চুল পড়ে যাওয়া এখন একট সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই চুলের যত্ন নেওয়া খুবই দরকার। অনেক সময় নিজের অজান্তেই আমরা এমন সব ভুল করে ফেলি,চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জেনে নিন কোন ভুল গুলি একেবারেই করবেন না...
ভেজা চুলে কখনই চিরুনি লাগাবেন না। এটা চুলের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে গোড়া আলগা হয়ে যায়। চুল পড়ার প্রবণতা বাড়তে পারে। তাই ভেজা চুল কখনই আঁচড়াবেন না।
অত্যধিক হেয়ার ড্রায়ার ব্যবহার একেবারেই করবেন না। শীতকালে বা খুব তাড়াহুড়ো থাকলে ড্রায়ার ব্যবহার করুন। বাকি সময় এটি ব্যবহার না করাই ভাল।
চুল খুলে শোবেন না। সবসময় চুল বেঁধে শোয়ার চেষ্টা করুন। এতে চুলের ক্ষতি হয় না।
ভেজা চুলে কোনওরকম স্টাইলিং করতে যাবেন না। চুল অন্তত ৮০ শতাংশ শুকিয়ে নেওয়ার পর স্টাইলিং করুন।
ভেজা চুলে কখনই শুয়ে পড়বেন না। চুল ভেজা থেকে গেলে কিন্তু অনেক ধরণের সমস্যা হতে পারে।