India vs Sri Lanka: ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে তৈরি রানা-সাকারিয়ারা

ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) সীমিত ওভারের সিরিজ শুরুর আগেই বাধা তৈরি করেছে করোনা। যার ফলে পুরো সিরিজটাই পিছিয়ে গেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ হলে, আজ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতেন শিখর ধাওয়ানরা। তবে শ্রীলঙ্কা শিবিরে করোনার জন্য সূচি বদলানো হয়। ১৮ জুলাই একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সাদা বলের সিরিজ। তৈরি ভারতের তরুণ তুর্কিরা। আইপিএল থেকে উঠে আসা তারারা দেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। বিসিসিআই টুইটারে ভারতীয় দলের নতুন ক্রিকেটারদের ফটোশুটের ছবি শেয়ার করেছে। দেখে নিন ভারতের জার্সিতে দেবদত্ত পাড়িক্কাল-নীতিশ রানাদের ছবি।

| Edited By: | Updated on: Jul 13, 2021 | 4:02 PM
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal) ভারতীয় দলের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা সফরে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal) ভারতীয় দলের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা সফরে।

1 / 6
ভারতীয় জার্সিতে অভিষেকের অপেক্ষায় চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।

ভারতীয় জার্সিতে অভিষেকের অপেক্ষায় চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।

2 / 6
শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার জন্য কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতিশ রানাও (Nitish Rana) মুখিয়ে রয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার জন্য কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতিশ রানাও (Nitish Rana) মুখিয়ে রয়েছেন।

3 / 6
 আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে ডাক পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham)।

আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে ডাক পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham)।

4 / 6
দেশের হয়ে অভিযেকের অপেক্ষায় আইপিএল-১৪-র আবিস্কার রাজস্থান রয়্যালস বোলার চেতন সাকারিয়া (Chetan Sakariya)।

দেশের হয়ে অভিযেকের অপেক্ষায় আইপিএল-১৪-র আবিস্কার রাজস্থান রয়্যালস বোলার চেতন সাকারিয়া (Chetan Sakariya)।

5 / 6
নাইটদের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) চোট সারিয়ে ২২ গজে জাদু দেখানোর অপেক্ষায় রয়েছেন। (সৌজন্যে-বিসিসিআই টুইটার))

নাইটদের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) চোট সারিয়ে ২২ গজে জাদু দেখানোর অপেক্ষায় রয়েছেন। (সৌজন্যে-বিসিসিআই টুইটার))

6 / 6
Follow Us: