাড়িতেই পেস্ট বানিয়ে নিতে পারেন। ইন্টারনেটের প্রভাবে বাড়িতেই কীভাবে হেনা বা মেহেন্দি পাতা দিয়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করবেন তা একবার দেখে নিলেই কেল্লাফতে। সাদা পাকা চুলকে কালো করার জন্য হেনার প্যাকই কেন ব্যবহার করবেন, তা জানুন

পাকা চুল কালো করতে, চুলের জন্য হেনা পাতা বা পাউডার নিয়ে তা বাড়িতেই পেস্ট বানিয়ে নিতে পারেন। ইন্টারনেটের প্রভাবে বাড়িতেই কীভাবে হেনা বা মেহেন্দি পাতা দিয়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করবেন তা একবার দেখে নিলেই কেল্লাফতে। সাদা পাকা চুলকে কালো করার জন্য হেনার প্যাকই কেন ব্যবহার করবেন, তা জানুন

2 / 8
হেনাতে রয়েছে ভিটামিন ই। স্বাস্থ্যকর মাথার ত্বকের জন্য ও পুষ্টিকর চুলের বৃদ্ধির জন্য একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টের দরকার। বাজারে হাজার বিকল্পের মধ্যে হেনার হেয়ার মাস্কই হল সেরা।  প্রথমে এই পেস্টটি মাথায় লাগিয়ে ধুয়ে ফেলার পর ভেষজ তেল দিয়ে ম্যাসাজ করে নিন। পরের দিন শ্যাম্পু করে ভাল করে যত্ন নিতে ভুলবেন না যেন।

হেনাতে রয়েছে ভিটামিন ই। স্বাস্থ্যকর মাথার ত্বকের জন্য ও পুষ্টিকর চুলের বৃদ্ধির জন্য একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টের দরকার। বাজারে হাজার বিকল্পের মধ্যে হেনার হেয়ার মাস্কই হল সেরা। প্রথমে এই পেস্টটি মাথায় লাগিয়ে ধুয়ে ফেলার পর ভেষজ তেল দিয়ে ম্যাসাজ করে নিন। পরের দিন শ্যাম্পু করে ভাল করে যত্ন নিতে ভুলবেন না যেন।

3 / 8
তবে ভাল ফল পেতে অতিরিক্ত রাসায়নিকভিত্তিক শ্যাম্পু এড়িয়ে চলুন। মাথার ত্বক পরিস্কার করতে ও চুলকে কন্ডিশনড করতে, আর্দ্রতা বজায় রাখতে এই ভেষজ ও ঘরোয়া উপায়ে হেনা ব্যবহার করতে পারেন।

তবে ভাল ফল পেতে অতিরিক্ত রাসায়নিকভিত্তিক শ্যাম্পু এড়িয়ে চলুন। মাথার ত্বক পরিস্কার করতে ও চুলকে কন্ডিশনড করতে, আর্দ্রতা বজায় রাখতে এই ভেষজ ও ঘরোয়া উপায়ে হেনা ব্যবহার করতে পারেন।

4 / 8
মাথার ত্বকে পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখার জন্য হেনার পাউডার বেশ উপককারী। প্রাকৃতিক রঞ্জক গ্রন্থিগুলিকে শান্ত করার জন্য় অতিরিক্ত তেল তৈরি করে। এই তেলগুলি প্রা.শই আমাদের চুলকে চিটচিটে  দেখায়।

মাথার ত্বকে পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখার জন্য হেনার পাউডার বেশ উপককারী। প্রাকৃতিক রঞ্জক গ্রন্থিগুলিকে শান্ত করার জন্য় অতিরিক্ত তেল তৈরি করে। এই তেলগুলি প্রা.শই আমাদের চুলকে চিটচিটে দেখায়।

5 / 8
এমন মনে হয় যে বছরে পর বছর ধরে চুলের কোনও যত্ন নেওয়া হয়নি। হেনায় রয়েছে ভরপুর প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা চুলের গোড়া মজবুত করতে ও চুলের ফলিকলসগুলিতে পুষ্টি জোগাতে সাহায্য করে। এছাড়া চুল পড়াও বন্ধ করে।

এমন মনে হয় যে বছরে পর বছর ধরে চুলের কোনও যত্ন নেওয়া হয়নি। হেনায় রয়েছে ভরপুর প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা চুলের গোড়া মজবুত করতে ও চুলের ফলিকলসগুলিতে পুষ্টি জোগাতে সাহায্য করে। এছাড়া চুল পড়াও বন্ধ করে।

6 / 8
মাথার ত্বকে তেল কমে গেলে খুশকি কমতে সাহায্য করে। সময়ের সঙ্গে সঙ্গে মাথার ত্বক আর পাকা চুল তৈরি হওয়াও আটকে যায়। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা মাথার ত্বকের জ্বালাভাব রোধ করে।

মাথার ত্বকে তেল কমে গেলে খুশকি কমতে সাহায্য করে। সময়ের সঙ্গে সঙ্গে মাথার ত্বক আর পাকা চুল তৈরি হওয়াও আটকে যায়। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা মাথার ত্বকের জ্বালাভাব রোধ করে।

7 / 8
কোনও সমস্যা ছাড়াই চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। খুশকি থেকে একেবারে মুক্তি পেতে বা স্থায়ী সমাধান পেতে হলে হেনার হেয়ার মাস্ক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

কোনও সমস্যা ছাড়াই চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। খুশকি থেকে একেবারে মুক্তি পেতে বা স্থায়ী সমাধান পেতে হলে হেনার হেয়ার মাস্ক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

8 / 8