ISL Playoff: আইএসএলের প্লে অফে ধুন্ধুমার, বিতর্কে মোড়া ম্যাচ জিতে সেমিফাইনালে সুনীলরা
Bengaluru FC vs Kerala Blasters: আইএসএলে (ISL) ধুন্ধুমার। ভারতের এক নম্বর টুর্নামেন্ট সাক্ষী রইল অবাক করা ঘটনার। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের প্লে অফে রেফারির সিদ্ধান্ত পছন্দ হয়নি, তাই কেরালা ব্লাস্টার্স দল তুলে নেয়। আসলে ম্যাচের ৯৬ মিনিটের মাথায় একমাত্র গোল করে বেঙ্গালুরুকে জেতান অধিনায়ক সুনীল ছেত্রী। রেফারির বাঁশি বাজার আগে সুনীল ফ্রি কিক নেন, তার প্রতিবাদে ক্ষোভ দেখিয়ে দল তুলে নেয় কেরালা।
Most Read Stories