Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: গোলাপি আভায় নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান? ট্রাই করতে পারেন এই বলি-ডিভাদের লুক

Navratri Colours: পুজো মানেই সাবেকিয়ানা, সাজগোজ। একই সঙ্গে চলছে নবরাত্রিও। বলি সেলেবদের দেখে ঠিক করে নিতে পারেন আপনার ফ্যাশন স্টেটমেন্ট।

| Edited By: | Updated on: Oct 14, 2021 | 1:24 PM
নবরাত্রির জন্য বেছে নিতে পারেন আলিয়ার মত ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা। তার সঙ্গে পরুন মানাসই অক্সিডাইজ সিলভার জুয়েলারি।

নবরাত্রির জন্য বেছে নিতে পারেন আলিয়ার মত ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা। তার সঙ্গে পরুন মানাসই অক্সিডাইজ সিলভার জুয়েলারি।

1 / 7
অল্প মেকআপ ভালবাসেন? ট্রাই করতে পারেন সারার এই লুক। সারার এই ফ্লোরাল লেহেঙ্গাটি ডিজাইন করেছেন মনীশ মালহপত্রা।

অল্প মেকআপ ভালবাসেন? ট্রাই করতে পারেন সারার এই লুক। সারার এই ফ্লোরাল লেহেঙ্গাটি ডিজাইন করেছেন মনীশ মালহপত্রা।

2 / 7
নবরাত্রির নবম দিনের জন্য আপনি বেছে নিতে পারেন জাহ্নবীর  নিয়ন গোলাপি শাড়ি। এটি ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা। এর সঙ্গে নায়িকা পরেছে ম্যাচিং হাত কাটা ব্লাউজ যার মধ্যে এমব্রয়ডারি ও কড়ি দিয়ে কাজ রয়েছে।

নবরাত্রির নবম দিনের জন্য আপনি বেছে নিতে পারেন জাহ্নবীর নিয়ন গোলাপি শাড়ি। এটি ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা। এর সঙ্গে নায়িকা পরেছে ম্যাচিং হাত কাটা ব্লাউজ যার মধ্যে এমব্রয়ডারি ও কড়ি দিয়ে কাজ রয়েছে।

3 / 7
রাকুল পরেছেন মনীশ মালহোত্রার ডিজাইন করা ড্যাজলিং শাড়ি। তার সঙ্গে পরেছেন গোলাপি রঙের ম্যাচিং হাত কাটা ব্লাউজ। আর অলংকার বলছে শুধু কানের দুল।

রাকুল পরেছেন মনীশ মালহোত্রার ডিজাইন করা ড্যাজলিং শাড়ি। তার সঙ্গে পরেছেন গোলাপি রঙের ম্যাচিং হাত কাটা ব্লাউজ। আর অলংকার বলছে শুধু কানের দুল।

4 / 7
লেহেঙ্গার মধ্যে যদি এলিগেন্ট লুক খোঁজেন তাহলে স্টাইল করুন মাধুরী দীক্ষিতের মত।

লেহেঙ্গার মধ্যে যদি এলিগেন্ট লুক খোঁজেন তাহলে স্টাইল করুন মাধুরী দীক্ষিতের মত।

5 / 7
নবরাত্রির রাতে যদি গরবা বা ডান্ডিয়া খেলায় মেতে উঠতে চান তাহলে বেছে নিন শিল্পা সেট্টির মত এই লেহেঙ্গা।

নবরাত্রির রাতে যদি গরবা বা ডান্ডিয়া খেলায় মেতে উঠতে চান তাহলে বেছে নিন শিল্পা সেট্টির মত এই লেহেঙ্গা।

6 / 7
দুর্গা নবমী বলে কথা, সুতরাং বাঙালি সাজে শাড়ি তো থাকতেই হবে। এখানে কাজল পরেছেন হালকা গোলাপি আভার মধ্যে লাল পারের শাড়ি। এই লুক পুজো মন্ডপে আপনার নজর কাড়তে বাধ্য। আর তার সঙ্গে নায়িকা পরেছেন মানান সই অলংকার এবং খোপায় ফুল।

দুর্গা নবমী বলে কথা, সুতরাং বাঙালি সাজে শাড়ি তো থাকতেই হবে। এখানে কাজল পরেছেন হালকা গোলাপি আভার মধ্যে লাল পারের শাড়ি। এই লুক পুজো মন্ডপে আপনার নজর কাড়তে বাধ্য। আর তার সঙ্গে নায়িকা পরেছেন মানান সই অলংকার এবং খোপায় ফুল।

7 / 7
Follow Us: