Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: ভুট্টা ক্ষেত-এ কী করছেন মেসি?

৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বার বিশ্বকাপ (World Cup) জয়ের স্বাদ দিয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য বিশেষ সেলিব্রেশন হয়েছে। এখনও তার রেশ কাটেনি। এ বার আর্জেন্টিনায় এক অভিনব কায়দায় মেসিকে বিশেষ সম্মান জানালেন এক কৃষক।

| Edited By: | Updated on: Jan 19, 2023 | 2:29 PM
২০২২ সালটা কোনওদিন ভুলবেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বাইশে মেসির জীবনের অন্যতম স্বপ্ন পূরণ হয়েছে। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বার বিশ্বকাপ (World Cup) জয়ের স্বাদ দিয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। (ছবি-টুইটার)

২০২২ সালটা কোনওদিন ভুলবেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বাইশে মেসির জীবনের অন্যতম স্বপ্ন পূরণ হয়েছে। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বার বিশ্বকাপ (World Cup) জয়ের স্বাদ দিয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। (ছবি-টুইটার)

1 / 8
মেসি-ডি মারিয়াদের বিশ্বকাপ জয়ের পর, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনার কাপ জয়ের জন্য বিশেষ সেলিব্রেশন হয়েছে। এখনও তার রেশ কাটেনি। এ বার আর্জেন্টিনায় এক অভিনব কায়দায় মেসিকে বিশেষ সম্মান জানালেন এক কৃষক। (ছবি-টুইটার)

মেসি-ডি মারিয়াদের বিশ্বকাপ জয়ের পর, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনার কাপ জয়ের জন্য বিশেষ সেলিব্রেশন হয়েছে। এখনও তার রেশ কাটেনি। এ বার আর্জেন্টিনায় এক অভিনব কায়দায় মেসিকে বিশেষ সম্মান জানালেন এক কৃষক। (ছবি-টুইটার)

2 / 8
প্রিয় লিও মেসিকে বিশেষ সম্মান জানাতে আর্জেন্টিনার এক কৃষক ১২৪ একর ভুট্টা ক্ষেত জুড়ে বিশেষ পদ্ধতি অবলম্বন করে লিওনেল মেসিকে ফুটিয়ে তুলেছেন। (ছবি-টুইটার)

প্রিয় লিও মেসিকে বিশেষ সম্মান জানাতে আর্জেন্টিনার এক কৃষক ১২৪ একর ভুট্টা ক্ষেত জুড়ে বিশেষ পদ্ধতি অবলম্বন করে লিওনেল মেসিকে ফুটিয়ে তুলেছেন। (ছবি-টুইটার)

3 / 8
সহজ করে বললে, বলা যায়, ভুট্টা ক্ষেতজুড়ে রয়েছেন আস্ত মেসি। অবাক হচ্ছেন? হতেই পারেন। তা হলে নিজের চোখেই দেখে নিন সেই ছবি। সংবাদসংস্থা রয়টার্স মারফত সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। (ছবি-টুইটার)

সহজ করে বললে, বলা যায়, ভুট্টা ক্ষেতজুড়ে রয়েছেন আস্ত মেসি। অবাক হচ্ছেন? হতেই পারেন। তা হলে নিজের চোখেই দেখে নিন সেই ছবি। সংবাদসংস্থা রয়টার্স মারফত সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। (ছবি-টুইটার)

4 / 8
যেখানে দেখা গিয়েছে, লস কন্ডোর্সের এক মাঠে মেসির মুখের আদল ফুটিয়ে তুলেছেন এক কৃষক। বিশেষ অ্যালগরিদম কাজে লাগিয়ে এই অভিনব দৃশ্য বাস্তবায়িত করেছেন ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজ নামের এক আর্জেন্টাইন কৃষক। তিনি জানান, তাঁর মতে, মেসিকে হারানো অসম্ভব। (ছবি-টুইটার)

যেখানে দেখা গিয়েছে, লস কন্ডোর্সের এক মাঠে মেসির মুখের আদল ফুটিয়ে তুলেছেন এক কৃষক। বিশেষ অ্যালগরিদম কাজে লাগিয়ে এই অভিনব দৃশ্য বাস্তবায়িত করেছেন ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজ নামের এক আর্জেন্টাইন কৃষক। তিনি জানান, তাঁর মতে, মেসিকে হারানো অসম্ভব। (ছবি-টুইটার)

5 / 8
প্রিয় মেসিকে তাই বিশেষ সম্মান জানাতে এই পন্থা অবলম্বন করেছে লিওর ওই ভক্ত। এই কাজের জন্য ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজ সাহায্য নিয়েছেন ফার্মিং ইঞ্জিনিয়ার কার্লোস ফারিসেল্লির। (ছবি-টুইটার)

প্রিয় মেসিকে তাই বিশেষ সম্মান জানাতে এই পন্থা অবলম্বন করেছে লিওর ওই ভক্ত। এই কাজের জন্য ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজ সাহায্য নিয়েছেন ফার্মিং ইঞ্জিনিয়ার কার্লোস ফারিসেল্লির। (ছবি-টুইটার)

6 / 8
এই কাজ এতটাও সহজ ছিল না। ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজ অ্যালগরিদমের সাহায্য নিয়ে বিশেষ ভাবে ১২৪ একর জমি জুড়ে ভুট্টা বীজ বপন করেছিলেন। (ছবি-টুইটার)

এই কাজ এতটাও সহজ ছিল না। ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজ অ্যালগরিদমের সাহায্য নিয়ে বিশেষ ভাবে ১২৪ একর জমি জুড়ে ভুট্টা বীজ বপন করেছিলেন। (ছবি-টুইটার)

7 / 8
ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজর আশা ছিল ভালো ফল পাবেন। সত্যিই তিনি পেরেছেন। বার্ডস আই ভিউতে এই দৃশ্য আরও মনোরম লাগছে। এই ছবি দেখলে চোখ জুড়িয়ে যাবে লিওর কোটি কোটি ভক্তদের। (ছবি-টুইটার)

ম্যাক্সিমিলিয়ানো স্পিনেজর আশা ছিল ভালো ফল পাবেন। সত্যিই তিনি পেরেছেন। বার্ডস আই ভিউতে এই দৃশ্য আরও মনোরম লাগছে। এই ছবি দেখলে চোখ জুড়িয়ে যাবে লিওর কোটি কোটি ভক্তদের। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us:
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'