Meteor Shower 2023: কাল রাতের আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য! পূরণ হবে সব ইচ্ছে

Astrology: সিনেমা সূত্রে অনেকেরই বিশ্বাস, তারা ভেঙে পড়ার সময় যদি কেউ মনের ইচ্ছে প্রকাশ করেন, সেই ইচ্ছে পূরণ হয় চটজলদি। বিশ্বাস করা হয়, আকাশ থেকে তারা ভেঙে পড়ার দৃশ্য অত্য়ন্ত শুভ।

| Edited By: | Updated on: Aug 11, 2023 | 5:22 PM
কালো কুচকুচে আকাশে তারাদের আনাগোনা দেখা অনেকেরই পছন্দের। এমন অসম্ভবকে হাতের কাছে পেতে আরও বেশি করে হাতছানি দেয়। শুধু তাই নয়, বহু সাইফাই সিনেমায় বহুবার আকাশ থেকে প্রকাণ্ড তারা ভেঙে পড়ার দৃশ্য দেখা যায়।

কালো কুচকুচে আকাশে তারাদের আনাগোনা দেখা অনেকেরই পছন্দের। এমন অসম্ভবকে হাতের কাছে পেতে আরও বেশি করে হাতছানি দেয়। শুধু তাই নয়, বহু সাইফাই সিনেমায় বহুবার আকাশ থেকে প্রকাণ্ড তারা ভেঙে পড়ার দৃশ্য দেখা যায়।

1 / 8
সিনেমা সূত্রে অনেকেরই বিশ্বাস, তারা ভেঙে পড়ার সময় যদি কেউ মনের ইচ্ছে প্রকাশ করেন, সেই ইচ্ছে পূরণ হয় চটজলদি। বিশ্বাস করা হয়, আকাশ থেকে তারা ভেঙে পড়ার দৃশ্য অত্য়ন্ত শুভ। তাই অনেকেই এই বিশ্বাস মনে ইচ্ছে মনে মনে রেখে প্রার্থনা করেন।

সিনেমা সূত্রে অনেকেরই বিশ্বাস, তারা ভেঙে পড়ার সময় যদি কেউ মনের ইচ্ছে প্রকাশ করেন, সেই ইচ্ছে পূরণ হয় চটজলদি। বিশ্বাস করা হয়, আকাশ থেকে তারা ভেঙে পড়ার দৃশ্য অত্য়ন্ত শুভ। তাই অনেকেই এই বিশ্বাস মনে ইচ্ছে মনে মনে রেখে প্রার্থনা করেন।

2 / 8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১২ অগস্ট, রাতে আকাশে তারা বর্ষণ হতে চলেছে। প্রকৃতপক্ষে, ১২ অগস্ট রাতে, উল্কাপিণ্ডের বর্ষণ হতে চলেছে। এই উল্কাবৃষ্টিকে লুক নামেও পরিচিত।  মহাকাশচর্চা অনুসারে, এই উল্কাবৃষ্টি প্রচুর পরিমাণে হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১২ অগস্ট, রাতে আকাশে তারা বর্ষণ হতে চলেছে। প্রকৃতপক্ষে, ১২ অগস্ট রাতে, উল্কাপিণ্ডের বর্ষণ হতে চলেছে। এই উল্কাবৃষ্টিকে লুক নামেও পরিচিত। মহাকাশচর্চা অনুসারে, এই উল্কাবৃষ্টি প্রচুর পরিমাণে হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

3 / 8
এই উল্কাবৃষ্টি নিয়ে নাসার একটি প্রতিবেদনও ভাইরাল হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে প্রচুর পরিমাণে উল্কাপাত পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তবে পৃথিবীর কোনও ক্ষতি হবে না। ১১ ও ১২ অগস্ট মধ্যরাতে ঘণ্টায় ২০০ উল্কাপাত হতে পারে। নাসার মতে, উত্তর গোলার্ধে এই মহাজাগতিক দৃশ্য ভালোভাবে দেখা যাবে।

এই উল্কাবৃষ্টি নিয়ে নাসার একটি প্রতিবেদনও ভাইরাল হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে প্রচুর পরিমাণে উল্কাপাত পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তবে পৃথিবীর কোনও ক্ষতি হবে না। ১১ ও ১২ অগস্ট মধ্যরাতে ঘণ্টায় ২০০ উল্কাপাত হতে পারে। নাসার মতে, উত্তর গোলার্ধে এই মহাজাগতিক দৃশ্য ভালোভাবে দেখা যাবে।

4 / 8
বিজ্ঞানীদের মতে, মহাকাশে এমন ভ্রমণকারী উল্কাগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছোয়, তখন তাদের গতি প্রতি সেকেন্ডে ২০ কিমি অর্থাৎ ঘণ্টায় ৭২ হাজার কিমি হয়ে থাকে। এই উচ্চগতির কারণে, তারাপিণ্ডগুলি আগুন ধরে যায়,তার কারণে তারা জ্বলজ্বল করে এক সেকেণ্ডের মধ্যে চোখের নিমেষে চলে যায়।

বিজ্ঞানীদের মতে, মহাকাশে এমন ভ্রমণকারী উল্কাগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছোয়, তখন তাদের গতি প্রতি সেকেন্ডে ২০ কিমি অর্থাৎ ঘণ্টায় ৭২ হাজার কিমি হয়ে থাকে। এই উচ্চগতির কারণে, তারাপিণ্ডগুলি আগুন ধরে যায়,তার কারণে তারা জ্বলজ্বল করে এক সেকেণ্ডের মধ্যে চোখের নিমেষে চলে যায়।

5 / 8
মেদিনী জ্যোতিষশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ বৃহৎ সংহিতার ৩৩তম অধ্যায়ের নাম 'উলকলক্ষণাধ্যায়। যেখানে পৃথিবীতে বিভিন্ন আকারের ছোট-বড় উল্কাপাতের ফলাফল দেওয়া হয়েছে।

মেদিনী জ্যোতিষশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ বৃহৎ সংহিতার ৩৩তম অধ্যায়ের নাম 'উলকলক্ষণাধ্যায়। যেখানে পৃথিবীতে বিভিন্ন আকারের ছোট-বড় উল্কাপাতের ফলাফল দেওয়া হয়েছে।

6 / 8
 মেদিনী জ্যোতিষশাস্ত্রে, উল্কাবৃষ্টি বা নক্ষত্র ভেঙে যাওয়াকে 'অন্তরীক্ষা উতপা' বা মহাকাশে ঘটতে থাকা জ্যোতির্বিজ্ঞানের ঘটনা বলা হয়, যার ফলাফল সাধারণত ১৫ দিনের মধ্যে দৃশ্যমান হয়।

মেদিনী জ্যোতিষশাস্ত্রে, উল্কাবৃষ্টি বা নক্ষত্র ভেঙে যাওয়াকে 'অন্তরীক্ষা উতপা' বা মহাকাশে ঘটতে থাকা জ্যোতির্বিজ্ঞানের ঘটনা বলা হয়, যার ফলাফল সাধারণত ১৫ দিনের মধ্যে দৃশ্যমান হয়।

7 / 8
মেদিনী জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন অনেক উল্কা একত্রে পৃথিবীর বায়ুমণ্ডলে পড়ে যায় তখন ১৫ দিনের মধ্যে কিছু অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মেদিনী জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে, অনেক স্তর ভেদ করার পর যদি একটি উল্কা নিচে পড়ে যায়, তাহলে জনমনে অনেক বিভ্রান্তি তৈরি হয়।

মেদিনী জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন অনেক উল্কা একত্রে পৃথিবীর বায়ুমণ্ডলে পড়ে যায় তখন ১৫ দিনের মধ্যে কিছু অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মেদিনী জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে, অনেক স্তর ভেদ করার পর যদি একটি উল্কা নিচে পড়ে যায়, তাহলে জনমনে অনেক বিভ্রান্তি তৈরি হয়।

8 / 8
Follow Us: