AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishikesh Travelling: অ্যাডভেঞ্চার আপনাকে টানে? তবে ঘুরে আসুন ঋষিকেশে…

ট্রেকিং প্রেমিদের জন্য আরও একটা দারুণ খবর...

| Edited By: | Updated on: Oct 21, 2021 | 8:03 PM
Share
বানজি জাম্পিং:
যাঁরা খুব শীঘ্রই বানজি জাম্পিং-এর স্বপ্ন দেখছেন, ঋষিকেশ তাঁদের জন্য সেরা জায়গা। ৮৩ ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পরার যে অ্যাড্রেনালিন রাশের ক্ষরণ, তা আপনি বাড়িতে বসে কিছুতেই বুঝতে পারবেন না।

বানজি জাম্পিং: যাঁরা খুব শীঘ্রই বানজি জাম্পিং-এর স্বপ্ন দেখছেন, ঋষিকেশ তাঁদের জন্য সেরা জায়গা। ৮৩ ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পরার যে অ্যাড্রেনালিন রাশের ক্ষরণ, তা আপনি বাড়িতে বসে কিছুতেই বুঝতে পারবেন না।

1 / 5
ক্লিফ জাম্পিং:
ক্লিফ বা টিলা থেকে গঙ্গা নদীর উপর ঝাঁপিয়ে পরার যে অনুভূতি, তা অন্য কিছুর চেয়ে বেশি মনের শান্তি দিতে পারে না আপনাকে। এবং এই রাইড একমাত্র ঝষিকেশেই পাবেন আপনি।

ক্লিফ জাম্পিং: ক্লিফ বা টিলা থেকে গঙ্গা নদীর উপর ঝাঁপিয়ে পরার যে অনুভূতি, তা অন্য কিছুর চেয়ে বেশি মনের শান্তি দিতে পারে না আপনাকে। এবং এই রাইড একমাত্র ঝষিকেশেই পাবেন আপনি।

2 / 5
জলপ্রপাত ট্রেকিং:
ট্রেকিং প্রেমিদের জন্য আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল জলপ্রপাত ট্রেকিং। প্রকৃতি এবং শান্ত পরিবেশের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য সেরা ঠিকানা এটি।

জলপ্রপাত ট্রেকিং: ট্রেকিং প্রেমিদের জন্য আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল জলপ্রপাত ট্রেকিং। প্রকৃতি এবং শান্ত পরিবেশের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য সেরা ঠিকানা এটি।

3 / 5
রিভার রাফটিং:
ঋষিকেশের একটা বিখ্যাত রাইড হল রিভার রাফটিং। ঋষিকেশের স্বচ্ছ্ব জলের মধ্যে দিয়ে নৌকা বাওয়ার অভিজ্ঞতা আপনার থাকা উচিৎ। এই রাইডের মূল্য ৬০০টাকার চেয়েও কম হতে হবে।

রিভার রাফটিং: ঋষিকেশের একটা বিখ্যাত রাইড হল রিভার রাফটিং। ঋষিকেশের স্বচ্ছ্ব জলের মধ্যে দিয়ে নৌকা বাওয়ার অভিজ্ঞতা আপনার থাকা উচিৎ। এই রাইডের মূল্য ৬০০টাকার চেয়েও কম হতে হবে।

4 / 5
মাউন্টেন বাইকিং:
মাউন্টেন বাইকারদের জন্য সবচেয়ে উঁচু জায়গা হল ঋষিকেশ। পাহাড়ির বন্ধুর রাস্তা ধরে পাইন গাছের মধ্যে দিয়ে বাইকে করে দীর্ঘ পথ বাইক চালাতে পারবেন আপনি এখানে।

মাউন্টেন বাইকিং: মাউন্টেন বাইকারদের জন্য সবচেয়ে উঁচু জায়গা হল ঋষিকেশ। পাহাড়ির বন্ধুর রাস্তা ধরে পাইন গাছের মধ্যে দিয়ে বাইকে করে দীর্ঘ পথ বাইক চালাতে পারবেন আপনি এখানে।

5 / 5