ক্রমাগত লাঞ্ছনার শিকার, অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন অভিষেক, হাল ধরেছিলেন বাবা অমিতাভ

বয়স যত বাড়ছে অভিনেতা অভিষেক বচ্চনকে তত নতুন করে চিনছেন সিনেপ্রেমীরা। স্টারকিড বা বচ্চন পরিবারের লিনিয়েজ নয়, নিজের পরিচয়েই নতুন পরিচয় খুঁজে পেয়েছেন অভিষেক।

| Updated on: Apr 12, 2021 | 2:34 PM
বয়স যত বাড়ছে অভিনেতা অভিষেক বচ্চনকে তত নতুন করে চিনছেন সিনেপ্রেমীরা। স্টারকিড বা বচ্চন পরিবারের লিনিয়েজ নয়, নিজের পরিচয়েই নতুন পরিচয় খুঁজে পেয়েছেন অভিষেক। কিন্তু দিনের পর দিন লাঞ্ছনা, গঞ্জনার শিকার হয়ে একটা সময় নাকি বলিউডকেই বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। ছেড়ে দিতে চেয়েছিলেন অভিনয়। ঠিক এই সময়েই হাল ধরেন বাবা অমিতাভ বচ্চন। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানালেন অভিষেক।

বয়স যত বাড়ছে অভিনেতা অভিষেক বচ্চনকে তত নতুন করে চিনছেন সিনেপ্রেমীরা। স্টারকিড বা বচ্চন পরিবারের লিনিয়েজ নয়, নিজের পরিচয়েই নতুন পরিচয় খুঁজে পেয়েছেন অভিষেক। কিন্তু দিনের পর দিন লাঞ্ছনা, গঞ্জনার শিকার হয়ে একটা সময় নাকি বলিউডকেই বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। ছেড়ে দিতে চেয়েছিলেন অভিনয়। ঠিক এই সময়েই হাল ধরেন বাবা অমিতাভ বচ্চন। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানালেন অভিষেক।

1 / 7
অভিষেক জানান, যে সময়ের কথা বলা হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ার এতটা আধিক্য ছিল না। কিন্তু মিডিয়ায় ক্রমাগত খারাপ কথা বলা হচ্ছিল তাঁকে নিয়ে। ঘন ঘন বাবার সঙ্গে তুলনা এবং অপমান- চলছিল সবই।

অভিষেক জানান, যে সময়ের কথা বলা হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ার এতটা আধিক্য ছিল না। কিন্তু মিডিয়ায় ক্রমাগত খারাপ কথা বলা হচ্ছিল তাঁকে নিয়ে। ঘন ঘন বাবার সঙ্গে তুলনা এবং অপমান- চলছিল সবই।

2 / 7
তিনি অভিনয় জানেন না, বচ্চন পরিবারের 'অপমান', ইত্যাদি নানা মন্তব্যে ভিতর থেকে ভেঙে পড়েছিলেন অভিষেক। তাঁর কথায়, "একটা সময় মনে হয়েছিল ইন্ডাস্ট্রিতে এসে আমি ভুল করেছি। আমি চেষ্টা করছিলাম তাও কিছুই হচ্ছিল না।"

তিনি অভিনয় জানেন না, বচ্চন পরিবারের 'অপমান', ইত্যাদি নানা মন্তব্যে ভিতর থেকে ভেঙে পড়েছিলেন অভিষেক। তাঁর কথায়, "একটা সময় মনে হয়েছিল ইন্ডাস্ট্রিতে এসে আমি ভুল করেছি। আমি চেষ্টা করছিলাম তাও কিছুই হচ্ছিল না।"

3 / 7
এমন অবস্থাতেই বাবার কাছে যান অভিষেক। খোলাখুলিই বলেন অভিনয় ছেড়ে দিতে চান তিনি। শুনে বাবা কী বলেছিল জানেন? অভিষেক জানান, বিগ-বি বলেছিলেন, "তোমাকে আমি এত সহজে 'কুইটার' হতে শেখাইনি"।

এমন অবস্থাতেই বাবার কাছে যান অভিষেক। খোলাখুলিই বলেন অভিনয় ছেড়ে দিতে চান তিনি। শুনে বাবা কী বলেছিল জানেন? অভিষেক জানান, বিগ-বি বলেছিলেন, "তোমাকে আমি এত সহজে 'কুইটার' হতে শেখাইনি"।

4 / 7
ছেলেকে তিনি আরও বলেন, "অভিনেতা হিসেবে প্রতি ছবিতে উন্নতি করছ তুমি। প্রতি সকালে উঠে সূর্যের তলায় নিজের জায়গা খুঁজে নিতে যুদ্ধ করতে হবে তোমাকে। হাল ছেড় না।"

ছেলেকে তিনি আরও বলেন, "অভিনেতা হিসেবে প্রতি ছবিতে উন্নতি করছ তুমি। প্রতি সকালে উঠে সূর্যের তলায় নিজের জায়গা খুঁজে নিতে যুদ্ধ করতে হবে তোমাকে। হাল ছেড় না।"

5 / 7
বাবার কথা সে দিন শুনেছিলেন অভিষেক। মন দিয়েছিলেন কাজে। আর তাঁর সাম্প্রতিক কাজগুলি যেন কঠোর অধ্যাবসায়েরই ঝলক। 'লুডো' ছবিতে বিট্টু তিওয়ারির চরিত্রে তিনি যথাযথ।

বাবার কথা সে দিন শুনেছিলেন অভিষেক। মন দিয়েছিলেন কাজে। আর তাঁর সাম্প্রতিক কাজগুলি যেন কঠোর অধ্যাবসায়েরই ঝলক। 'লুডো' ছবিতে বিট্টু তিওয়ারির চরিত্রে তিনি যথাযথ।

6 / 7
ওয়েব সিরিজেও কাজ করছেন চুটিয়ে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'দ্য বিগ বুল'। ওই ছবি নিয়ে যদিও দর্শকমহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।

ওয়েব সিরিজেও কাজ করছেন চুটিয়ে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'দ্য বিগ বুল'। ওই ছবি নিয়ে যদিও দর্শকমহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।

7 / 7
Follow Us: