আমন্ড অয়েল চুলের জন্য খুব উপযোগী। এই তেলের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই রয়েছে। চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুল পড়া রোধ করতে আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু আমন্ড অয়েল কীভাবে ব্যবহার করবেন, দেখে নিন...
আমন্ড অয়েলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই তেল চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে। ২ চামচ আমন্ড অয়েলের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে চুল ও স্ক্যাল্পে মালিশ করুন। এতেই কাজ হবে।
আমন্ড অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি চুলকানি, খুশকির সমস্যা দূর করে। ২ চামচ আমন্ড তেলের সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগান। আধ ঘণ্টা রেখে দিয়ে শ্যাম্পু করে নিন। এতে খুশকির সমস্যা দূর হয়ে যাবে।
আমন্ড অয়েল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে চুলের ফলিকল মজবুত হয় এবং চুলের বৃদ্ধি ঘটে। একটা ডিমের সাদা অংশের সঙ্গে ৪ চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এটা চুলে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন।
চুল পড়ার একটি অন্যতম কারণ হল তৈলাক্ত স্ক্যাল্প। শীতে স্ক্যাল্পে তেলতেলে ভাব আরও বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এতে চুলের অতিরিক্ত তেল দূর হয়ে যায় এবং চুলের আর্দ্রভাব বজায় থাকে।
কন্ডিশনার হিসেবে আমন্ড অয়েল ব্যবহার করতে হলে টক দইয়ের সাহায্য নিন। ১ কাপ দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন চুল ও স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রাখার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।