Low Budget Destinations: ঘরে থাকতে ভাল লাগছে না? মাত্র ১০ হাজার টাকার মধ্যে কাটিয়ে আসুন গ্রীষ্মের ছুটি

Summer Destinations: এখন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে বেড়াতে যাওয়ার আগে পকেটের খেয়াল রাখতে হয়। ১০ হাজার টাকার মধ্যে কোথায় বেড়াতে যেতে পারবেন, দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Apr 08, 2022 | 6:27 PM
বারাণসীর ঘাটে সন্ধ্যা আরতী দেখার সুযোগ খুব কম মানুষেরই আসে। বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর বারাণসী। এখানের প্রতিটি গলিতে রয়েছে মন্দির আর সুস্বাদু খাবার। এই পবিত্র স্থানে মাত্র ১০ হাজার টাকাতেই ঘুরে আসতে পারবেন।

বারাণসীর ঘাটে সন্ধ্যা আরতী দেখার সুযোগ খুব কম মানুষেরই আসে। বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর বারাণসী। এখানের প্রতিটি গলিতে রয়েছে মন্দির আর সুস্বাদু খাবার। এই পবিত্র স্থানে মাত্র ১০ হাজার টাকাতেই ঘুরে আসতে পারবেন।

1 / 7
যোগার রাজধানী ঋষিকেশ। পাহাড়ের কোলে ছুটি কাটানো ছাড়াও বিভিন্ন অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টসের সুযোগ রয়েছে ঋষিকেশে। সব মিলিয়ে ১০ হাজার টাকার কমেই ঘুরে ফেলতে পারবেন ঋষিকেশ।

যোগার রাজধানী ঋষিকেশ। পাহাড়ের কোলে ছুটি কাটানো ছাড়াও বিভিন্ন অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টসের সুযোগ রয়েছে ঋষিকেশে। সব মিলিয়ে ১০ হাজার টাকার কমেই ঘুরে ফেলতে পারবেন ঋষিকেশ।

2 / 7
গরমের ছুটি কোনও সমুদ্র সৈকতে কাটাতে চান? পুদুচেরির বিচে আপনি খুঁজে নিতে পারেন নতুন আস্তানা। ফরাসি কলোনি আর শান্ত সমুদ্র সৈকতের জন্য বেশ জনপ্রিয় পুদুচেরি। তাছাড়া এখানকার রঙিন পাড়া যে কারোর মন কাড়তে বাধ্য। কম খরচে ছুটিয়ে কাটিয়ে আসুন এখানে।

গরমের ছুটি কোনও সমুদ্র সৈকতে কাটাতে চান? পুদুচেরির বিচে আপনি খুঁজে নিতে পারেন নতুন আস্তানা। ফরাসি কলোনি আর শান্ত সমুদ্র সৈকতের জন্য বেশ জনপ্রিয় পুদুচেরি। তাছাড়া এখানকার রঙিন পাড়া যে কারোর মন কাড়তে বাধ্য। কম খরচে ছুটিয়ে কাটিয়ে আসুন এখানে।

3 / 7
অনেকেই মনে করেন উত্তরাখণ্ড গেলে খরচ অনেক। কিন্তু নৈনিতালে দু রাত্রি তিন দিন থাকতে আপনার ১০ হাজারের কমই খরচ হবে। পাহাড়ের কোলে নৈনি লেকে বোটিং থেকে শুরু করে নৈনিতালের আশেপাশে লুকিয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলিও ঘুরে ফেলতে পারবেন সহজে।

অনেকেই মনে করেন উত্তরাখণ্ড গেলে খরচ অনেক। কিন্তু নৈনিতালে দু রাত্রি তিন দিন থাকতে আপনার ১০ হাজারের কমই খরচ হবে। পাহাড়ের কোলে নৈনি লেকে বোটিং থেকে শুরু করে নৈনিতালের আশেপাশে লুকিয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলিও ঘুরে ফেলতে পারবেন সহজে।

4 / 7
যদি কম খরচে ঘুরতে চান, তাহলে কন্যাকুমারীও রয়েছে এই তালিকায়। আবর সাগরের কোলে অবস্থিত এই শহরে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। তবে গরমের কারণে এপ্রিল-মে মাসে তামিলনাড়ুর এই অঞ্চলে না যাওয়াই ভাল। কিন্তু কম খরচে ঘুরতে চাইলে একবার ঢুঁ মারতে পারেন এখানে।

যদি কম খরচে ঘুরতে চান, তাহলে কন্যাকুমারীও রয়েছে এই তালিকায়। আবর সাগরের কোলে অবস্থিত এই শহরে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। তবে গরমের কারণে এপ্রিল-মে মাসে তামিলনাড়ুর এই অঞ্চলে না যাওয়াই ভাল। কিন্তু কম খরচে ঘুরতে চাইলে একবার ঢুঁ মারতে পারেন এখানে।

5 / 7
অনেকেই মনে করেন গোয়া ব্যয়বহুল পর্যটক কেন্দ্র। কিন্তু আপনি যদি সমুদ্র সৈকত থেকে একটু দূরে থাকেন, তাহলে কম খরচের হোটেল সহজেই পেয়ে যাবেন। আর যদি সুস্বাদু গোয়ান খাবার খান, তাহলে অনায়াসে ১০ হাজার টাকায় আপনার গোয়ার ট্রিপ সফল হয়ে যাবে।

অনেকেই মনে করেন গোয়া ব্যয়বহুল পর্যটক কেন্দ্র। কিন্তু আপনি যদি সমুদ্র সৈকত থেকে একটু দূরে থাকেন, তাহলে কম খরচের হোটেল সহজেই পেয়ে যাবেন। আর যদি সুস্বাদু গোয়ান খাবার খান, তাহলে অনায়াসে ১০ হাজার টাকায় আপনার গোয়ার ট্রিপ সফল হয়ে যাবে।

6 / 7
হাতের সামনে দার্জিলিং থাকতে অন্য কোথাও কেন? ১০ হাজারেরও কমে ঘুরে আসতে পারেন দার্জিলিং। তবে দার্জিলিং যেভাবে ঘিঞ্জি হয়ে উঠেছে, তাতে উত্তরবঙ্গের যে কোনও অফবিটেই ছুটি কাটাতে পারেন, তাও বাজেটের মধ্যে।

হাতের সামনে দার্জিলিং থাকতে অন্য কোথাও কেন? ১০ হাজারেরও কমে ঘুরে আসতে পারেন দার্জিলিং। তবে দার্জিলিং যেভাবে ঘিঞ্জি হয়ে উঠেছে, তাতে উত্তরবঙ্গের যে কোনও অফবিটেই ছুটি কাটাতে পারেন, তাও বাজেটের মধ্যে।

7 / 7
Follow Us: