Bangla News » Photo gallery » A walkout in ISL match between Bengaluru FC and kerala blasters for 1st time in ISL history, after that Sunil Chhetri led Bengaluru FC reach ISL semifinal
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Mar 04, 2023 | 12:16 PM
Bengaluru FC vs Kerala Blasters: আইএসএলে (ISL) ধুন্ধুমার। ভারতের এক নম্বর টুর্নামেন্ট সাক্ষী রইল অবাক করা ঘটনার। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের প্লে অফে রেফারির সিদ্ধান্ত পছন্দ হয়নি, তাই কেরালা ব্লাস্টার্স দল তুলে নেয়। আসলে ম্যাচের ৯৬ মিনিটের মাথায় একমাত্র গোল করে বেঙ্গালুরুকে জেতান অধিনায়ক সুনীল ছেত্রী। রেফারির বাঁশি বাজার আগে সুনীল ফ্রি কিক নেন, তার প্রতিবাদে ক্ষোভ দেখিয়ে দল তুলে নেয় কেরালা।
Mar 04, 2023 | 12:16 PM
ইন্ডিয়ান সুপার লিগে হঠাৎ করেই ধুন্ধুমার। আইএসএলের (ISL) প্লে অফে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবং কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেই ম্যাচ ঘিরেই বিপত্তি। ভারতের এক নম্বর টুর্নামেন্ট সাক্ষী রইল অবাক করা ঘটনার। (ছবি-আইএসএল ওয়েবসাইট)
1 / 8
আসলে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের প্লে অফে রেফারির সিদ্ধান্ত পছন্দ হয়নি কেরালা ব্লাস্টার্সের। তাই তারা ম্যাচের মাঝে দল তুলে নেয়। (ছবি-টুইটার)
কিন্তু রেফারির বাঁশি বাজার আগে সুনীল ফ্রি কিক নিয়েছিলেন। তার প্রতিবাদে ক্ষোভ দেখিয়ে দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। (ছবি-আইএসএল ওয়েবসাইট)
5 / 8
সেমিফাইনালে দলকে তোলার পর কেরালার দল তুলে নেওয়া নিয়ে বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, "আমার ২২ বছরের কেরিয়ারে এমন ঘটনা কখনও দেখিনি। আমি সব সময় রেফারির সিদ্ধান্ত মেনেই চলেছি। এটা একটা অম্লমধুর মুহূর্ত ছিল। কিন্তু আমি খুশি আমরা সেমিফাইনালে উঠতে পেরেছি।" (ছবি- বেঙ্গালুরু এফসি টুইটার)
6 / 8
আইএসএলের ইতিহাসে এর আগে কখনও ওয়াক ওভার দেওয়ার ঘটনা ঘটেনি। কেরালা ব্লাস্টার্স প্রথম দল হিসেবে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিতে মাঠ ছেড়ে বেরিয়ে গেল। (ছবি-আইএসএল ওয়েবসাইট)
7 / 8
উল্লেখ্য, ৭ মার্চ মুম্বই সিটির বিরুদ্ধে রয়েছে বেঙ্গালুরু এফসির সেমিফাইনালের প্রথম লেগের খেলা। এরপর ১২ মার্চ হবে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা। (ছবি-আইএসএল ওয়েবসাইট)