শুধু খেতে ভাল নয়, ধনেপাতার কিন্তু অনেক গুণ রয়েছে। ধনেপাতায় রয়েছে ফাইবার, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, আয়রন, ম্যাগনেসিয়াম। সেই সঙ্গে রয়েছে ক্লোরিন আর প্রোটিনও।
1 / 5
প্রাকৃতিক ব্লিচ হিসেবে ধনে পাতা দারুন কার্যকর। যাদের ঠোঁটে কালো দাগ আছে তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ধনে পাতার রসের সাথে দুধের সর মিশিয়ে ঠোঁটে লাগান। টানা লাগালে উপকার পাবেন।
2 / 5
শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রয়েছে ধনেপাতার। ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। এছাড়াও হজমে সাহায্য করে। গ্যাস-অম্বল হয় না, পেট থাকে পরিষ্কার।
3 / 5
ডায়াবিটিসে আক্রান্তদের জন্যে ধনেপাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের মাত্রা বজায় রাখে এবং রক্তশর্করা নিয়ন্ত্রণে রাখে।
4 / 5
ধনেপাতার বেশ কিছু অ্যান্টিসেপটিক গুণও রয়েছে। মুখের আলসার সারাতে সাহায্য করে। তেমনই চোখের জন্য ভালো। কোথাও কেটে গেলে ধনেপাতা বেটে লাগালে সহজে সংক্রমণ হবে না।