AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photo Gallery: ‘শিশুকন্যাকে মাঝ গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা’! তোলপাড় নদিয়ার কালনাঘাট

Ganga: 'মাকে দেখে কোনও টেনশন আছে বলে মনে হল না। কাউকে তো ডাকল না আমার বাচ্চা পড়ে গেছে গো বলে!'

| Edited By: | Updated on: Oct 06, 2021 | 11:12 PM
Share
নদিয়া: রাতের অন্ধকারে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশু পড়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। বুধবার ঘটনাটি  ঘটেছে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাটে। সূত্রের খবর, শান্তিপুর বালিয়াডাঙ্গা পান পাড়ার বাসিন্দা তারক ঘোষ ও তার স্ত্রী তাপসী ঘোষ তাঁদের এক বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফেরার জন্য কালনা ঘাট থেকে লঞ্চে করে নৃসিংহপুর ঘাটে ফিরছিলেন। সেখানে শিশুকন্যাকে মা গঙ্গায় ফেলে দেন বলে যাত্রীদের একাংশের দাবি!

নদিয়া: রাতের অন্ধকারে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশু পড়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাটে। সূত্রের খবর, শান্তিপুর বালিয়াডাঙ্গা পান পাড়ার বাসিন্দা তারক ঘোষ ও তার স্ত্রী তাপসী ঘোষ তাঁদের এক বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফেরার জন্য কালনা ঘাট থেকে লঞ্চে করে নৃসিংহপুর ঘাটে ফিরছিলেন। সেখানে শিশুকন্যাকে মা গঙ্গায় ফেলে দেন বলে যাত্রীদের একাংশের দাবি!

1 / 5
জানা গিয়েছে, আচমকাই মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশুটি জলে পড়ে যায় বলে দাবি করেন মা। জলে পড়ে যাওয়ার আগে শিশুটি মায়ের কোলে ছিল বলে দাবি অন্যান্য যাত্রীদের। ঘটনার পর লঞ্চে থাকা যাত্রীরা শব্দ শুনতে পান। শুরু হয় চিরকার চেঁচামেচি। শিশুটি লঞ্চ থেকে পড়ে যাওয়ার পরেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শিশুটির মা ও বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ যদিও লঞ্চ থেকে পড়ে যাওয়া শিশুটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা গিয়েছে, আচমকাই মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশুটি জলে পড়ে যায় বলে দাবি করেন মা। জলে পড়ে যাওয়ার আগে শিশুটি মায়ের কোলে ছিল বলে দাবি অন্যান্য যাত্রীদের। ঘটনার পর লঞ্চে থাকা যাত্রীরা শব্দ শুনতে পান। শুরু হয় চিরকার চেঁচামেচি। শিশুটি লঞ্চ থেকে পড়ে যাওয়ার পরেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শিশুটির মা ও বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ যদিও লঞ্চ থেকে পড়ে যাওয়া শিশুটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

2 / 5
কিন্তু কীভাবে শিশুটির জলে পড়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দেবাশিস হালদার নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, "একটা বাচ্চাকে নিয়ে কোলে করে এসে দাঁড়াল একজন। চোখ গঙ্গার দিকে। বলল, আমার ছেলে গঙ্গায় পড়ে গিয়েছে। ওঁনার পাশে দাঁড়ানো মহিলাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে? বলতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন!''

কিন্তু কীভাবে শিশুটির জলে পড়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দেবাশিস হালদার নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, "একটা বাচ্চাকে নিয়ে কোলে করে এসে দাঁড়াল একজন। চোখ গঙ্গার দিকে। বলল, আমার ছেলে গঙ্গায় পড়ে গিয়েছে। ওঁনার পাশে দাঁড়ানো মহিলাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে? বলতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন!''

3 / 5
"জ্ঞান ফিরতে তার পর দিদি বলল, আমার সামনে বাচ্চাটাকে জলে ছুড়ে ফেলে দিল বাচ্চার মা। সেই দৃশ্য দেখে ঘনঘন অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। এদিকে মাকে দেখে কোনও টেনশন আছে বলে মনে হল না। কাউকে তো ডাকল না আমার বাচ্চা পড়ে গেছে গো বলে!''

"জ্ঞান ফিরতে তার পর দিদি বলল, আমার সামনে বাচ্চাটাকে জলে ছুড়ে ফেলে দিল বাচ্চার মা। সেই দৃশ্য দেখে ঘনঘন অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। এদিকে মাকে দেখে কোনও টেনশন আছে বলে মনে হল না। কাউকে তো ডাকল না আমার বাচ্চা পড়ে গেছে গো বলে!''

4 / 5
জানা গিয়েছে, স্বামী, কন্যা সন্তান ও আরও একজন যুবককে নিয়ে লঞ্চে ওঠেন তিনি। বাড়ি বেলডাঙ্গায়। এদিকে কন্যা সন্তানের বাবার দাবি, বাচ্চাটি ঝাঁকুনিতে পড়ে গিয়েছে। ঘটনায় হতবাক হয়ে আর কিছু বলতে পারছেন না স্ত্রী। তাঁর কথায়, "বাচ্চাকে কেউ জেনেবুঝে ফেলে দেয়?''

জানা গিয়েছে, স্বামী, কন্যা সন্তান ও আরও একজন যুবককে নিয়ে লঞ্চে ওঠেন তিনি। বাড়ি বেলডাঙ্গায়। এদিকে কন্যা সন্তানের বাবার দাবি, বাচ্চাটি ঝাঁকুনিতে পড়ে গিয়েছে। ঘটনায় হতবাক হয়ে আর কিছু বলতে পারছেন না স্ত্রী। তাঁর কথায়, "বাচ্চাকে কেউ জেনেবুঝে ফেলে দেয়?''

5 / 5