এখন বিয়ের বাড়ির মরশুম। আজকে বন্ধুর বিয়ে, তো আবার কালকে দাদা কিংবা বোনের বিয়ে। অনুষ্ঠান যত বেশি, তার সঙ্গে তাল মিলিয়ে চলে সাজগোজও। কিন্তু নিত্যনতুন হেয়ার স্টাইল করতে গিয়ে চুলের বারোটা বাজিয়ে ফেলছেন না তো?
এখন মেকআপের পাশাপাশি মহিলারা হেয়ার স্টাইলের উপর বেশ জোর দেন। মেকআপ হালকা হলেও হেয়ার স্টাইল আপনার পুরো লুকটা বদলে দিতে পারে। কিন্তু প্রতিদিন নতুন হেয়ার স্টাইল করলে চুলের ক্ষতি হয়। তাই হেয়ার স্টাইল করার সময় কিছু ভুল এড়িয়ে যাওয়াই ভাল।
চুল টাইট করে বাঁধবেন না। পনিটেল করুন বা টপনট, চুল টেনে বাঁধবেন না। চুল টাইট করে বাঁধলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় না। আর অনেকক্ষণ চুল বেঁধে রাখলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করলে রোলার বা স্ট্রেটনিং আয়রন ব্যবহার করতেই হয়। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় চুল। চেষ্টা করুন চুলে অতিরিক্ত তাপ ব্যবহার না করার। এতে চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায় এবং চুল রুক্ষ হয়ে ওঠে।
যেহেতু আপনি ঘন ঘন হেয়ার স্টাইল করছেন এবং তাপযুক্ত স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করছেন, সেক্ষেত্রে চুলে হিট প্রোটেকট্যান্ট স্প্রে ব্যবহার করুন। হিট প্রোটেকট্যান্ট স্প্রে ব্যবহার করলে চুল তাপের হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে।
নিয়মিত হেয়ার স্টাইল করলে চুল রুক্ষ হয়ে যায়। তাই এই সময় চুলের বেশি করে যত্ন নেওয়া দরকার। চেষ্টা করুন চুলে তেল দেওয়ার। নারকেল তেল ব্যবহার করুন। নারকেল তেল চুলের হারানো আর্দ্রতাকে ফিরিয়ে আনবে।